সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কদিন আগেও জোড়ালো বক্তব্যে মোশারফ হোসেন বলেছিলেন, ‘এমপি খোকা মেম্বার হওয়ারও যোগ্য নন।’ এখন সেই মেম্বার পদেও অযোগ্য এমপির পেছনেই দাড়ালেন মোশারফ হোসেন। ২ সেপ্টেম্বর সোনারগাঁয়ে একটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এমপি খোকার পেছনে দাড়িয়ে অনেকটা নমনীয়ভাবে দাড়িয়ে থাকতে দেখা গেল মোশারফ হোসেনকে। যেখানে প্রধান অতিথি ছিলেন এমপি লিয়াকত হোসেন খোকা ও বিশেষ অতিথি ছিলেন মোশারফ হোসেন।
জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় নির্মিত এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জুন কুমার সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দীন মাসুম, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন প্রমূখ।
অন্যদিকে গত ২৪ সেপ্টেম্বর সোনারগাঁয়ে একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা একটি ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) হওয়ারও যোগ্য নন বলে মন্তব্য করেছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিকে বির্তর্কিত ও অবৈধ দাবি করে বলেছেন, সোনারগাঁয়ে আওয়ামীলীগের বির্তকিত আহ্বায়ক কমিটি মাঠে নামলেই তাদের পিটিয়ে কোমর ভেঙ্গে দিন। যাতে হাসপাতাল নিতে এম্বুলেন্স লাগে। সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিতে যাদের রাখা হয়েছে তারা পাগল ও মাথা খারাপ। জেলার নেতৃবৃন্দকে আহ্বান করছি আপনারা এমন কর্মকান্ডের সাথে জড়িত হবেন না।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ব্যানারে উপজেলার মোগড়াপাড়া ২৪ আগস্ট শনিবার বিকেলে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতির বক্তব্যে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এসব কথা বলেন।
সোনারগাঁ আসনের জাতীয় পার্টির বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে তিনি বলেন, খোকা সাহেব জাতীয় পার্টির এমপি। তিনি সব জায়গায় তার নাম প্রচারে ব্যস্ত। যেখানেই যাবেন দেখবেন তিনি নেম প্লেট লেখে রেখেছেন। এমপির ভাই মানুষের উপর অত্যাচার নিপীড়ন করছেন। চৌরাস্তায় মুচির কাছ থেকেও চাঁদা আদায় করেন। এমপি সাহেব চৌরাস্তার কৃষ্ণপুরা ফলের মার্কেট ভেঙ্গে দিয়ে নিজের মার্কেট ঠিকই টিকিয়ে রেখেছেন।
তিনি এমপি খোকাকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি যা করেছেন তা বাদ দিয়ে এখন মানুষের কাতারে আসেন। মানুষ আপনাকে সম্মান করবে না হলে আপনার ভবিষ্যত অন্ধকার। তিনি আরো বলেন, বর্তমান এমপি একজন মেম্বার হওয়ারও যোগ্য নন।
সমাবেশে স্থানীয় প্রশাসনকে হুশিয়ারি দিয়ে মোশারফ হোসেন বলেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার এখন ক্ষমতায় সোনারগাঁয়ের প্রশাসনের অনেক অফিসার বেশ দহরম মহরম করছেন। মনে রাখবেন আপনারা শেখ হাসিনা সরকারের চাকুরি করেন, কোন এমপির চাকুরি করেন না। সুতরাং আজ থেকে যদি আপনাদের এমন আচরন দেখি তাহলে আপনাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করা হবে। তিনি সোনারগাঁ থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সোনারগাঁয়ে যেসব অযৌক্তিক কাজকর্ম করছেন তা থেকে বিরত থাকুন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, কেন্দ্রীয় মহিলালীগের আইন বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, জেলা আওয়ামী যুব আইনজীবি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বি, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান রশিদ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার সিপলু, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ, আওয়ামীলীগ নেতা মামুন আল ইসমাইল, কাঁচপুর শ্রমিকলীগ নেতা মান্নান মেম্বার, সাধারণ সম্পাদক ইসহাক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলমগীর, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন. সোনারগাঁ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সোনিয়া আক্তার ও প্রজম্মলীগ নেতা আরমান মেরাজ প্রমূখ।
এদিকে আরও জানাগেছে, গত ১৫ জুলাই সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের এমপি একেএম শামীম ওসমানের সঙ্গে রাজনীতি করছেন। যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমও শামীম ওসমানের ঘনিষ্ঠজন। সোনারগাঁও আওয়ামীলীগের নতুন কমিটি নিয়ে বেশ স্বস্থিতে রয়েছেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকাও। তার শক্ত প্রতিদ্বন্ধি কায়সার হাসনাত ও কালাম পড়েছেন বেশ বেকায়দায়। ফলে এমপি খোকার অবস্থান আরো পাকাপোক্ত হতে যাচ্ছে সোনারগাঁয়ে।
কমিটিতে সদস্য পদে রয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সামসুদ্দিন খান আবু।