সোনারগাঁয়ে লেখাপড়া চালাতে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী এখন রাজমিস্ত্রি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

টাকার অভাবে বন্ধ হওয়ার পথে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের মেধাবী ছাত্র মোঃ জয়নাল উদ্দিনের লেখাপড়া। দরিদ্র বাবার সন্তান জয়নাল উদ্দিন ২০১৬ সালে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়।

পরবর্তীতে মেধাবী এই শিক্ষার্থী স্থানীয় সোনারগাঁ ডিগ্রী কলেজে এইচএসসিতে ভর্তি হয়। তার দরিদ্র বাবার পক্ষে লেখাপড়া চালিয়ে নেয়া দূরহ হয়ে পড়েছে। চার ভাই বোনের মধ্যে জয়নাল উদ্দিন সবার বড়। বাকী তিন বোনও লেখাপড়া করছে। এক বোন এইচএসসি প্রথম বর্ষ, আরেক বোন এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে এবং সবার ছোট বোন ক্লাস টুতে পড়ে।

জয়নালের বাবা কৃষি কাজ করে সংসার চালায়। পাশাপাশি চার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। তার পক্ষে সন্তানদের ভরণপোষন দিয়ে লেখাপড়া চালিয়ে নেয়া অসম্ভব হয়ে পড়েছে।

মো. জয়নাল উদ্দিন বলেন, আমার বাবা অনেক কষ্ট করে সব ভাই বোনকে লেখাপড়া করাচ্ছেন। সংসার চালিয়ে এখন আর তিনি লেখাপড়ার খরচ যোগান দিতে পারছেনা। আমি লেখাপড়ার ফাঁকে রাজমিস্ত্রির কাজ করে লেখাপড়ার খরচ চালানোর চেষ্টা করছি কিন্তু এতে লেখাপড়ার ক্ষতি হয় তাই সব সময় কাজ করতে পারি না।

মো. জয়নাল উদ্দিনের বাবা মো. হানিফ বলেন, আমার ছেলে ছোট বেলা থেকেই খুব মেধাবী। টাকার অভাবে আমার ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে এটা ভাবলেই খুব কষ্ট হয়। ছেলেটা তার লেখাপড়া চালিয়ে যেতে পারলে একদিন সংসারের হাল ধরতে পারতো। তার বোনদের লেখাপড়াও বন্ধ হতো না।