সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির নেতাকর্মীদের মাঝে সকল ভেদাভেদ ভুলে সোনারগাঁ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর।
তিনি বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পকেট বন্ধি হয়ে নয় জোটবন্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। কোন ব্যক্তির না হয়ে বিএনপির হয়ে কাজ করতে হবে। বিএনপি একটি মহা সমুদ্রের মত দল। এ দল থেকে দু একজন দল থেকে ছুটে গেলেও এ দলের কিছুই হবে না।
১/১১ এর সময় রাজপথে সক্রিয় ভুমিকা রাখা বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামীলীগ ২১বছর ক্ষমতার বাহিরে থেকে যতটুকু না অত্যাচারিত হয়েছে বিএনপি ১২বছর ক্ষমতার বাহিরে থেকে তার চেয়ে ১০গুণ বেশী অত্যাচারের শিকার হয়েছে। এরপরও সোনারগাঁয়ে বিএনপির উল্লেখযোগ্য কোন নেতাকর্মী দল থেকে ছুটে যায়নি।’
১৪ জুন শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণপুরা গ্রামে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে খন্দকার আবু জাফর এসব কথা বলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিত বিন ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর-ই-ইয়াসিন নোবেল, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, হাজী আনোয়ার হোসেন, নয়ন, ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, ফারুক আহম্মেদ, মিন্টু, বিএনপি নেতা মনির হোসেন, আনোয়ার হোসেন, মোঃ সোহেল, ছাত্রদল নেতা ঢাকা কলেজ শাখার সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি এডিএম বাকির জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মশিউর রহমান শান্ত ও থানা ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু প্রমূখ।
এখানে উল্লেখ্যযে, গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনয়ন পান খন্দকার আবু জাফর ও সেক্রেটারি আজহারুল ইসলাম মান্নান। দুজনকেই মনোনয়ন পত্র দাখিলের নির্দেশ কেন্দ্র থেকে দেয়া হলেও জাফর তার মনোনয়ন পত্র দাখিল করেননি। তিনি দাবি করেছিলেন- যে ব্যক্তি নমিনেশন উচ্চারণ করতে পারেনা সেই প্রার্থীর ড্যামী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করা আমার পক্ষে সম্ভব নয়। চূড়ান্তভাবে মনোনয়ন পান মান্নান। যদিও নির্বাচনে মাত্র একদিন মান্নানের নির্বাচনী গণসংযোগে ছিলেন জাফর। তার সঙ্গে অনেক আগে থেকেই মান্নানের মতপার্থক্য ও বিরোধ রয়েছে।