সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ জুলাই সোমবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন, সহকারি কমিশনার ভূমি উজ্জ্বল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, টিএইচ ডা. হাবিব ইসমাল ভূঁইয়া, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, নাজিম উদ্দিন মোল্লা, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, আলী হোসেন, লাক মিয়া, শাহীদা মোশারফ, অদুদ মিয়া, আমান উল্যাহ আমান, পরিসংখ্যান কর্মকর্তা নুর উজ জামান ও সমবায় কর্মকর্তা রীনা বাসক প্রমুখ।