সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২৮ মে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার)।
ডিআইজি হাবিবুর রহমান সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর এলাকায় হেঁটে হেঁটে সরেজমিনে পরিদর্শন করেন এবং নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক বিষয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে ডিআইজি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তায় রাস্তার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিং এ ডিআইজি হাবিবুর রহমান বলেন, এবারের ঈদে সবচেয়ে বড় চমক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর, মেঘনা ও গোমতির নবনির্মিত চার লেনের সেতুগুলো খুলে দেওয়া। যার ফলে ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষ নির্বিঘেœ-স্বাচ্ছন্দে বাড়ি যেতে পারবে।
তিনি বলেন, আমরা মনে করি এই বারের ঈদ যাত্রা অতীতের যে কোন সময়ের চেয়ে স্বচ্ছল ও নির্বিঘেœ ঘরমুখী মানুষ যানজট মুক্ত পরিবেশে যেতে পারবে। এ ছাড়া সড়ক-মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজ রোধে আমাদের আইজিপি স্যারের নেতৃত্বে জিরো টলারেন্স নীতি ইতি মধ্যে গ্রহণ করা হয়েছে।
তিনি কঠোর ভাষায় বলেন, কোন শ্রমিক সংগঠন বা কোন ব্যক্তিবর্গ বা কোন দল বা গোষ্ঠি বা চাঁদাবাজ চক্র চাঁদা দাবি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এ চাঁদাবাজ চক্রের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদ জামাত ও জঙ্গী হামলা নিয়ে নারায়ণগঞ্জের এক সাংবাদিক প্রশ্ন করলে ডিআইজি বলেন, জঙ্গী হামলার বিষয়ে কোন সু-নির্দিষ্ট আশংকা নাই। তদুপরি সারাদেশে জঙ্গি হামলার বিষয়ে পর্য়াপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জঙ্গীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় ডিআইজি হাবিবুর রহমানের সাথে অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।