সোনারগাঁয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন দিনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়াও সোনারগাঁয়ের উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জানাগেছে, আনন্দ উদ্দীপনা ও শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৯তম জন্ম দিন সোনারগাঁয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রাঙ্গণে ৯৯ পাউন্ড কেক কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে সকাল বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শুদ্ধা জানিয়েছেন সোনারগাঁয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসসাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।

সোনারগাঁয়ে লিচু গাছে ঝুলছে পুলিশ সোর্সের লাশ, পরে উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় আল-আমিন নামের এক পুলিশ সোর্সের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা লাহাপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠায়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, উপজেলার পৌরসভার লাহাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমিন সোনারগাঁ থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন। রবিবার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশের সেনারবাগ লিচু বাগানে একটি গাছের সাথে গলায় বেল্ট পেচানো অবস্থায় তার লাশ দেখতে পায়। এসময় তারা পুলিশকে খবর দিয়ে পুলিশ গাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা কেউ তাকে গলায় ধরি পেচিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিখোঁজের ১৪ মাস পর সজলকে জড়িয়ে বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: হোসিয়ারী এসোসিয়েশন

সান নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে শিশু সাদমান সাকি নিখোঁজের ১৪ মাস পর নিখোঁজের বাবা সৈয়দ ওমর খালেদ এপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলকে জড়িয়ে বক্তব্যের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত ও অবাস্তব অবান্তর বলে দাবি করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন। ১৭ মার্চ রবিবার বিকেলে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এক প্রতিবাদ সভার মাধ্যমে এমন দাবি করেন।

এর আগে গত ১৬ মার্চ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক নিখোঁজ সাকির উদ্ধার চেয়ে এক মানববন্ধনে সৈয়দ ওমর খালেদ এপন বক্তব্য দেন তার ছেলে নিখোঁজের পিছনে শামীম ওসমানের লোকজন জড়িত। কাউন্সিলর নাজমুল আলম সজলের নাম উল্লেখ্য করে এপন দাবি করেন সজলরাই তার ছেলেকে অপহরণ করেছে। তারা শামীম ওসমানের লোক হওয়ায় পুুলিশ তাদের ধরছেনা।

তবে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সেক্রেটারি আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদির সহ বেশকজন যারা মুুলত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠ লোকজন হিসেবে পরিচিত। আর শামীম ওসমানের সঙ্গে মেয়র আইভীর রাজনৈতিক দ্বন্ধ রয়েছে। যেখানে নাজমুল আলম সজল রাজনীতি করেন শামীম ওসমানের সঙ্গে।

নিখোঁজের বাবার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের কার্যালয়ে প্রতিবাদ করেছে এসোসিয়েশন। প্রতিবাদ সভায় হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি কবির হোসেন বলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত একজন কাউন্সিলর। কিন্তু ১৭ মার্চ রবিবার স্থানীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সাদমান সাকি নিখোঁজ হওয়ার বিষয়ে মানববন্ধনে নিখোঁজের বাবা এপনের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।

তিনি আরও বলেন, নাজমুল আলম সজল বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকায় তাকে একটি কুচক্রী মহলের ইন্দনে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ১৪ মাস পর তাকে জড়িয়ে বক্তব্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

কবির হোসেন আরও দাবি করেন, মামলার এজাহারে কোথাও সজলের নাম নেই। এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারাও সজলের নাম বলেনি। সুতরাং নিখোঁজের দীর্ঘদিন পর সজলকে জড়িয়ে নিখোঁজের বাবার এমন বক্তব্য কারো ইন্দনে দেয়া হয়েছে বলে আমরা মনে করি। তাই আমরা এমন বক্তব্যের প্রতিবাদ নিন্দা জানিয়ে আমরাও নিখোঁজ শিশু সাকিকে খুজে বের করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি নাছির শেখ, জেনারেল পরিচালক আতাউর রহমান, হাজী আলী আহম্মদ শেখ, আবদুল হাই, মনির হোসেন, আতাউর রহমান, বাবু সুশান্ত পাল চৌধুরী, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহমেদ সাগর, আমির উল্লাহ রতন, এসোসিয়েট পরিচালক নাছিম আহমেদ, আতাউর রহমান, শাহীন হোসেন ও সফিউদ্দীন সোহেল প্রমুখ।

জানাগেছে, গত ২০১৭ সালের ১ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঘরের বাহিরে খেলতে গিয়ে দেওভোগ কাঠের দোতলা বড় মসজিদ এলাকা থেকে শিশু সাদমান সাকি নিখোঁজ হয়। নিখোঁজের পর ১৩ দিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিখোঁজের বাবা সৈয়দ ওমর খালেদ এপন একটি অপহরণ মামলা দায়ের করেন।

এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির বড় ভাই নাজমুল আলম সজল। এর আগে নাজমুল আলম সজল শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে শেখ সাফায়েত আলম সানি সারাদেশের মধ্যে তিনিই একজন ছাত্রলীগের সভাপতি হিসেবে কোন ধরনের বিতর্কের বাহিরে থেকে দায়িত্ব শেষ করেছেন। তাদের আরেক ভাই মাহাবুবুর রহমান চঞ্চল ছাত্রলীগের দায়িত্বশীল নেতা ছিলেন। আওয়ামীলীগের একট রাজনৈতিক পরিবার। এই তিন কৃতি রাজনীতিকের বাবাও একজন আওয়ামীলীগ নেতা ও জনসেবক ছিলেন। বিতর্কের বাহিরে থেকেই তারা আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। যেখানে নারায়ণগঞ্জে ছাত্র সমাজের আইডল হিসেবে খ্যাতি পেযেছেন সাফায়েত আলম সানি।

বিএনপি নাই আওয়ামীলীগের মারামারির নির্বাচন!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। আগামী ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনটি উপজেলাতেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যদিও এর মধ্যে আড়াইহাজার উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে চলছে মারামারি। রূপগঞ্জ উপজেলায় এক ভাইস চেয়ারম্যান মারধরের শিকার হয়েছে হাসপাতালে। তিনি নির্বাচন থেকেই সরে যান। সোনারগাঁয়ে দুই দফা মারামারি হয়েছে। আড়াইহাজারে নৌকার প্রার্থী নিজ এলাকায় মনোনয়নই দিতে পারেননি জমা। বিদ্রোহী প্রার্থী একজন বসে পড়ার পর তিনি এক সপ্তাহ পর আড়াইহাজারে নির্বাচনী প্রচারণায় নামেন।

এদিকে জানাগেছে, ১৫ মার্চ শুক্রবার সন্ধায় সোনারগাঁও উপজেলার তালতলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন ও বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে গত ৪ মার্চ মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে মোশারফ হোসেন ও কালামের লোকজনদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১০ জনের মত নেতাকর্মী আহত হন। পর দিন মোশারফ হোসেন ও কালামের অনুগামী দুই নেতা পাল্টাপাল্টি থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে গত ১১ মার্চ সোমবার রূপগঞ্জ তারাবো পৌর বরাব এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হন। তারপর তিনি নির্বাচন থেকে সরে যান। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফসুফ চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে আহত ইউসুফ চৌধুরী সুস্পষ্ট করে কোন প্রার্থীর দিকে অভিযোগ না তুললেও তিনি বলছেন যে কোন এক প্রার্থীর পক্ষের সন্ত্রাসীরা তার উপর এই হামলা চালিয়েছে। তবে স্থানীয়রা বলছেন, হামলাকারীরা অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি সোহেলের সন্ত্রাসী বাহিনী। ১১ মার্চ সোমবার রাতে তারাব পৌরসভার বরাব এলাকায় হামলার শিকার হন ইফসুফ চৌধুরী। তাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর হুমকির প্রতিবাদ করায় এ হামলার শিকার হন বলে আহত প্রার্থী অভিযোগ করেন। আহত ইউসুফ চৌধুরী বরাব এলাকার ইব্রাহীম খলিলের ছেলে। এছাড়া তিনি উপজেলা গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

ইউসুফ চৌধুরী অভিযোগ করেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে বরাব এলাকার মৃত মনির হোসেনের ছেলে সবুজ মিয়া ও আব্দুল আলীমের ছেলে নবী হোসেন মোবাইল ফোনের মাধ্যমে ইউসুফ চৌধুরীকে দেখা করতে বললে তিনি সরল বিশ^াসে দেখা করতে যান। রাত ১০টার দিকে স্থানীয় সন্ত্রাসী সবুজ মিয়া, নবী হোসেন, মাসুদ, মিজান, মামুন, মমিনসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, রডসহ বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে সড়ে দাঁড়ানোর হুমকি দেয়।

