সান নারয়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় মৎস্যজীবী দলের মানববন্ধনে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে শোডাউন করে যোগদান করেছেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধন অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ.জেড.এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন, সদস্য সচিব আব্দুর রহিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপ, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, যুগ্ম আহ্বায়ক লিংকন খান, ঋষিকেশ মন্ডল মিঠু, ফতুল্লা মৎস্যজীবী দলের আহ্বায়ক জুয়েল চৌধুরী, সদস্য সচিব রাসেল প্রধান, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: নাঈম ও সদস্য সচিব লিটন সহ অন্যান্য নেতাকর্মী।
মানববন্ধনে আনোয়ার প্রধান বলেন, গণতন্ত্রের নেতৃ আমাদের মা বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। এতে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যারা আমাদের ঘুম কেড়ে নিয়েছে তাদের চোখের ঘুমও একদিন থাকবে না। প্রকৃতি কোন শূণ্যস্থানই কখনো শূণ্য রাখে না।