সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আবারো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে বিরোধ সৃষ্টি হয়েছে। গত ইদুল ফিতরের পূর্বে মহানগর ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারিকে বাদ দিয়েই মহানগর ছাত্রদলের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল করেছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফিউদ্দীন রিয়াদ। সেই বিরোধ মিটিয়ে মহানগর ছাত্রদলের সকল নেতাকর্মীদের নিয়েই পূণরায় ইফতার ও দোয়া মাহফিল করেছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ ও সেক্রেটারি মমিনুর রহমান বাবু। এবার নতুন করে ছাত্রদলে বিরোধ সৃষ্টি হয়েছে।
জানাগেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সম্মেলনে ভোটার তালিকা প্রস্তুত করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। সারাদেশে জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ ৫ জন নেতা ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত করবেন। ভোটারদের মধ্যে রয়েছেন সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ক্ষেত্রে এই নীতি মানা হলেও মহানগর ছাত্রদলের ক্ষেত্রে এটা মানা হয়নি।
ৎনারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন রাফিউদ্দীন রিয়াদ। কিন্তু তার স্থলে ভোটার তালিকায় সিনিয়র সহ-সভাপতি পদে নাম এসেছে ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মিয়ার। ফলে কেন্দ্রীয় ছাত্রদলের সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না রাফিউদ্দীন রিয়াদ। এই বিষয়টি অভিযোগ ওঠেছে, যারা নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রে নাম জমা দিয়েছেন তারা কারসাজি করে রিয়াদের নাম বাদ দিয়ে তার স্থলে শাকিলের নাম বসিয়েছেন।
তবে বিষয়টি অস্বীকার করে নিছক ভুলবসত রাফিউদ্দীন রিয়াদের নামটি বাদ পড়েছে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ। তিনি সান নারায়ণগঞ্জকে বলেন, ‘ভুলবসত রাফিউদ্দীনের রিয়াদের নামের স্থলে শাকিলের নাম ওঠেছে। আমরা কেন্দ্রে জানিয়েছি। পূণরায় ভোটার তালিকা সংশোধন করে প্রকাশ করে সেখানে রিয়াদের নাম বসানো হবে। এ বিষয়ে কেন্দ্র একটি সার্চ কমিটি কাজ করছে। এখানে বিরোধের কোন বিষয় নেই।’
এ বিষয়ে রাফিউদ্দীন রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার দুটি মোবাইলই বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে মহানগর ছাত্রদলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু বলেন, যারা কেন্দ্রে সব সময় যোগাযোগ করে থাকেন তারাই সিনিয়র সহ-সভাপতি রাফিউদ্দীন রিয়াদের স্থলে আরেকজনের নামটি বসিয়েছেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। বিষয়টি দুঃখজনক।’