সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা (৪৫) নামে এক নারীর হাত ভেঙে দিয়েছে তারই ওরসজাত সন্তান মামুন ও তার স্ত্রী আঁখ আক্তার। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির লস্করদী কোণাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাহেলা জানান, তার স্বামী আব্দুল করিম ৬ বছর আগে মারা যান। পরে তিন ছেলে ও এক মেয়েকে লালন-পালন করে বড় করে তুলেন। এখন স্বামী রেখে যাওয়া কিছু সম্পতিই তার কাল হয়ে দাঁড়িয়েছে। সন্তানদের আদরযত্নে করে বড় করে তুললেও তার ঠাঁই হচ্ছেনা সন্তানদের কাছে।
তিনি আরও বলেন, র্দীঘদিন ধরে দুই ভাসুর হালিম ও জলিলের নির্দেশে তাকে মারধর করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য খোকনসহ গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার হচ্ছে না।
২৯ জুন শনিবার ফের মামুন তাকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার একহাত ভেঙে ফেলা হয়েছে। এ সময় বাঁধা দিলে তার ছোট ছেলে মাসুদকেও পেটানো হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।