দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর বলেছেন, খেলাধুলা করার মধ্যে যে কি প্রশান্তি তা খেলোয়ার না হলে বুঝা যায়না। আমি সব সময় আমার এলাকার যুবকদের খেলাধুলায় নিমগ্ন থাকার উৎসাহ দিয়ে থাকি। মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার বিকল্প নাই।
বন্দরে মদনগঞ্জ লক্ষ্যারচড় যুব মধ্যপারা যুবসংঘের উদ্যোগে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি সবসময় খেলাধুলা আয়োজন করতে আমার ওয়ার্ডের যুবকদের প্রাধান্য দিয়ে থাকি। মধ্যপারা যুবসংঘের আয়োজকদের আমি সাধুবাদ জানাই তারা যুবকদের নিয়ে এ খেলার আয়োজন করায়। একমাত্র মন ভাল রাখতে খেলাধুলাই পারে সকল অসংগতি থেকে দূরে রাখতে। এরকম আয়োজনে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মদনগঞ্জ ১৯নং ওয়ার্ডের সমাজসেবক মোকলেছুর রহমান, মদনগঞ্জ ফাঁড়ীর ইনচার্জ তরিকুল আলম জুয়েল ও আবুল খায়েরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।