সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরে শিতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আবদুল বারেক (৪৯) নামে এক রিক্সা চালকের করুন মৃত্যু হয়েছে। ২২ জুলাই সোমবার সন্ধ্যায় বন্দরের শান্তিনগরের আশ্রয়ন প্রকল্পের অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনাটি ঘটে। নিহত আবদুল বারেক শান্তিনগর এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।
জানা গেছে, মদনগঞ্জ শান্তিনগর এলাকার রিক্সা চালক আবদুল বারেক মিয়া পুরো দিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর শান্তিনগরের আশ্রয়ন প্রকল্পের অদূরে শিতলক্ষ্যা নদীর তীরে গোসল করতে যান। শীতলক্ষ্যা নদীতে ‘ওটিআলম ফোটিং’ নামে নোঙ্গর করা জাহাজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগকৃত তারে পেচিয়ে তার করুণ মৃত্যু হয়।
পরে ভোরে এলাকাবাসী শীতলক্ষ্যা নদীর ধারে হাটতে গেলে ঝোপের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। বন্দর থানার এসআই আবু তালেব ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আকলিমা বেগম মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।