নরসিংদীতে মা মেয়েকে গণধর্ষণ: র‌্যাবের হাতে মূল হোতা মোখলেছ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নরসিংদী জেলার মাধবপুুর শিবপুরে আলোচিত মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় মূল হোতা মোখলেছকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব- ১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামশের উদ্দীন ১৮ মার্চ সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‌্যাব জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টিম ১৮ মার্চ ভোর ৫টায় নরসিংদী জেলার মাধবদী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুরের চাঞ্চল্যকর বহুল আলোচিত মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামী মোঃ মোখলেছকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোখলেছ একই জেলার শিবপুর থানার সৃষ্টিগড় এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

আরও জানায়- গ্রেপ্তারকৃত মোখলেছ গত ১৬ মার্চ নরসিংদী শিবপুর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী ও ঘটনার মূল হোতা। তার নামে ইতিপূর্বে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইন শৃঙ্খলা বিঘœকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব চানায় গত ১৫ মার্চ মামলার ভিকটিম মা ও মেয়ে একসাথে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসষ্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় ঘটনার মূলহোতা মোখলেছ ও তার সহযোগী দেলোয়ার হোসেন, শফিক, বাদল, বাবু, মোঃ আলমগীর মা ও মেয়েকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে সহযোগীরাসহ পালাক্রমে গণধর্ষণ করে। নির্যাতনের শিকার মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেপ্তার করে। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল নজরদারী করাসহ উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে ১৮ মার্চ সোমবার ভোর ৫টায় নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মোখলেছকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ দাবি করেছে- র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মত মানবতা বিধ্বংসী অপরাধ সমাজে মহামারী আকার ধারণ করেছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

গাজীপুরে প্রতিবন্ধীদের স্কুল নির্মাণে তৈমূর আলমের ৫ লাখ টাকা অনুদান ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৬ মার্চ সকাল ১১টায় গাজীপুর জেলাধীন কাপাশিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা হাশেম শ্রবণ ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা ড.এম.এ. হাশেম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

প্রতিবন্ধীদের অভিভাবক, স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে তৈমুর আলম খন্দকার বলেন, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই বধির বা শ্রবণ প্রতিবন্ধী আছে তাদের সকলের নিকট শিক্ষার আলো আমরা পৌছে দিতে আপনাদের সহযোগীতা কামনা করি। আমি দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, বাংলাদেশের কোন শ্রবণ প্রতিবন্ধী সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকবে না। তাদেরকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলবো, ইনশাআল্লাহ।

স্কুলটি ৩০ শতাংশ জায়গার উপর একটি টিনের ঘরে চলে আসছে বিধায় একটি পাকা ভবন নির্মাণের জন্য তৈমুর আলম খন্দকার সংস্থার পক্ষ থেকে বিদ্যালয়ের অনুকূলে পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে। এছাড়াও প্রতিবন্ধীদের স্কুলে আনা নেয়ার বিষয়ে একটি পরিবহণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ শফিকুল হাকিম মোল্লা হিরন, পৃষ্ঠপোষকতায় কফিল উদ্দিন প্রধান, সার্বিক তত্ত্বাবধানে মোঃ ইকবাল হোসেন প্রধান ও সার্বিক উপস্থাপনায় মোঃ রবিউল আওয়াল ও মোঃ মজিবুর রহমান প্রধান প্রমূখ।

আবু নাইম ইকবাল আমার ছোট ভাইয়ের মত: বললেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন শিক্ষানুরাগী ক্রীড়া সংগঠক আবু নাইম ইকবাল। তার সম্পর্কে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের মহাজোটের এমপি ব্যাপক প্রসংশা করে বলেছেন,‘আবু নাইম ইকবাল আমার ছোট ভাইয়ের মত। সে গত ৫ বছর আমার সঙ্গে রাজনীতি করেছে। আমার উন্নয়ন কাজে সহযোগিতা করেছে।’

১৭ মার্চ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালী ও কেক কাটার পর সোনারগাঁ রয়েল রিসোর্টে এক আলোচনা সভায় উপজেলার মেম্বার ও কাউন্সিলরদের এক প্রশ্নের জবাবে এমপি লিয়াকত হোসেন খোকা এমন কথা বলেন।

