সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আলোচিত প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান প্রসঙ্গে সমালোচনাকারীদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান। ১২ সেপ্টেম্বর বিকেলে হাবিবুর রহমান রিয়াদ প্রধান তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্টাট্যাজ দিয়েছেন। যেখানে জনসেবায় অয়ন ওসমানের সংক্ষিপ্ত ভুমিকাও তুলে ধরেছেন।
হাবিবুর রহমান রিয়াদ লিখেছেন, ‘রাজনীতিক কিংবা জনপ্রতিনিধি না হলেও দেশ এবং মানুষের জন্য ভালো কাজ করা যায়……..। অয়ন ওসমান সাহেব যিনি রাজনৈতিকভাবে নয়, একজন মানুষ তার নিজের ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পালনে তরুণদের নিয়ে মাসব্যাপী কাজ করছেন। আমরা নারায়ণগঞ্জবাসী তার কাজকে সাধুবাদ জানাই। শহরের জনপ্রতিনিধি দায়িত্বশীল ছিলেন না। যার কারণে ডেঙ্গু জ্বরে কয়েকজনকে জীবন দিতে হয়েছিল, প্রতিরোধে ছিলনা তেমন কোন ব্যবস্থা।’
তিনি আরও লিখেন, ‘রাজনীতিক বা জনপ্রতিনিধি না হয়েও তিনি মানুষের পাশে দাঁড়ালেন। একজন মানুষ ভালো কাজ করতে গেলেও ঈর্ষান্বিত হয়ে সেই ভালো কাজগুলি সমাজে দলের নাম ভেঙ্গে চলা সেই দায়িত্বহীন প্রতিনিধির আক্রোশের কারন হয়ে দাঁড়ায়। যার কারনে সেই দায়িত্বহীন মানুষের টাকায় চলা কিছু টিস্যূ পেপার সমাজের যারা ভালো কাজে এগিয়ে আসে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে চরিত্রহননে ব্যস্ত থাকে। এই সকল মিথ্যাবাদী ও অপপ্রচারকারিদের জন্যে রাজনীতির বাহিরে থাকা মানুষরা তাদের ভালো কাজগুলি সমাজের মানুষের কাছে পৌছে দিতে বাধাগ্রস্থ হয়।’
হাবিবুর রহমান রিয়াদ প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেন, ‘একজন দায়িত্বহীন জনপ্রতিনিধি ও তার আশ্রয়ে গড়ে ওঠা অপপ্রচারকারী টিস্যূ পেপারগুলির কারনে কি কোন মানুষ ভালো কাজে এগিয়ে আসবেনা?’
এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থীদের জন্য ওয়াইফাই জোন করে দিয়েছিলেন অয়ন ওসমান। এ ছাড়াও মেধাবী শিক্ষার্থী যারা অর্থাভাবে লেখাপড়া করতে পারছিল না তাদেরকে আর্থিক সহায়তা করেছিলেন অয়ন ওসমান। বেশকটি ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানেও অয়ন ওসমান সহযোগীতা করেছেন। অনেক অসুস্থ্য শিক্ষকদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দিয়েছিলেন অয়ন ওসমান।
অনেক শিশু কিশোর যুবক যারা মরণব্যাধি রোগে ভুগছিলেন তাদেরকেও আর্থিক সহায়তা করেছেন। বন্যার্ত বা ডিএনডি বাধে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছিলেন অয়ন ওসমান। এবার মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হচ্ছে। অয়ন ওসমান তার নিজ উদ্যোগে এসব কর্মসূচিগুলো পালন করা হচ্ছে। অয়ন ওসমানের এসব সমাজ সেবামূলক কর্মকান্ডে সক্রিয় রাখছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। যারা অয়ন ওসমানের মানবসেবার কাজগুলো মাঠে থেকে করছেন।
শুধু এসবই নয় নারায়ণগঞ্জ কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্নভাবে সহযোগীতা করছেন। যেমন প্রতি বছর নারায়ণগঞ্জ আইন কলেজের বার্ষিক বনভোজনে সার্বিক সহায়তা করেন অয়ন ওসমান। অয়ন ওসমানের এসব প্রসংশনীয় কর্মকান্ডে অন্যতম ভুমিকা রাখছেন এই হাবিবুর রহমান রিয়াদ প্রধান।