নারায়ণগঞ্জে এবার মানবতার সেবায় এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সন্ত্রাস দমন, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যূ ও চাঁদাবাজদের জম হিসেবে আভির্ভূত হয়ে নারায়ণগঞ্জের মানুষের আস্থা অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। এবার তিনি আইন শৃঙ্খলার পাশাপাশি ঈদকে সামনে রেখে নেমেছেন মানবতার সেবায়। নারায়ণগঞ্জে ২৫০ জন গরীব দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। ১ জুন শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে এসব ঈদ বস্ত্র তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করেন।

এতে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা থেকে আগত ২৫০ জন অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আব্দুস সালাম, কালের কন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

দুঃস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ শেষে পুলিশ সুপার হারুন বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করছে। আমরা হয়তো সকল অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পারিনি। তবে আমরা শুরু করেছি এবং ভবিষ্যতে এ কার্যক্রমকে বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত ব্যস্ত এবং ধনী জেলা। এইখানকার ব্যবসায়িক লোকজন সর্বোচ্চ করদাতা হয়। এই ধনী শ্রেণির লোকেরা যদি এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জ জেলার অসহায় গরীব ও দুঃস্থ মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অন্যায়-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে। অন্যদিকে যারা অসহায় গরীব, কষ্টে জীবন-যাপন করে তাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করছে।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ ইতোমধ্যে মহিলা ও পুরুষ ছিনতাইকারী মিলিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ ও স্বাচ্ছন্দে কেনা-কাটা করতে পারে সে লক্ষ্যে পুলিশের হোন্ডা মোবাইল সার্ভিস চালু করা হয়েছে। মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে ডিবি পুলিশ নজরদারি করছে।

তিনি বলেন, আপনারা জানেন যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন আর যানজট নেই। চাষাড়া থেকে শিবু মার্কেট হয়ে সাইনবোর্ড পর্যন্ত রোড ডিভাইডার এ অনেকগুলো কাটা ছিল। উক্ত কাটাগুলো দিয়ে গাড়ি ড্রাইভারের ইচ্ছামত ইউটার্ন করার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হতো। নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিজ উদ্যোগে কাটাগুলো বন্ধ করেছে। যার ফলে অনেকটাই যানজট মুক্ত হয়েছে নারায়ণগঞ্জ শহর।

পুলিশ সুপার আরো বলেন, মাদক চোরাকারবারীদের, ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশ সুপার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।