সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। তিনি ক্ষতিগস্থ ৪টি দোকানের মালিকদের প্রত্যেককে নগদ ৫হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
১৭ জুন সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের এ অনুদান দেন নাহিদা বারিক।
ইউএনও নাহিদা বারিক বলেন, রবিবার গভীর রাতে ফতুল্লার বাজার সংলগ্ন রাস্তার পার্শ্বে একটি মার্কেটের ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে দোকান মালিকরা ক্ষতিগ্রস্থ হন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে একটি সেলুন, একটি কনফেকশনারী, একটি ফোন-ফ্যাক্সের দোকান ও একটি ফার্মেসীর মালিককে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। আর পরবর্তীতে প্রত্যেককে ৩ বান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।