সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরের বিভিন্ন হাইস্কুলের শিক্ষকদের নিয়ে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ভূমিকা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭ আগস্ট বুধবার বিকেলে ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১’শ জন শিক্ষককে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার অবদান সম্পর্কে ধারণা দেন ও শিক্ষকরা যাতে প্রতিটি ক্লাশে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেন ও শিষ্টাচার সম্পর্কে শিক্ষাগ্রহণ করার তাগিদ দেন। পাশাপাশি তিনি শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতেও উপদেশ দেন।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক প্রমূখ।