বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো বন্দরের পিএম রোড পঞ্চায়েত কমিটি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরের মদনগঞ্জ পিএম রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগর।

মদনগঞ্জ পিএম রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোঃ সালাম, সিরাজ মিয়া, নুরু মুন্সী, সমাজ সেবক নুর সরকার, মোঃ আলী, তাইজুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ জাকির মিয়া, মোঃ শাওন সোহান, টুটুল, শফিক মিয়া ও সোহেল প্রমুখ।

বন্দরের চুনাভুড়া কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে চুনভুড়া কমিউনিটি ক্লিনিক গ্রুপ ও সাপোর্ট কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুড়া কমিউনিটি ক্লিনিক এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনাভুড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা হাজী জসিমউদ্দিন। চুনাভুড়া সাপোর্ট কমিটির সভাপতি শাহনুর ওসমানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ক্লিনিক সাপোর্ট কমিটির সভাপতি মোঃ শাহজালাল ও আবু নাসের।

চুনাভুড়া কমিউনিটি ক্লিনিকের সদস্য সচিব আরিফ চৌধুরীর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন- সাপোর্ট কমিটির সদস্য মোঃ সবুজ, সামিদুল ইসলাম ইভেন, আফরোজ নাহার, হাজী মোশারফ হোসেন, হাজী আলি আহম্মদ ও আবুল মাজেদ প্রমুখ।

বন্দরে ৫’শ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জের বন্দরে ৫’শ পাউন্ডের কেক কেটে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের এমপি একেএম সেলিম ওসমান। বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ রবিবার সকাল থেকেই বন্দর সমরক্ষেত্র মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসূচিতে এমপি একেএম সেলিম ওসমান পৃষ্ঠপোষকতা করেন।

জানাগেছে, বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯টা থেকে বন্দর সিরাজদৌল্লা মাঠ থেকে র‌্যালী বের হয়ে বন্দর সমরক্ষেত্র মাঠে এসে সমবেত হয়। সকাল সাড়ে ১০টায় সমরক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় বন্দর উপজেলার সকল নেতাকর্মী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ শীর্ষক কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

এছাড়াও বন্দর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ৫’শ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ মিয়া, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বদরুজ্জামান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বন্দর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি শেখ কামালসহ বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: বন্দরের ফারুক নিখোঁজের ঘটনায় অনিশ্চয়তায় পরিবার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিক নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ওমর ফারুক (৩৫) নিখোঁজের ঘটনায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা। গত ১৫মার্চ শুক্রবার নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে তিনি নিখোঁজ হয়।

এ ব্যাপারে ওমর ফারুকের ভগ্নিপতি গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গত শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য ফারুক প্রবেশ করেন। তারপর শুক্রবার ওই মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছেনা। ঘটনার পর থেকেই তার সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। শনিবার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে আমরা জানতে পারি এ ঘটনায় নিখোঁজ পাঁচজন বাংলাদেশির মধ্যে ওমর ফারুক রয়েছে। তারপর রাতে এক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ওমর ফারুক আর নেই। তার প্রতিবেশীরাও জানিয়েছে সে মারা গেছে।

তিনি বলেন, আজকে সকালে নিউজিল্যান্ড হাইকমিশনারের কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা ওমর ফারুক জীবিত কিংবা মৃত তার সঠিক সংবাদ দিতে পারেনি। সরকারিভাবে এখনও ওমর ফারুক মৃত কিনা কোন সংবাদ আসেনি। অতএব কোন ম্যাসেজ না পেলে আমরা নিশ্চিৎ হতে পারছিনা।

‘পিতা তুমি জান্নাতবাসী হও, তোমার সন্তানেরা জেগে আছি তোমার স্বপ্ন পূরণের প্রত্যাশায়’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির চার বারের নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্নে সব সময় বিভোর ছিলেন। আজ তার সেই সোনালী স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে বাস্তবে রুপ নিচ্ছে। আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাজার বছরের এই বাঙ্গালীর আত্মার শান্তি কামনা করে বলতে চাই ‘পিতা তুমি জান্নাতবাসী হও, তোমার সন্তানেরা জেগে আছি তোমার স্বপ্ন পূরণের প্রত্যাশায়।’

১৭ মার্চ রবিবার সন্ধায় বন্দরের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারের সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান দিপু এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের আইনজীবী নেতা আরো বলেন, আজ আমরা গর্বিত। কেন গর্বিত যদি প্রশ্ন করেন- তাহলে আমি বলব আমরা এমন একটি দেশে বসবাস করি সেই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন নেত্রী বলে গৌরবাম্বিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আজ আমরা এজন্য আরো গর্বিত পৃথিবীর ৭টি দেশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ষ্ট্যাম্প প্রচার হচ্ছে। নিউজিল্যান্ডে নিহত মুসলমানদের উপর যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহআলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহজালাল সাহা, ফয়েজ আহাম্মেদ, যুবলীগ নেতা কামরুজ্জামান কচি, নাদিম, হাবিব উল্লাহ হবু, কবির হোসেন, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম ও জহিরুল ইসলাম শাওন প্রমূখ।

