সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমানের নিজ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী মশক নিধণ কর্মসূচি পুরোদমে অব্যাহত রয়েছে। নগরবাসীকে ভয়াল জীবানু বহণকারী ডেঙ্গু ও এডিস মশার ছোবল থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নেন নন্দিত এই এমপির ছেলে অয়ন ওসমান।
এর ধারবাহিকতায় ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বের একটি চৌকশ দল ২২নং ওয়ার্ডের র্যালি আবাসিক, রূপালী আবাসিক, আমিন আবাসিক, র্যালি আবাসিক এবং লেজারার্স আবাসিক এলাকায় ফকারের মাধ্যমে মশার ওষুধ ছিঁটানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ছাড়াও কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশ নেন ছাত্রলীগ নেতা কাজী জিসান হায়াত মিঝু, সুসতিম, ফয়সাল আহাম্মেদ, শিবলি, ফাতেমা, আরাফাত ভূইয়া, প্রসেনজিৎ দাস, অপু, মুন্না, হৃদয়, তালহা, আজমি, চমক, নাঈম প্রমুখ।
অপরদিকে ২১নং ওয়ার্ডে সাইফুর রহমান মিসুকের নেতৃত্বে সাগর, দিপ্ত, সিফাত, উল্লাস, ২৪নং ওয়ার্ডে সুজনের নেতৃত্বে ফাহিম, জনিসহ অন্যান্যা মশক নিধণ কর্মসূচী পালণ করে।