সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মনির হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠেছে।
৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ৪ সেপ্টেম্বর বুধবার সকালে স্কুলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে এ ঘটনা প্রকাশ পায়। পরে অভিযুক্ত দপ্তরি মনির হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যায়। এসময় ওই স্কুলে কোন শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত হয়নি। এ সুযোগে ওই স্কুলের দপ্তরি ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন ওই ছাত্রীকে কৌশলে স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে স্কুল থেকে চলে যায়।
শনিবার সকালে ওই ঘটনাটি তার চাচির কাছে প্রকাশ করে ওই ছাত্রী। পরে ওই ছাত্রীকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, বুধবার সকালে সে স্কুলে যায়। ওই সময়ে কেউ স্কুলে আসেনি। মেয়েটিকে দপ্তরি মনির হোসেন স্কুলের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে মেয়েটি ঘটনাটি চাচিকে জানায়। দপ্তরি মেয়েটিকে এ ঘটনা জানাতে বারণ করে। জানালে ক্ষতি হবে বলে হুমকি দেয় মনির হোসেন।
সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, ঘটনাটি ওই ছাত্রীর অভিভাবকরা এসে আমাদের জানিয়েছেন। পরে বিষয়টি আমরা উপজেলা শিক্ষা অফিসারকে মোবাইলে জানিয়েছি।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত দপ্তরি মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।