সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় ৯জুলাই মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফলে দুটি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় কয়েক হাজার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোনারগাঁ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন। তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার তিতাসের প্রধান লাইন (পাইপ) থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ গ্যাস ব্যবহার করছিল। এসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় প্রায় কয়েক হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবৈধ সংযোগ বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রকৗশলী জাফরুল আলম, উপ-প্রকৌশলী মেজবা রহমান, সহকারী প্রকৗশলী তানভীর হাসান, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন প্রমূখ।