সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারকে শোকজ করেছেন আদালত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বরাদ্ধকৃত ভূমিতে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়ায় আদালতে মামলা দায়ের করা হলে আদালত নির্বাহী কর্মকর্তাকে শোকজ সহ কারন দর্শানোর নোটিশ জারি করেন।
ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ণ বিষয়ক সম্পাদক ও মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুমন মিয়া এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বরাদ্দকৃত ভূমিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) বে-আইনীভাবে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ উদ্যোগ নিলে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউ.সি.সি.এ.লিঃ) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ৭ আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, যার দেওয়ানী মামলা নং ১৪৮/২০১৯ইং। অতঃপর মামলীর বাদী বিগত ৮ আগস্ট সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত শুনানী অন্তে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারকে শোকজ করেন এবং ১২ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দেন।
আদালতের শোকজ নোটিশ সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) বিগত ২০ আগস্ট আদালতের প্রসেস সার্ভেয়ারের মাধ্যমে প্রাপ্ত হয়।