সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে জালাল (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
স্থানীয়রা বলছেন- বাড়ির মালিকের একঘেওমীর কারনে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারকে উপেক্ষা করে এক তলা বাড়াতে গিয়ে নির্মাণ কাজ করতে বিদ্যুৎই কেড়ে নিলো নির্মাণ শ্রমিকের প্রাণ। তার এমন গাফিলতির কারনেই এমন ঘটনা ঘটেছে বলেও এলাকাবাসীর অভিযোগ।
গত ৮ জুন শনিবার দুপুরে ফতুল্লার মুসলিমনগর আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ছাদে এ ঘটনা ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন বিকেলে জালালের মৃত্যু হয়।
নিহত নির্মাণ শ্রমিক জালাল বরিশাল আমতলী রাঙ্গাবালি এলাকার জনৈক সেজন শরীফের ছেলে। তিনি ফতুল্লার মুসলিমনগর আদর্শপাড়া এলাকার রুহুল আমিন হাজীর ভাড়াটিয়া হিসেবে স্বপরিবারে বসবাস করতেন এবং তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ- গত দুই বছর আগে মুসলিমনগর আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ২য় তলা ছাদে উঠে কাপড় শুকাতে গিয়ে শারমিন নামের এক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছিল। তখন বিদ্যুৎ অফিসের লোক এসে বাড়ির মালিককে শাসিয়ে যায়। ঐ সময় বাড়ির মালিক মোহাম্মদ আলী বিদ্যুৎ অফিসের অফিসার সহ এলাকাবাসীর কাছে মাফ চেয়ে রক্ষা পায়। কিন্তু দুই বছর পর লোভের বসবর্তী হয়ে বাড়ি ভাড়া পাওয়ার আশায় এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারকে তোয়াক্কা না করে আরেক তলা বাড়ানোর কাজ হাতে নেয় বাড়ির মালিক।
স্থানীয়দের আরও অভিযোগ- কিন্তু বাড়ির মালিকের লোভের কারনে বিদ্যুৎের মেইন তার ঘেষা থাকা সত্বেও আরেক তলা বাড়াতে গিয়ে নির্মাণ শ্রমিকের প্রাণ যায়। ২য় তলার ছাদে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শারমিনের প্রাণ গেলেও কিভাবে ৩য় তলা বাড়ানোর চিন্তা মাথায় আসে বাড়ির মালিকের। তাই নির্মাণ শ্রমিক জালালের মৃত্যুর জন্য বাড়ির মালিক মোহাম্মদ আলীকে দায়ী করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুসলিমনগর আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে বিদ্যুৎস্পুষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের দূর্ঘটনার সময় আগুন ধরে যাওয়ায় এলাকায় অনেকের বাড়ির গ্যাসের রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফতুল্লার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। আগুন কোন বাড়িতে বড় ধরণের ক্ষতিসাধিত হয়নি। তবে এলাকার নারী-পুরুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আব্দুল শাফিউল আলম জানান, শনিবার দুপুরে মুসলিমনগর আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ৩য় তলার কাজ করতে গিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মাণ শ্রমিকের শরীর ঝলছে যায়। তাদের দুইজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। রবিবার বিকেলে আহতের দুইজনের মধ্যে জালাল নামের একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। হাসপাতাল হতে লাশ নিয়ে আসার পর নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।