সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ আদালতের বাৎসরিক বিভিন্ন কার্যক্রম গত ৪ কার্যদিবস পরির্দশন শেষে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ শওকত হোসেন। ৬ অক্টোবর রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এজলাসে আইনজীবীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ শওকত হোসেন।
মত বিনিময়ে উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সর্বজ্যাষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ, সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ সহ কয়েকশ আইনজীবীগণ।
মতবিনিময় সভাশেষে বিচারপতি মোঃ শওকত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবীগণ। এর আগে গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন বিচারপতি।
এর আগে গত ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় চারদিন ব্যাপী নারায়ণগঞ্জ আদালতের বাৎসরিক বিভিন্ন কার্যক্রম পরির্দশনে আসেন বিচারপতি মোঃ শওকত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তিনি বিভিন্ন বিচার কক্ষ পরিদর্শন করেন। বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।