সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিশ্ব বধির সংস্থার উদ্যোগে জুলাইয়ের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ১১৯টি রাষ্ট্রের বধির প্রতিনিধিদের সম্মেলন ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি সভায় এশিয়া অঞ্চলের সমন্বয়ক হিসেবে ৮ জুন থেকে কোলকাতায় সভা ও বধির কর্মসূচিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেন তৈমূর আলম খন্দকার। পরিদর্শন শেষে ১৩ জুন রাতে দেশে ফিরেছেন তিনি।
জানাগেছে, কলকাতায় তিনি বধির পরিচালিত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন এবং এ উন্নয়নের পদ্ধতি নির্ধারনের জন্য মতামত গ্রহণ করেন। ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত কলকাতা মুখ ও বধির স্কুল ও কলেজ এবং বধির টিচার্স ট্রেনিং ইন্সষ্টিটিউট পরিদর্শন করে শিক্ষক, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের মতামত নেন।
অধ্যক্ষ সমির কুমার সামন্ত বধিরদের শিক্ষা, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বাস্তব মূখী গবেষণার আলোকে উক্ত ইন্সষ্টিটিউট প্রণিত একটি গবেষণাপত্র হস্তান্তর করেন।
এসময় তৈমূর আলম খন্দকার আশ্বাস প্রদান করেন যে, উক্ত গবেষণাপত্র আসন্ন বিশ্ব বধির সম্মেলনে কার্যতালিকাভুক্ত করা হবে। তৈমূর আলম আশা প্রকাশ করেন যে, ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্ব বধির সম্মেলনের দিকনির্দেশনায় বিশ্ব বধির সমাজের জন্য বোঝা হয়ে থাকবেনা বরং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। কোন সন্তান জন্মলগ্ন থেকেই যাতে মুখ ও বধির হিসেবে বেড়ে না উঠে এ জন্য গবেষণার উপর তৈমূর আলম খন্দকার গুরুত্বারোপ করেন।