সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭১ এর স্বাধীনতা সমর যুদ্ধে নিজের জীবন বাজি রেখে অকৃত্রিম অবদানের জন্য বাঙালি জাতি বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিরকাল মনে রাখবে। শহীদ জিয়াই সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে জাতিকে বাকশালের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, ‘আজ সেই গণতন্ত্র আবারো মুখ থুবরে পড়েছে। বাংলাদেশের গণতন্ত্র আজ বন্দী হয়ে আছে নব্য বাকশালীদের অবৈধ কারাগারে। অচিরেই বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুস্থ্যতার জন্য উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহদাৎ বার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় ৩০ মে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজহারুল ইসলাম মান্নান।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাজাহান মেম্বার।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা সেলিম হক রুমি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপি নেতা কামরুজ্জামান ভূইয়া মাসুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, পৌর বিএনপির সহ-সভাপতি লায়ন নয়ন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব কাউন্সিলর, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ভুইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সম্ভপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজল হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, সোনারগাঁও থানা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদিকা ছালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ছালমা আক্তার কাজল, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রাহিম প্রমুখ।