ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় সোনারগাঁয়ের তিন রাজনীতিক!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির ৩ রাজনীতিককে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ তুলে তাদের সনদ বাতিলের দাবি করেছেন সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তারা ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা আকারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার শুনানি শুরু হয়েছে এবং চলমান।

এদিকে ১১ মার্চ সোমবার দুপুরে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবি সহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এক কমান্ডারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। এর আগে তারা সোনারগাঁও পৌরসভা ও ১০টি ইউনিয়নের ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরেকটি সূত্রে জানাগেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের নাম রয়েছে।

তবে এ বিষয়ে নৌকার প্রার্থী মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে মোশারফ হোসেন বলেন, সোনারগাঁয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের মধ্যে আমাদের পরিবারের নাম আসবে আগে। সাজেদ আলী মোক্তার আমার চাচা। আমি হাজার হাজার চিড়িকুঠ দিয়ে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এ পাঠিয়েছি। আসলে শফিউর রহমান নামের একজনের সঙ্গে আমাদের জমি নিয়ে জামেলা চলছে। এখন সামনে নির্বাচন। যে কারনে এখন আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা মাত্র।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, এখন যারাই করছে তারা সরকারি দল। তাদের মন চায় তারা তাই বলতে পারে, করতে পারে। এইযে ডাকসুর নির্বাচন। এটাও নিয়ে গেল জোর করে। এখন আমাদের তারা ভুয়া মুক্তিযোদ্ধা বলবে এটাইও স্বাভাবিক। যদি প্রকৃতভাবে এলাকায় গিয়ে যাচাই বাছাই করা হয় তাহলেই তো প্রমান মিলে যায় কারা মুক্তিযুদ্ধ করেছিল। এখন প্রতিহিংসাবসত তাদের যা মন চায় তাই করছে তারা। আমরা এসব বিষয় নিয়ে ভাবি না। কারন আমি কখনও আমার সন্তানদের চাকুরীর জন্য কোটার জন্য যায়নি যাবোওনা। এমনকি ভাতাও আমি নেইনি। অনেকেই মুক্তিযুদ্ধ করেও সনদ নেয়নি। আমি একজন মুক্তিযোদ্ধা। তবে এ বিষয়ে রেজাউল করিম সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মুক্তিযোদ্ধারা আরও জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রনালয়ে অভিযোগ দাখিল করা হলে গত ২৬ ফেব্রুয়ারী প্রথম শুনানী অনুষ্ঠিত হয়েছে এবং শুনানী চলমান। এসমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য দিশেহারা।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে বাদ দেয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ। ১১মার্চ সোমবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীনের পর সোনারগাঁয়ের ২শ’ ৯৩জন মুক্তিযোদ্ধা সরকারি গেজেটভূক্ত হন কিন্তু পরবর্তীতে যারা সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিয়েছেন পর্যায়ক্রমে তারা অর্থের বিনিময়ে অ-মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত করেন। বর্তমানে সোনারগাঁয়ে সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৫শ’ ১৯জন।

বক্তব্যে আরো জানানো হয়, ভূয়া মুক্তিযোদ্ধাদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’এ লিখিত অভিযোগ দেয়া হলেও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর টেলিফোন অপারেটর মোঃ জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় সেই ফাইলটি গায়েব করার চেষ্টা করছেন। তাছাড়াও সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি যুদ্ধকালীন কোন গ্রুপেই কমান্ডার ছিলেন না কিন্তু উপজেলা মুক্তিযোদ্ধাদের বিজয় স্তম্ভের ফলকে তার নামের শেষে গ্রুপ কমান্ডার লেখা হয়েছে। (সেসময় ২নং সেক্টরের গ্রুপ কমান্ডার হিসেবে দ্বায়ীত্বে ছিলেন মুক্তিযোদ্ধা শফিউর রহমান) সাংবাদিক সম্মেলনে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।

তিনি আরো বলেন, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি স্বাধীনতা বিরোধী ও চিহ্নিত রাজাকারদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন। তিনি উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে মুক্তিযোদ্ধাদের নামে টাকা এনে আত্মসাত করেছেন। তাছাড়াও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমাকে হেয় করার জন্যই একটি পক্ষ এসব মিথ্যা অভিযোগ করছে।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, মুক্তিযোদ্ধা শাহ আলম, আলতাফ হোসেন, শফিউর রহমান, সৈয়দ হোসেন, মফিজ মিয়া প্রমূখ।

