সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করতে এসে পুলিশি বাধায় পড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। মানববন্ধনে এসে তৈমূর আলম খন্দকার বলেছেন, যে কোনো বিষয়ে কথা বলা এটা আমাদের সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার। পুলিশ আমাদের সেই আইনগত অধিকার কেড়ে নিয়েছে।
তৈমূর আলম খন্দকার আরও বলেন, বাংলাদেশের যত অন্যায় অবিচার হচ্ছে সব পুলিশের ছত্রছায়ায় হচ্ছে। আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছি না। বললেই আমাদের ব্যানার কেড়ে নেয়া হয়। এজন্য আমাদের যে জনমত সৃষ্টি হচ্ছে, সেই জনমতের অন্যায় অবিচারের পতন হবে।
তৈমূর বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিয়েছে। আমরা আসছিলাম ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলার জন্য, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আসছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। কিন্তু সেই মুক্তির জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক দলের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে পুলিশের বাধার মুখে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
২৫ সেপ্টেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসলে অ্যাডভোকেট তৈমূর আলম সহ শ্রমিক দলের নেতাকর্মীদের বাধার মুখে ফিরে যেতে হয়।
এসময় নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়া হয় এবং তাদেরকে প্রেসক্লাবের সামনে থেকে সড়িয়ে দেয়া হয়।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সেই লক্ষ্যে এদিন সকাল থেকেই শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
যার ধারাবাহিকতায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়ানোর সাথে সাথেই নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের এসআই মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা বাধা দেন। ফলে তাদের বাধায় কর্মসূচি পালন না করেই তাদেরকে ঘটনাস্থল ত্যাগ করতে হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম হোসেন, সদস্য সচিব আলী আজগর, মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন ও পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।