দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে সুষ্ঠ নির্বাচন হলে এ আসনের মহাজোটের প্রার্থী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার পরাজয় অভিসম্ভাবী। এমপি খোকার এমন পরাজয়ের সম্ভাবনা বুঝেও লাঙ্গলের ভার কাধে নিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেয়া হয়েছে।
যদিও তাদের যুক্তি মহাজোটের প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তই মেনে নিতে হবে। এখানে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার চেয়ে জনপ্রিয়তা বেশি কালামের। যে কারনে লাঙ্গল প্রতীকটি যতটুকু সামনে যাবে সেটা কালামের হাত ধরেই। তবে এই লাঙ্গলকে কতটুকু সামনে নিয়ে যাওয়া যাবে সেটাও তারা বুঝতে পেরেছেন। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুুল্লাহ আল কায়সার হাসনাতের সিংহ প্রতীকের লড়াই হবে।
ইতিমধ্যে সোনারগাঁও উপজেল পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেছেন, আপনি খোকা যদি সোনারগাঁয়ের ১০ পারসেন্ট ভোট পান তাহলে আমরা ধরে নিব আপনি এমপি হয়ে গেছেন। আপনি বাড়ি গিয়ে ঘুমান। এছাড়াও আওয়ামীলীগের নেতাকর্মীরাই বলছেন, এমপি খোকার নিশ্চিত পরাজয় জেনেও মাহফুজুর রহমান কালাম লাঙ্গলের বোঝা কাধে নিয়েছেন। তিনি এখন ভাঙ্গা লাঙ্গলের ভার কাধে নিয়েছেন। এখানে সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন হলেও এমপি খোকা লড়াই করার মত প্রতিদ্বন্ধিতাও দেখাতে পারবেন না। তবে সাবেক এমপি কায়সার হাসনাতের সঙ্গে দূরত্ব থাকার কারনেই কালাম এখন এমপি খোকার পক্ষ নিয়েছেন বলে দাবি করেছেন অনেকেই।
গত ১২ডিসেম্বর সকালে সোনারগাঁও উপজেলার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় রয়েল রির্সোট অডিটোরিয়ামে এক কর্মীসভা করে উপজেলা আওয়ামীলীগ এ সমর্থন জানায়। তবে আওয়ামীলীগ এই সমর্থন জানানোর তিনদিন চললেও সোনারগাঁয়ে লাঙ্গলের পক্ষে কোন আওয়াজ তুলতে পারেননি। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে ওই কর্মীসভা শেষে যার যার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী নিয়ে তাদের কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। এমন পরিস্থিতিতে মাঠ চষে বেড়াচ্ছেন কায়সার হাসনাত। এদিকে মাঠে নামার চেষ্টা করছেন মান্নানও। ইতিমধ্যে মান্নান আবার এমপি খোকা অনুগামী ছাত্রলীগ সন্ত্রাসী রনি বিল্লাহর হামলার শিকার হয়েছেন। ভ্রাম্যমান আদালত রনি বিল্লাহকে তিন মাসের কারাদন্ডও দিয়েছেন।
আওয়ামীলীগের কর্মীসভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন- মহাজোটের মনোনিত লাঙ্গলের প্রার্থী লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক মোল্লা, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মোল্লা প্রমুখ।