নুরুন্নাহার সন্ধ্যা একটি প্রতিবাদের নাম: মামুন সিরাজুল মজিদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ভোট গ্রহণের আগেই একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মনোনিত প্রার্থী এমএ রশিদ। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও তারা নির্বাচনী কোন প্রচারণায় নেই। তবে হাল ছাড়ছেনা মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী। যাদের মধ্যে একজন আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা।

এই নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ তার ফেসবুকে একটি স্ট্যাটাজে বেশকিছু মন্তব্য লিখেছেন।

১৪ জুন শুক্রবার তার ফেসবুকে প্রার্থী নুরুন্নাহার সন্ধ্যাকে নিয়ে অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ লিখেছেন, ‘নুরুন্নাহার সন্ধ্যা একটি প্রতিবাদের নাম, যিনি বন্দরবাসীর গর্ব। যিনি কতিপয় ব্যক্তির ঊপর আস্থা না রেখে, সমগ্র বন্দর উপজেলাবাসীর গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকারের প্রয়োগের প্রতি আস্থা রেখে নির্বচনে আছেন।’

তিনি আরও লিখেন, ‘বন্দরবাসী ও একজন মানুষ হিসেবে আমাদের উচিত তার এ প্রতিবাদের প্রতি শ্রদ্ধাশীল তাকে হাঁস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা। কারন তিনি কতিপয় ব্যক্তি নয়, সাধারণ জনগণের প্রতি আস্থাশীল আমাদের উচিত তাকে মূল্যায়ন করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উপর আস্থাশীল গণতন্ত্রে বিশ্বাসী সেই অর্থে নূরুন্নাহার সন্ধ্যাই বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক। আর ভুলে গেলে চলবেনা নির্বাচনের পূর্বেই যারাই বিজয়ের হাসি হাসছেন তারা কিন্তু ভোট পরিবর্তনের পূর্বে সিটি কর্পোরেশনের ভোটারই ছিলেন। সুতরাং………।