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে বঙ্গবন্ধু: হাসান ফেরদৌস জুয়েল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও শিশু দিবসের এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির টানা দুইবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের হৃদয়ে থাকবে বঙ্গবন্ধু।

১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ ফতুুল্লার পূর্ব শিয়ারচর এলাকায় জাতির জনকের ৯৯তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জের আইনজীবী সমাজের আইকন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

অনুষ্ঠানের প্রধান অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল আরও বলেন, আজকে জাতির জনকের সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার নেত্রী মাদার অব হিউমেনিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ মাথা উুঁচ করে দাড়িয়েছে। দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌচে যাচ্ছে। দেশে আজকে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে।

অনুষ্ঠানে গোল্ডেন ফাইবার লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান তৈয়বুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদেও দুইবারের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, কুতুবপুর আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দীন, ফতুল্লা লামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, আবুল হাসেম, সৈয়দ মো. ইমরান হোসেন, রুহুল আমিন, মোজাম্মেল মাদবর, মোহাম্মদ হারুন, মো. মিঠু, মো. শাহ আলম, মো. ইউসুফ, মো. রহিম, মো. সোহেল, মো. সুমন, মো. মাহবুব, মো. শাহিন, মো. মহিউদ্দিন, মো. ফয়সাল, মো. হায়দার, মো. কবির ও মো. জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ আইন কলেজে জাতির জনকের জন্মদিন পালন

আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে নারায়ণগঞ্জ আইন কলেজ। আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ভিপি এমএম হাসান ও জিএস আমজাদ হোসেনের উদ্যোগে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে জাতির জনকের জন্মদিন ও শিশু দিবসটি পালন করা হয়।

১৭ মার্চ রবিবার বিকেলে নারায়ণগঞ্জ আইন কলেজে জাতির জনকের ৯৯তম জন্মদিনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করে এই কর্মসূচি পালন করেছে আইন শিক্ষার্থীরা।

বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভূঁইয়া। আলোচনা সভায় তিনি বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালবাসতেন এবং স্নেহ করতেন। তাই আমি মনে করি বঙ্গবন্ধু থেকে আমাদের শিক্ষা নিয়ে শিশুদের প্রতি যতœশীল হওয়া উচিত।

বঙ্গবন্ধুকে স্মরণ করে নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট রবিউল আমিন রনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়ন কর্মকান্ড গতিশীল হয়ে ওঠে। কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত হায়েনার দল শেখ মুজিবের সাফল্য ও বাঙ্গালীর উন্নয়ন মেনে নিতে পারেনি। তারা নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে। তখন তিনি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক বাহিনীর কিছু উচ্চাভিলাষী ও বিপদগামী সৈনিকের হাতে তিনি স্বপরিবারে শাহাদাত বরণ করেন। কিন্তু আমি বলতে চাই শারীরিকভাবে শেখ মুজিবের মৃত্যু হলেও তিনি জাতির হৃদয়ে অমর, অক্ষয় হয়ে আছেন।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র সংসদের ভিপি এমএম হাসান বলেন, হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আইনের ছাত্র। বাংলাদেশের স্বাধীনতা বাঙ্গালী হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জন। আর এ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি হলেন বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৭ সালে দেশ বিভাগের মাধ্যমে ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর তিনি ঢাকায় আসেন এবং আইন পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন।

আইন কলেজের এই ছাত্র নেতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি উন্নয়নের রূপকার জননেতা একেএম শামীম ওসমান ও এমপি নজরুল ইসলাম বাবু হলেন আইনের ছাত্র। আমি চাই দেশের প্রতিটা এমপি হোক আইনের ছাত্র। যাতে তারা আইন প্রণেতা হিসেবে সংসদে যুগপযোগী আইন প্রণয়ন করতে পারেন। তাছাড়া আমার নেতা ছাত্র সমাজের নয়নের মনি একেএম অয়ন ওসমানও একজন আইনের ছাত্র।

নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির প্রতিটি মুক্তির আন্দোলনে ছিলেন দিকনিদর্শক। তিনি ১৯৬৬ সালের বাঙ্গালী মুক্তির সনদ ছয় দফা দাবি পেশ করেন। যে কারনে তাকে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছিল দীর্ঘদিন। কিন্তু আন্দোলনের মুখে পাকিস্তান সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হন। ১৯৬৯ সালে ২৩ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত রেসকোর্স ময়দানে এক নাগরিক সংবর্ধনায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন।

জিএস আমজাদ হোসেন আরোও বলেন, আমি আজ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বলতে চাই বঙ্গবন্ধু শুধু একটা নাম নয় বঙ্গবন্ধু মানে সারা বাংলা। বঙ্গবন্ধু মানে জাতির মুক্তি।