তবে তিনি পরক্ষণেই আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমর সম্পর্কে বলেছেন, ‘আবার বাবু ওমরও আমার জন্য অনেক পরিশ্রম করেছে। ওর মা আমাকে ছেলে বলে ডাকে। তাই দু’জনই আমার লোক। যাকে খুশি ভোট দিয়েন।’

তবে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি পরিস্কার যে আবু নাইম ইকবালই এমপি খোকার প্রথম পছন্দ। কারন জনপ্রতিনিধিদের প্রশ্নের জবাবে সবার আগে নামটা বলেছেন আবু নাইম ইকবালের। এমনকি তিনি ওই সময় অনেকটা হাস্যোজ্জল ছিলেন। অনুষ্ঠান শেষে জনপ্রতিনিধিরা বলেছেন, এমপির জন্য দুজনই কাজ করলেও আবু নাইম ইকবালই তার প্রথম পছন্দ। আমরা আবু নাইম ইকবালের জন্যই কাজ করবো। কারন বাবু ওমরের উত্থান বেশির দিনের নয়। যেখানে আবু নাইম ইকবাল এমপির সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করছেন। একই সঙ্গে সোনারগাঁয়ের শিক্ষার ক্ষেত্রে ও ক্রীড়ার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে নির্বাচনের আগেই তিনি বিশেষ শ্রেণির কাছে সমাদৃত।

ওইসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল হক সামসু, বৈদ্যেরবাজার ইউপির মেম্বার আব্দুল বাসেত, মোহাম্মদ উল্লাহ, সনমান্দী ইউপির মেম্বার ফিরোজ আহমেদ, তোতা মিয়া, শম্ভুপুরা ইউপির মেম্বার কবির হোসেন, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি সহ আরো অনেকে।

এখানে উল্লেখ্যযে, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। যেখানে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার তুঙ্গে থাকা শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল পেয়েছেন তালা প্রতীক। বর্তমান ভাইস চেয়ারম্যান শাহআলম রূপন মাইক প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন চশমা প্রতীক, বাবুল ওমর বাবু টিউবওয়েল, মনির হোসেন উড়োজাহাজ ও সাংবাদিক শাহজালাল মিয়া বই প্রতীকে নির্বাচন করছেন।

সোনারগাঁয়ে বাবু ওমর বাহিনীর সন্ত্রাসী শুরু, দুজনকে পিটিয়ে আহত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমরের সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন। নির্বাচনে জয়ের আগেই তার বাহিনীর সন্ত্রাসীরা অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠলো। এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর কাচপুুর যুবলীগ কার্যালয় ভাংচুর ও গুলিবর্ষণ করে আতংকের নাম হয়ে ওঠে বাবু ওমর।

এদিকে জানাগেছে, সোনারগাঁয়ে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ব্যাপক আলোচনায় থাকা আবু নাইম ইকবালের পোষ্টার লাগানোয় টিউবওয়েল প্রতীকের প্রার্থী বাবু ওমরের সমর্থকরা দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ মার্চ রবিবার দপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার উপজেলার কোনাবাড়ি এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের সমর্থকরা তালা প্রতীকের পোস্টার লাগায়। এসময় টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থক স্থানীয় সন্ত্রাসী মাসুদুজ্জামান মাসুদ তালা প্রতীকের সকল পোস্টার ছিঁড়ে ফেলে এবং মজিবুর ও এমদাদুল নামে আবু নাইম ইকবালের দুই কর্মীকে পিটিয়ে আহত করে।

এসময় সন্ত্রাসী মাসদু টিউবওয়েলের পোস্টার ছাড়া অন্য কোন প্রার্থীর পোস্টার লাগালে অথবা কেউ অন্য প্রার্থীর এজেন্ট হলে তাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়। এ ব্যাপারে মাসুদুজ্জামান মাসুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্বাচনকে ঘিরে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এখানে উল্লেখ্যযে, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। যেখানে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার তুঙ্গে থাকা শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল পেয়েছেন তালা প্রতীক। বর্তমান ভাইস চেয়ারম্যান শাহআলম রূপন মাইক প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন চশমা প্রতীক, বাবুল ওমর বাবু টিউবওয়েল, মনির হোসেন উড়োজাহাজ ও সাংবাদিক শাহজালাল মিয়া বই প্রতীকে নির্বাচন করছেন।

