সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সন্ত্রাস চাঁদাবাজের কাছে মাথা নত করেনি নারায়ণঞ্জ জেলা পুলিশ- এমনটাই দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। এসপি হারুন বলেছেন, ‘টাকার কাছে, ক্ষমতার কাছে, সন্ত্রাসের কাছে, চাঁদাবাজের কাছে নারায়ণগঞ্জের পুলিশ মাথা নত করে নাই, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও করবে না।
৭ অক্টোবর সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের দিক নির্দেশনা প্রদান সভায় এসপি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, এই নির্বাচনে কিছু সমস্যা আছে। কেউ কেউ প্রভাবিত করার চেষ্টা করছে ও পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।