দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ আবদুল হাই প্রয়াত আওয়ামীলীগ নেতা মফিজুুল ইসলাম সম্পর্কে বলেছেন, মফিজুল ইসলাম ছিলেন বাংলাদেশের আওয়ামী রাজনীতির প্রবাদ পুরুষ। তার মহানুভবতা আর ভালবাসায় আওয়ামীলীগ আজকে প্রতিষ্ঠা পেয়েছে। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়।
৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আমরা মুজিব সেনা বন্দর থানা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক মহান ভাষা সৈনিক মফিজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও হতদরিদ্রদের মাাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রবীণ এ আওয়ামীলীগ নেতা আরো বলেন, ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোটের লড়াই হবে। সেই লড়াইয়ে দেশের স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে পূণরায় প্রধাণমন্ত্রী করতে হবে। শেখ হাসিনা প্রধাণমন্ত্রী হলে এদেশ উন্নয়নে পরিপূর্ণ হবে। শীতলক্ষ্যা সেতু, নীটপল্লীসহ সকল প্রকল্প দ্রুত বাস্তবাায়ন হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রবির সভাপতিত্বে ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
বন্দর থানা আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান মিয়া ও আবদুল মতিন মাতবরের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত মফিজুল ইসলামের মেয়ে আলেয়া মফিজ, সোনিয়া মফিজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আমজাদ হোসেন, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী হাবিব আহাম্মদ সরদার, আবদুল বাতেন সরদার, হারুন অর রশীদ, হাজী আইয়ুব আলী, রতন খান, দীল মোহাম্মদ, শওকত আলী, মোবারক হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ মহিউদ্দিন প্রমুখ।
এতে দোয়া পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা হাজী মোঃ মহিউদ্দিন রুমি। অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।