বন্দরে শিশু ধর্ষণের অভিযুক্ত মনির গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের এক ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মনির সিকদারকে গ্রেপ্তার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি। ১৫ মার্চ শুক্রবার রাতে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে থানার মদনপুর চানপুর এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মনির সিকদার মদনপুর চানপুর এলাকার মোতাহার সিকদারের ছেলে। গ্রেপ্তারের পর তাকে ১৬ মার্চ শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আসামীকে আদালত কারাগারে পাঠান। এ ব্যাপারের ধর্ষণের শিশুটির বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বন্দরের মদনপুর চানপুর এলাকায় শিশুটির বাবা একজন রাজমিস্ত্রী ও তার মা একজন গার্মেন্টস শ্রমিক। অভিযুক্ত মনির ও ধর্ষিত শিশুটির বাড়ী পাশাপাশি হওয়ায় পরস্পরের সাথে পারিবারিক সখ্যতা ছিল। শিশুটির পিতা প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রি কাজে রওনা হলে আর শিশুটির মা গার্মেন্টসে চলে যায়। বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে লম্পট মনির চলতি মাসের ৩ তারিখ দুপুরে শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্না কাটি করে ঘটনাটি তার পরিবারের কাছে বর্ননা দিয়েই অসুস্থ্য হয়ে পড়ে। পরে তারা শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢামেকে ভর্তি করে।

বন্দরের ইয়াবা বিক্রেতা রাশেদুল কারাগারে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে ৫’শ ১২পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাশেদুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে কোর্টে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ। ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদুল আলম থানার নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার খোরশেদুল আলমের ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। মাদক বিক্রেতাকে শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

জানা গেছে, ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টিম নবীগঞ্জ খাদেমপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র ডিএডি রবিউল ইসলামের নেতৃত্বে থানার আদমজীনগর এলাকা হতে রাশেদুলকে ৫’শ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪’শ টাকাসহ আটক করা হয়।

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালী ও আলোচনা সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ শ্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁ উপজেলায় মৎস্য কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

সভায় বক্তারা বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। এ কারণে সরকারের নিষেধাজ্ঞা মেনে অভয়াশ্রম এলাকার মধ্যে জাটকাসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান। পরে উপজেলার ৫শত জেলের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

সোনারগাঁয়ে নৌকার পক্ষে নামলো পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ১৬ মার্চ শনিবার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে তারা মত বিনিময় সভাও করেছেন। পিরোজপুুর ইউনিয়নের মেঘনা বাসস্টান্ড এলাকায় অবস্থিত আওয়ামীলীগ কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, হালিম মিয়া, আশেক আলী, কুদরত আলী, নজরুল মোল্লা, আনোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতারা আগামী ৩১ মার্চ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। একই সভায় পিরোজপুর আওয়ামীলীগের আহবায়ক অসুস্থ্য ফিরোজ মোল্লার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

এই নির্বাচনে সোনারগাঁও উপজেলা পরিষদে নৌকা প্রতীক পান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। মাহফূজুর রহমান কালাম মনোনয়ন চাইলেও তিনি পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচ করতে আওয়ামীলীগ থেকে কোন ধরনের বাধা নিষেধ না থাকায় তিনি নির্বাচনে লড়ছেন। মোশারফ হোসেন হলেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের আপন চাচা। এই নির্বাচনে চাচা ভাতিজা নৌকার পক্ষেই কাজ করছেন।

অন্যদিকে মাহফুজুর রহমান কালামের পক্ষে নেমেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের সাত চেয়ারম্যান এবং ৯০ জন কাউন্সিলর ও মেম্বারগণ। কালামের পক্ষে রয়েছেন সোনারগাঁও পৌর মেয়র সাদেকুর রহমানও। উপজেলা আওয়ামীলীগের কমিটির প্রায় সকল নেতারাও রয়েছেন কালামের পক্ষে। স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার সমর্থনও কালামের দিকেই। গত জাতীয় সংসদ নির্বাচনে এমপি খোকার পক্ষে কাজ করেছিলেন কালাম। আর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সিংহ প্রতীকে কায়সার হাসনাত নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনের ভোট গ্রহণের ৭২ ঘন্টা আগে নানা নাটকীয়তার পর তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। ফলে এখানে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হন এমপি খোকা।

সোনারগাঁ ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ মার্চ শনিবার ওই বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার ছাড়াও সহকারি শিক্ষকগণ, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নারী শিক্ষার প্রতি শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন: মেয়র হাসিনা গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন দাবি করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, বর্তমানে নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কেননা একটি দেশ, একটি জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে আগে নারীকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরী। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে নারী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

১৬ মার্চ শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। তিনি পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীকের সহধর্মিনী।

তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান আওয়ামীলীগ সরকার মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে ও শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা করেছে আওয়ামীলীগ সরকার। আর অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে বলেই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আওয়ামীলীগ সরকারের গত দশ বছরে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগগ্রতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের ম্যানিজিং কমিটির সদস্য মফিদুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুর রহমান, রূপসী নিউমডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।

সর্বশেষ সংবাদ