শিক্ষকেরা ধনী ব্যক্তির সন্তানের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, পরিহার করুন: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠদের নাম কিংবা কত তারিখে কোন দিবস বলতে না পারে তাহলে দায়ভার শিক্ষকদেরই নিতে হবে। তাদের সঠিকভাবে পাঠদানের পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে হবে। শিষ্টাচার শিখাতে হবে তবেই আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

২৭ জুন বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেই পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয় না। তাদের পারিপার্শ্বিক জ্ঞানও থাকতে হবে। একজন উপজেলা চেয়ারম্যানের ছেলে জিপিএ-৫ পেলে কোন স্বার্থকতা নেই। শিক্ষকরা ধনী ব্যক্তির সন্তানের উপরই বেশি কদর দিয়ে থাকেন। এই প্রবণতা পরিহার করতে হবে। একজন দিন মজুরের ছেলের প্রতি সু-নজর দিয়ে তাকে মেধাবী করে তুললেই সোনার বাংলা স্বার্থক হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবুল জাহের, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশীদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা ও বন্দর উপজেলা ভূমি কমিশনার আফিফা খান প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম আহাম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাকসুদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।

মতবিনিময় সভা শেষে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে নিয়ে মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।