সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অভিযোগের মামলায় ৬৯জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রোমন জানান, বিশেষ অভিযানে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে এবং এ সংক্রান্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ২৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতভর জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২৩০ পুড়িয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এছাড়া ২৬টি জি.আর গ্রেপ্তারি পরোয়ানা ও ১০টি সি.আর গ্রেপ্তারি পরোয়ানা সহ ২টি সাজা পরোয়ানা তামিল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৫১ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সুপারের কর্যালয় থেকে জানানো হয়।