বঙ্গবন্ধুর মানবসেবার কথা উল্লেখ্য করে করে ছাত্র সংসদের এজিএস শাহাদাত হোসেন বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মানবসেবক। ছাত্রজীবন থেকেই তিনি মানবসেবায় মনোনিবেশ করে নজির সৃষ্টি করেছিলেন। ছাত্র জীবনে তিনি তার গায়ের চাদর খুলে দিয়েছিলেন তার সহপাঠীকে। যার মাধ্যমে মানবতার সেবক হিসেবে খ্যাতি পান তিনি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আইন শিক্ষক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজিবুল্লাহ বিপু, ছাত্র নেতা জায়েদুল ইসলাম, মো: ইকবাল হোসেন, প্রশান্ত রায়, মেহেদী হাসান, হিমেল সরকার, আলাউদ্দিন, মরিয়ম বেগম, মোসাৎ শারমিন আক্তার, তুলসী রানী, ফারুক, নীরব, জুমা, মীর শোভা, সৌদিয়া, জান্নাত, রোমানা, সালেহা, মরিয়ম, সাফায়েত, হযরত আলী, দেলোয়ার হোসেন, লিজা, মামুন, খোকন, সজীব, আলী নূর, আইরিন, মনিরা, সাদিকা ও নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী বদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আনিসুর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন তুলসী রানী এবং জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে কবিতা পাঠ করেন নাদিমউদ্দিন আহমেদ। জাতির জনক সহ তার পরিবারের সকলের প্রতি দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন আইন কলেজের জিএস আমজাদ হোসেন।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। ১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলীগের নেতারা।

শ্রদ্ধা জানিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
এর আগে আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, ‘ মার্চ মাস পুরো জাতির জন্য সবসময় গুরুত্বপূর্ণ। স্বাধীনতা আন্দোলনের সূচনা শুরু হয়েছিল এই মার্চ মাসেই। আগামী বছর ২০২০ সালে জাতির জনকের শততম জন্মবার্ষিকী আমরা অনেক জাকজমকভাবে পালন করবো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আজকের
বাংলাদেশ। ’

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুুল কাদির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকে হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতারা।

বর্ণাঢ্য আয়োজনে জাতির জনককে শ্রদ্ধা জানালো জেলা পুলিশ বাহিনী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির জনককে বর্ণাঢ্য আয়োজনে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বাহিনী। ১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয় থেকে জেলা পুলিশ বাহিনীর সদস্যরা বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বিজয় স্তম্ভে এসে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কেক কেটে জাতির জনকের জন্মদিন পালন করা হয়।

রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সরফাত উল্লাহ, পুলিশের বিশেষ সাখার পরিদর্শন (ডিআইও-১) মমিনুল ইসলাম, ডিআইও-২ সাজ্জাদ রোমন সহ জেলা পুুলিশ বাহিনীর কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা এই বর্ণাঢ্য র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে কালামের পক্ষে এবার সাবেক চেয়ারম্যানগণ!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বৃহতর সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সাহাবউদ্দীন সাবু ঘোড়া প্রতীকের বিজয়ের জন্য দিন রাত পরিশ্রম করছেন। সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানগণ অনেক আগেই সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালামকে সমর্থন করে তার পক্ষে মাঠে নেমে কাজ করছেন। তবে শুধু বর্তমান চেয়ারম্যানরাই নয় সাবেক চেয়ারম্যানগণও কালামের ঘোড়া প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। সোনারগাঁয়ে দিন দিন কালামের লোকবল ও জনবলের পাল্লা ভারিই হচ্ছে। যেখানে দিনকে দিন কোণঠাসা হয়ে পড়ছেন নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন।

আগামী ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের পক্ষে গণসংযোগে নেমেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ ও সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান। এই দুই চেয়ারম্যানের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক থাকলেও তারা দুজনই কালামের ঘোড়ার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। ১৭ মার্চ রবিবার সকাল থেকে তারা বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোড়া প্রার্থী কালামকে নিয়ে শোডাউন করে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় মুরুব্বী মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুল রউফ বলেন, মাহফুজুর রহমান কালাম একজন কর্মীবান্ধব নেতা। তিনি যেকোন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের দুঃখে ঝাঁপিয়ে পড়ে দুঃখ লাঘবের চেষ্টা করেন। আগামী দিনে চলার পথে এরকম নেতাকেই আমরা কাছে চাই। সেজন্য বৈদ্যেরবাজার ইউনিয়নবাসীকে ঘোড়া মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান এই চেয়ারম্যান।

একইভাবে এই পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, মাহফুজুর রহমান কালাম দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়েও তিনি দলের নেতাকর্মীকে নিয়ে আওয়ামীলীগকে বাঁচিয়ে রেখেছেন। তিনি একজন দক্ষ ও কর্মীবান্ধব নেতা। এরকম কর্মীবান্ধব নেতা ও সংগঠক দলের জন্য একান্ত প্রয়োজন। আমরা চাই সোনারগাঁ আওয়ামীলীগকে বাঁিচয়ে রাখতে কালামের মতো একজন নেতা প্রয়োজন। সেজন্য আমি আপনাদের অনুরোধ করবো আগামী ৩১ তারিখে সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিন।

সর্বশেষ সংবাদ