সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি যিনি আমেরিকা প্রবাসি সেই এটিএম কামাল। তবে বিএনপি নেতার এমন অভিনন্দনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত তোলপাড় শুরু করেছেন খোদ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এটিএম কামাল তার অভিনন্দনে এমপি শামীম ওসমানকে গর্বিত দাদা হিসেবে উল্ল্যেখ করেছেন।
২৩ সেপ্টেম্বর সোমবার নারায়ণগঞ্জের দাপটশালী এমপি শামীম ওসমানের একমাত্র ছেলে একেএম অয়ন ওসমান তার প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন। সোমবার দুপুরে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে একেএম অয়ন ওসমানের সন্তানের পৃথিবীতে আগমন ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি শামীম ওসমান ও অয়ন ওসমানকে শুভেচ্ছা জানাতে থাকেন। রীতিমত শুভেচ্ছা বার্তায় বাণীতে ফেসবুকে ঝড় ওঠে।
তাদের সঙ্গে ফেসবুকে সামিল হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। এটিএম কামালও তার ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন গর্বিত দাদা সাংসদ শামীম ওসমান, দাদী লিপি ওসমান ও পিতা অয়ন ওসমানকে। আল্লাহর নিকট ঐতিহ্যবাহী ওসমান পরিবারের ৫ম প্রজন্মের গর্ভধারিনী গর্বিত মাতা ও নবজাতকের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।’ তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। এটিএম কামালের এমন স্ট্যাটাজকে নানা ধরণের মন্তব্য করতে থাকেন নেতাকর্মীরা। কেউ কেউ এটিএম কামালকে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন।
এখানে উল্লেখ্যযে, এর আগেও আওয়ামীলীগের সঙ্গে এটিএম কামালের সখ্যতা ও আতাতের অভিযোগ ওঠেছিল। ২০১৫ সালে জেলা আইনজীবী সমিতির একটি নির্বাচনের দিন বিএনপি প্যানেলের প্যান্ডলের সামনে গিয়ে এটিএম কামালের সঙ্গে হাত মিলান শামীম ওসমান। ওই দিন সাংবাদিকদের সামনেই শামীম ওসমান এটিএম কামালকে বলেন, তুমি তো আমাকে সারাদিন গাইল্লাও (গালিগালাজ) আর রাইতের বেলা ভাও দেও।’
এর কয়েকদিন পর চাষাড়া শহীদ মিনারে শামীম ওসমান একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমি বিএনপিকে গুণায় ধরি না। ভয় শুধু আওয়ামীলীগে ঢুকে থাকা মোস্তাক মার্কাদের নিয়ে। বিএনপিকে নিয়ে কোন ভয় নেই। কারন নারায়ণগঞ্জে বিএনপির কিছু পাতি নেতা আছে তারা সারাদিন মিটিং মিছিল করে বড় বড় বক্তৃতা দেয় আর রাতের বেলা আমাকে ফোন করে বলে, শামীম ভাই একটু দেইখেন, শামীম একটু দেইখিস।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেছেন, ‘যখন কোন সন্তান বা নাতি গর্ব করার মত কাজ করেন তখন তার বাবা অথবা দাদা গর্ব করতে পারেন। তখন গর্বিত দাদা বা বাবা বলা যায়। কিন্তু অয়ন ওসমানের ছেলে পৃথিবীতে এসেই কি এমন ঘটালো যে শামীম ওসমান এটিএম কামালের কাছে গর্বিত দাদা হয়ে গেলেন। যেহেতু অয়ন ওসমান বাবা হয়েছেন সেক্ষেত্রে শামীম ওসমানকে গর্বিত বাবা বলা যেতে পারে। তবে অভিনন্দন জানানো দোষের নয়। কিন্তু বিএনপি নেতা হয়ে আওয়ামীলীগের কাউকে এতটা তেল মেরে অভিনন্দন জানানোটা রহস্যজনক। যেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং শতশত মামলায় হাজার হাজার নেতাকর্মীরা দিশেহারা।’