সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা সচেতন হলেই আমাদের নগর সুন্দরভাবে সাজাতে পারব। আর হ্যাঁ বিআইডাব্লি¬উটি এর ব্যাপারে আতংকিত হওয়ার কিছুই নেয়৷ এটা শান্তিরচরের এক খন্ড অতিরিক্ত ভূমিও দখল করবে না। তাই আসুন এগিয়ে যাই। আমরাই আমাদের নারায়ণগঞ্জ গড়ব। সন্ত্রাসমুক্ত সুন্দর নগরী গড়বো।
এর আগে মেয়র ডেঙ্গু নিয়ে বলেন, আমি প্রথমেই ডেঙ্গু নিয়ে বলব, যদিও সারা বাংলাদেশে এডিস মশা আর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। কিন্তু এতে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কারণ ডেঙ্গু নিয়ন্ত্রনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সর্বোচ্চ আবস্থায় রয়েছে। আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ঔষধ পৌছে দিচ্ছি। ইনশাআল্লাহ দু-একদিনের ভেতরে সমস্ত সিটি এলাকায় কাউন্সিলরদের সংশ্লিষ্টতায় মশক নিধন ঔষধ ছিটানো হবে। দেশে ডেঙ্গু থাকুক অথবা না থাকুক সারা বছর ঔষধ ছেটানো চলমান থাকবে।
ওয়ার্ডবাসীর পানি সমস্যা সম্পর্কে মেয়র বলেন, অতি শীঘ্রই ওয়াসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। আশা করি আগামী মাসের ১০-১৫ তারিখ হতে আপনাদের পানির সমস্যা সমাধান করা হবে। হসপিটাল, স্কুল, পার্ক এসব বঙ্গবন্ধুর শততম বার্ষিকীতে ইনশাআল্লাহ উদ্বোধন করা হবে।
২৮ আগস্ট বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বন্দর থানাধীন সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সিটি অডিটোরিয়ামের নতুন ভবন, সিটি কবরস্থানের বাউন্ডারি ওয়াল ও রাস্তা, সিটি খাল খনন, সৌন্দর্য্য বর্ধন লঞ্চঘাট রোড বর্ধিতশরণ সহ ঘাটলা নির্মাণ এবং শান্তিনগর এলাকার বিভিন্ন শাখা রোড নির্মাণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মেয়র আরো বলেন, আমাদের সিটিতে প্রায় সব কাজই শেষ। আপনাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা থাকবে। আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করা সর্বদা চেষ্টা করি আমি। মনে রাখবেন নগর আপনার দায়িত্বও আপনার। পরিবেশেকে দুষিত করবেননা সিটিকেও ময়লা করবেননা।
সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা জিয়াবুল হক, মদনগঞ্জ ৩তলা জামে মসজিদের সভাপতি জসিমউদদীন খান, বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রফিয়ান আহমেদ, সমাজ সেবক ফারুক আহমেদ মাসুম, জাহাঙ্গীর আলম খায়ের, আনিছুর রহমান, আনিসুজ্জামান ধনু, হাজী কফিলউদ্দিন, হাজী শফিউদ্দিন নাবু, পিয়ার আলী মিয়া, সিরাজুল মিয়া, আজিজুল হক, আব্দুল বাতেন মদবর, হারুনুর রশিদ, এইচ এম আরজু ও রব মাদবর প্রমূখ।