সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর একটি টিম। তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ২৫জুন মঙ্গলবার বিকেলে র্যাব -১১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ২৪ জুন সোমবার রাতে র্যাব-১১, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ হাউজিং আটি বটতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
মাদক ব্যবসায়ীরা হলো- রোজিনা বেগম ওরফে রোজি, শাহ আলী ও দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীন। তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রোজিনা বেগম ওরফে রোজি, শাহ আলী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন উত্তর খংসারদী এবং দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীন ইসলাম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ছোট রায়পাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। তাছাড়াও আসামী রোজিনা বেগম, শাহ আলী ও দীন ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।