প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর উল্টা পাল্টা কোন স্ট্যাটমেন্ট দিয়েন না: অয়ন ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে সম্প্রতি কবি ও সাংবাদিক হালিম আজাদের দেয়া একটি বক্তব্য নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। সরকারি দলীয় নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হালিম আজাদের ওই বক্তব্যে দেশের সরকার প্রধানকে নিয়েও একটি মন্তব্য করা হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ঐতিহ্যবাহী পরিবারের তিনজন সদস্যকে নিয়ে একটি বক্তবের জের ধরে এমন তোলপাড়। সেই বক্তব্যের পর ওসমান পরিবারের ভবিষৎ কর্ণধার অয়ন ওসমানও কৌশলী ভাষায় প্রতিবাদ করেছেন। তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাজ দিয়েছেন যা বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে ফলোও করে প্রকাশিত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের এমপি একেএম শামীম ওসমানের ছেলে।

অয়ন ওসমান তার ফেসবুকে লিখেছেন, ‘যদি আমি বাংলা সিনেমার ভিলেন হতাম, তাহলে ডাইলগ দিতাম যে, এই হালিম আমি ফু দিলে তুই আজাদ হইয়া যাবি। যদি একজন রাজনীতিবিদ হতাম তাহলে বলতাম যে, এই মিথ্যাচার ও অপপ্রচারের রাজনৈতিক কৌশল ছেড়ে সাধারণ জনগণের পাশে দাড়ান এবং নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কার্যকলাপ বজায় রাখার সর্বোচ্চ সহযোগীতা করেন। যেহেতু আমি একটাওনা, আমাকে ফ্রি পাবলিসিটি দেওয়ার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও লিখেছেন, ‘এটা জানা স্বত্বেও যে আমার সিভিল রাইটস্ লঙ্ঘন হয়েছে, যেহেতু আমি একজন আইনের ছাত্র এবং আমার আইন শৃঙ্খলার উপর বিশ্বাস রয়েছে। আপাতত একটাই অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর উল্টা পাল্টা কোন স্ট্যাটমেন্ট দিয়েন না। উনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে বলেই নারায়ণগঞ্জ এখনো কোন এ্যাকশনে যায় নাই এবং আসা করি যাবেও না।’