সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সদ্য যোগদান করা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় শেষে তিনি মদনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।
এ সময় মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর সহ কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
অভ্যর্থনা শেষে তিনি বিদ্যালয়ের নতুন ভবন সহ প্রতিটি ক্লাসরুমে গিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান সম্পর্কে খোজ খবর নেন।
এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সন্তানের মত দেখাশুনা করতে হবে। তাদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। একজন চেয়ারম্যানের সন্তান জিপিএ-৫ পেলে চলবে না। একজন খেটে খাওয়া মজুরের সন্তান জিপিএ-৫ পেলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবে রুপ নেবে। শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, হাজী মাসুম আহমেদ, মোখলেছুর রহমান, শ্যামলী বেগম, সোহেল মিয়া সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।