 

জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো শিশু শিক্ষার্থী ওয়াইস কারনী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্লেষকেরা বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান রাজনীতির মতাদর্শেই বড় হয়। মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে জড়িত নারায়ণগঞ্জের একটি পরিবারের সদস্য ওয়াইস কারনী আল ওয়াকী। জাতির জনক বঙ্গবন্ধু কে সেটা হয়তো শিশুটি জানেওনা। কিন্তু জাতির জনকের ৯৯তম জন্মদিনে সেও সম্মান শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছে। ওয়াইস কারনী আল ওয়াকী চেইঞ্জেস স্কুলের নার্সারীতে পড়ুয়া শিক্ষার্থী।

জানাগেছে, ১৭ মার্চ রবিবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে শহরের চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্যরা। ওই সময় এসব জনপ্রতিনিধিদের সঙ্গে ছিল ওয়াইস কারনী আল ওয়াকী। বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা জানানোর ভঙ্গি ও সম্মানর প্রদর্শন দেখে বুঝার উপায় ছিল না সে একটি ছোট্ট শিশু। আবার ফটোসেশনেও তাকে বিচলিত দেখা যায়নি। সকলের সঙ্গে সে একই ভঙ্গিমায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও অন্যান্য সদস্যদের সঙ্গে শিশুটিও বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কেটে জন্মদিন পালন করে। শিশুটির এমন আচরণে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিতিরা। তাকে দিয়েই কেক কাটানো হয়। তখন সবাই হাস্যোজ্জলও ছিলেন।

জানাগেছে, ওয়াইস কারনী আল ওয়াকীর বাবা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ। অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ওয়াইস কারনী আল ওয়াকীর দাদা আলাউদ্দীন আহমেদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য। মুলত তার দাদার সঙ্গেই তার দাদার মত করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে পুস্পস্তবক অর্পন ও কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: র‌্যাবের নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৭ মার্চ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১১) জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন হতে র‌্যাব-১১ জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে এবং যেকোন পরিস্থিতিতে আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য র‌্যাব বরাবরই সোচ্চার রয়েছে। বিশেষ করে ধর্ম বৈষম্য সৃষ্টি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং সর্বোপরি দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্বার্থন্বেষী মহল নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করার প্রয়াস চালাতে না পারে সে ব্যাপারে র‌্যাব-১১ নিয়মিত টহল ও গোয়েন্দা নজর দারি পরিচালনা করে আসছে।

র‌্যাব-১১ আরও জানায় ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় দুই বাংলাদেশীসহ প্রায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে। এর মধ্যে পাঁচ বাংলাদেশি আহত ও দুজন নিখোঁজ রয়েছে। উক্ত হামলাকে কেন্দ্রকরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গীর্জাসমুহে আইন শৃংখলা পরিস্থিতির অবনতিকরণ এর কোন চেষ্টা কিংবা তাদের উপর কোন ধরণের হামলার প্রয়াশ প্রতিহত করা।

এবং সর্বোপরি দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্বার্থন্বেষী মহল কোন প্রকার নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করার প্রয়াস চালাতে না পারে সে জন্য র‌্যাব-১১ এর আওয়াতাধীন এলাকায় সংখ্যালঘু এলাকা ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গির্জাসমুহে এবং সংখ্যালঘু ও খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তথা টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র‌্যাব-১১ এর অপস অফিসার এএসপি নাজমুল হাসান এ তথ্য জানান।

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন মেয়র হাসিনা গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

১৭ মার্চ রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। মহান এ দিবসকে ঘিরে উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে চিত্রাংকন, বক্তৃতা, গান ও নৃত্য প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘অধিকারহারা বাঙালী জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙ্গালী জাতির জনকই নন বরং তৃতীয় বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদুত।’

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, ‘টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ যে শিশুটি পৃথিবীর প্রথম আলোর মুখ দেখেছিল- তখন কি কেউ চিন্তা করেছিল এই শিশুটিই একদিন বাংলার বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত নির্যাতিত জনগণের মুক্তির দূত হিসাবে আর্বিভূত হবেন। এই শিশুটিই একদিন বড় হয়ে ঠিকই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার লাল সূর্য। তিনি হলেন বাঙালির মুকুটমণি, শতাব্দীর মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরো বলেন, ‘জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশকে যেভাবে তিনি উন্নত করতে চেয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেভাবেই কাজ করে যাচ্ছেন।’

