সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সানাউল্লা সানুর উড়ো জাহাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন শান্তার ফুটবল মার্কার পক্ষে দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাাদক খান মাসুদ।
এ সময় সানাউল্লা সানুর উড়ো জাহাজ ও ছালিমা হোসেন শান্তার ফুটবল মার্কাকে বিজয়ী করতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তেব্যে খান মাসুদ বলেন, এলাকার চলমান উন্নয়নেরধারা অব্যাহত রাখতে যোগ্যপ্রার্থী সানু ভাই ও শান্তা আপাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বিগত সময় এই এলাকায় যত উন্নয়ন হয়েছে আমার বিশ্বাস তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে যদি আপনারা এদুজনকে ভাইস চেয়রম্যান পদে নির্বাচিত করতে পারেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান জনগণের স্বার্থে নিজস্ব তহবিল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সামাজিক কাজে ব্যাপক অর্থ অনুদান দিয়েছেন। তিনি দলমত বুঝেননা শুধু জনগণের জন্য উন্নয়ন করতে চান। এলাকার উন্নয়ন গতিশীল রাখতে হলে এমপির সাথে জনপ্রতিনিধিদের সমন্বয় থাকতে হয়। আর সানু ভাই ও শান্তা আপা এমপি সেলিম ওসমানের খুব পছন্দের প্রার্থী। আর এমপির পছন্দের প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে বন্দরের উন্নয়ন আরও বেশি বেগমান হবে।
১৬ জুন রবিবার খান মাসুদের নেতৃত্বে একটি অটো গাড়ির বহর নিয়ে বন্দর রেললাইন এলাকা হতে পথসভা ও কয়েকটি উঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ জুন নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষ্যে মুকফুলদী এলাকার পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে একটি উঠান বৈঠক ও সোনখোলা এলাকায় জয়নাল আবেদীনের সভাপতিত্বে একটি উঠান বৈঠক এবং পুরান বন্দর নূরপুর চন্দ্রাপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে সর্বশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।