সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মুসলিমনগরে অবস্থিত বাইতুল আমান সরকারী শিশু পরিবারের এতিম ও পথ শিশুদের মাঝে ঈদে নতুন বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপির নিজস্ব তহবিল থেকে প্রায় অর্ধশতাধিক এতিম ও পথশিশুদের মাঝে এসব ঈদের নতুন জামা বিতরণ করা হয়।
১ জুন শনিবার দুপুরে সালমা ওসমান লিপির পক্ষে এতিম ও পথ শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেন তিনি।
ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, সদর উপজেলার সমাজ সেবা অফিসার মিয়া মো: ফিরোজ আহম্মেদ, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।
এতিম ও পথ শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণকালে ইউএনও নাহিদা বারিক বলেন, এ ঈদে অন্য ৮/১০জন শিশুর মত এতিম ও পথশিশুরা যাতে করে আনন্দ সহিত ঈদের উৎসব উদযাপন করতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। এতিম ও পথ শিশুদের জন্য মাননীয় এমপি শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি ভাবীর নিজস্ব তহবিল থেকে ঈদের জন্য নতুন জামা কাপড় দেয়া হচ্ছে। আর লিপি ভাবীর পক্ষ হতে আমরা জামা কাপড় বিতরণ করতে এসেছি। লিপি ভাবী এ শিশুদের ভালবাসেন বলেই ঈদের আগেই নতুন জামা পাঠিয়েছেন।
এছাড়া শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সুযোগ সুবিধার জন্য আমরা সব কিছু করবো। কিন্তু তোমাদের ভালভাবে লেখাপড়া করে বড় হতে হবে এবং কোন ধরণের দুষ্টমি করবেনা। সামনে তোমাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, বাইতুল আমান সরকারী শিশু পরিবার অভ্যন্তরে বাহিরে লোকজন এসে মাদক সেবন করে এমন অভিযোগ রয়েছে। সরকারী একটি প্রতিষ্ঠানের ভিতরে বাহিরের লোকজন এসে আড্ডাসহ মাদক সেবন করে এটা খুবই দু:খজনক। আমি চাই এ প্রতিষ্ঠান একটি শৃংখলার মধ্যে থাকবে। এটার ভিতরে বাহিরের কোন লোক এসে যদি আড্ডা ও মাদক সেবন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।