‘বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিচরিত্র একটি অখন্ড সংগ্রামের ইতিহাস হিসেবে চিহ্নিত। তিনি বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভাপতির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘ শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মমতা ছিল অপরিসীম। তাই ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করেছেন আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধুর জম্মদিনটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত খুশির দিন। কারন তার নেতৃত্বে বাঙ্গালী জাতি পেয়েছে মুক্তির স্বাদ। অর্জন করেছে স্বাধীন বাংলাদেশ।’

মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন উল্লেখ করে মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।’

হাসিনা গাজী আরো বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কারণ প্রতিটি শিশুই একদিন বড় হয়ে সমাজে নেতৃত্ব দিবে। দেশ পরিচালনা করবে। তাই প্রতিটি শিশুকে অনুকূল পরিবেশ দিতে হবে তারা যেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।‘

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন ভুঁইয়া ও আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, বিএম আতিকুর রহমান, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, রাসেল সিকদার, আনোয়ার হোসেন, লায়লা পারভীন, আসমা বেগম ও জোসনা বেগমসহ অনেকে।

এদিকে রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল: পাট ও বস্ত্র মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্যই এগুলো সম্ভব হয়েছে।’

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলার কড়ইতলা মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি এই স্বাধীন দেশ পেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দোয়ারে পৌছে যাচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ধারণ করে দেশপ্রেমের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই জন্ম দিবস উদযাপন সার্থক হবে। ১৯২০ সালের ১৭ মার্চ জন্মের পর থেকে সংক্ষিপ্ত জীবনে পর্যায়ে পর্যায়ে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখে গেছেন, তা অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের একটি মুহূর্তও অযথা ব্যয় করেননি। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, একটি কুচক্রী মহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। মহলটি তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সত্যের পথ অবলম্বন করেছেন, সত্য থেকে বিচ্যুত হননি। তাই আজকের প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধের সেতুবন্ধন তৈরি করে দিতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা অব্যাহত রেখে আমাদের দায়িত্ববোধের প্রমাণ রাখতে হবে। আমাদের দায়িত্ব পূরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাধারণ মানুষের প্রতি যে মমতা ও অঙ্গীকার রেখেছেন- অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের সবাইকে কর্মের মধ্য দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম, কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু জাবের বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ চত্ত্বরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে শিশু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বন্দরে মফিজুল ইসলামের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সন্ধায় বন্দর থানার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর থানা মহিলা লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা প্রমুখ।

বন্দর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আক্তার হোসেন বিএ, মোঃ নুরুজ্জামান, শাহিদুল ইসলাম জুয়েল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন, মাবিয়া আক্তার তানিয়া, জিয়াউদ্দিন মেম্বার, মাসুদা মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, রয়েল, খোকন, আসলাম, বিল্লাল হোসেন, সবুজ, কাউসার, শেখ শাওন, আশরাফ ও জুলহাস প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হতো না: শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরে থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। প্রধান অতিথি বলেন, যখনই বাঙালীদের ওপর কোনো আঘাত এসেছে তখনই বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়েছেন। রাজনৈতিক নেতা থেকে বঙ্গবন্ধু, পরবর্তীকালে জাতির জনক। তার পুরোটা জীবন কেটেছে বাঙালী জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। তিনি জাতীয়তাবাদের প্রবক্তা এবং জাতীয়তাবাদের আলোয় উদ্ভাসিত একজন মহারাষ্ট্রনায়ক। তার জন্ম না হলে বাঙালী স্বাধীনতাই পেত না। বাঙালী জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাবি তাই পুরোপুরি যৌক্তিক।

বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আমজাদ হোসনে, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আক্তার হোসেন বিএ, যুবলীগ নেতা আবু তালেব ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, অ্যাডভোকেট রানা ও বিশ্ব আওয়ামী অনলাইন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিষী মুন্সী প্রমুখ।

সর্বশেষ সংবাদ