সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২৭ জুন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০০নং বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮৩২জন ছাত্র-ছাত্রীদের মাঝে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সাথে সু-সর্ম্পক করতে হবে অভিভাবক ও শিক্ষকদের। বর্তমানের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশকে পরিচালনা করবে।
তিনি বলেন, মহান আল্লাহতায়ালা কখন কে কোন চেয়ারে বসে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপ গড়তে ধারাবাহিকতা ধরে রাখবে বলে যায়না। তাই শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবিনী শুনিয়ে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে শিক্ষায় আধুনিকতার সুযোগ সৃষ্টি হয়েছে। বিনামূল্যে কোটি কোটি বই বছরের প্রথম দিনে তাদের হাতে তুলে দিচ্ছে। তার সাথে উচ্চ শিক্ষিত গড়ে তুলেতে ছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে আওয়ামীলীগের সরকার।
আনোয়ার হোসেন আরও বলেন, আগামীতে শিক্ষার মানকে আরো উন্নত ও সুশিক্ষিত জাতি বাংলাদেশ সৃষ্টিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। সেই বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শেই নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের এই কোমলমতি শিশুদের মধ্য বিনামূল্যে স্কুল বিতরণ করা হলো।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া।