সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ কামরুজ্জামান কামুকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নির্বাচিত করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সালুকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকেও ধন্যবাদ জানান জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত এই সদস্য। বিএনপির এই দুই রাজপথের নেতার সঙ্গে অতীতের মত সামনের আন্দোলনেও ঝাপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কামু।
৬ অক্টোবর রবিবার বিকেলে এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচিত সদস্য কামরুজ্জামান কামু বলেন, আমাকে সদস্য নির্বাচিত করায় সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সালুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, প্রায় দেড় বছর যাবত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় বন্ধি করে রেখেছে সরকার। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অতীতের মতই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের নেতৃত্বে সক্রিয় ভুমিকা রাখবো ইনশাহআল্লাহ।
এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
তবে বিষয়টি ৫ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার সাদাত সায়েম তার ফেসবুকে কমিটির তালিকা প্রকাশ করেন।
আগের আংশিক কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, ৭জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১৬ জন সহ-সম্পাদক, ৯জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭৬জন সম্পাদক ও সহ-সম্পাদক সহ ৪৪ জনকে সদস্য করা হয়েছে। এই কমিটিতে সদস্য নির্বাচিত হন কামরুজ্জামান কামু।
আরও জানাগেছে, এর আগে গত বছরের ২৬ জুন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা। এতে সভাপতি পদে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাহাবুবু রহমান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল সালাহউদ্দিন সালুকে, সহ-সভাপতি পদে মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও জাকারিয়া সালেহ স্বপন এবং যুগ্ম-সম্পাদক পদে সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস শাহ আলম ও সালাহউদ্দিন দেওয়ানকে রাখা হয়।