সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২২ জুন শনিবার সকালে সোনারগাঁ হাসপাতালে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক, হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সজীব মুহাম্মদ রায়হান, এসিষ্টেন স্টেস্টিক্যাল অফিসার (এমআইএসডিজিএইচএস) মোঃ জসিম উদ্দিন ফরায়েজি, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোঃ আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৫টি কেন্দ্রে ৬ থেকে ৫ বছরের মধ্যে প্রায় ৬৭হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ উপলক্ষে সোনারগাঁয়ে ৩৩জন স্বাস্থ্য সহকারী, ৩৪জন সিএইচসিপি, ৩৩ জন পরিদর্শক ও ৫২৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।