ফতুল্লা বিএনপির ৫ নেতাকর্মীর জামিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির ৫ নেতাকর্মী নাশকতার মামলায় জামিন পেয়েছেন। ১০ মার্চ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুুর রহমানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত আসামিদের জামিন দেন। বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনি লড়াই চালান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আদালত সূত্রে জানাগেছে, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে গত ১৫ নভেম্বর ফতুল্লা থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় উচ্চ আদালত আদালত থেকে আসামিরা জামিনে নিয়েছিলেন। রবিবার নারায়ণগঞ্জ আদালত থেকে জামিন নেন। জামিন পেয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন বেপারী, ছাত্রদল নেতা আরিফুর রহমান, রিপন, আমির হোসেন ও জনি।

রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন ভূঁইয়ার ভোটে বাড়ছে জনপ্রিয়তা

আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ থেকে লড়াইয়ে নেমেছেন ৬ জন প্রার্থী। ইতিমধ্যে ৪ মার্চ সোমবার নির্বাচন কমিশন বরাবর মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা। এই ৬জন প্রার্থীর মধ্যে রূপগঞ্জে ক্লিন ইমেজের কারনেই যোগ্যতা ও জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানবধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূইয়া।

জানাগেছে, অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়ার ক্লিন ইমেজের নেতা তার প্রমাণ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রথমে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি আইনজীবী সমিতির মানবধিকার বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করে। কিন্তু এই ক্লিন ইমেজের আওয়ামীলীগ নেতা এবার রূপগঞ্জ থেকে নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে। ইতিমধ্যে কয়েক মাস ধরেই রূপগঞ্জে ব্যাপক গণসংযোগ করে আলোচনায় এগিয়ে আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন ভূইয়া।

আরও জানাগেছে, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের এমপি এবং পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীকের আস্থাভাজন এই আওয়ামীলীগ নেতা। আর স্বপন ভূঁইয়াও তার নেতার মান রাখতে রাজনৈতিক ক্যারিয়ারে লাগতে দেননি কোন ধরনের বিতর্কের দাগ। তিনি যেখানেই যাচ্ছেন স্থানীয় লোকজন জমাছেু বাড়ছে তার। জনগণের ভালবাসায় এগিয়ে যাচ্ছেন তিনি পুরোদমে। ইতিমধ্যে রূপগঞ্জে জনগণ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন এ আওয়ামীলীগ নেতা।

তাছাড়া, তিনি একজন আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সন্তান। জড়িত আছেন বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের সাথে। বর্তমানে তিনি জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতিতে আসেন এই আইনজীবী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ ওঠেনি।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, রূপগঞ্জ উপজেলায় স্বপন একজন কর্মীবান্ধব নেতা হিসেবে খুব পরিচিত মুখ। মনোনয়ন পত্র দাখিল করেই পুরোদমে নেমে পড়েছেন নির্বাচনী মাঠ রূপগঞ্জে। ইতিমধ্যে তিনি নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জের ভোটের মাঠে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি যে শুধুমাত্র একজন সাধারণ মানুষের মত চলাফেরা করেন। তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাসের অন্যতম এক প্রতিষ্ঠান হলেন এই উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন ভূঁইয়া। খুব অল্প সময়েই সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন সর্বস্তরের ভোটারদের দ্বারে। সাধারণ জনগণের সঙ্গে খুব সহজেই মিশেন তিনি। এছাড়াও গণসংযোগে যাওয়ার পথে রাস্তায় কোনো অসহায়, কোনো রিকশাচালক, বঞ্চিত কারো দেখা মিললেই হঠাৎ দাড়িয়ে যান তিনি এবং শুনেন তাদের সুখ-দুঃখের কথা। তাই ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়াই অন্যসব প্রার্থীদের চেয়ে যোগ্যতা ও জনপ্রিয়তার শীর্ষ রয়েছেন।

ডিস ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ: বিস্তারিত জানালেন শুভ রায়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জে ডিস লাইনের ক্যাবল কেটে দেয়ার মিথ্যা অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের ও পরবর্তীতে মিডিয়াতে সেই অভিযোগ প্রকাশ হওয়ার পর ওই ঘটনার বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন শুভ রায় ও শান্ত। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শুভ রায়।

মিডিয়াতে প্রকাশিত সংবাদের বিষয়ে শুভ রায় প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন নিউজে যে সংবাদ উপস্থাপন হচ্ছে তার জন্য আমি লজ্জা বোধ করছি। কারন এর সাথে পুরো ঘটনা না জেনে এমন নিউজ করায় আমি প্রতিবাদ জানাচ্ছি। কেননা আমি ও আমার বন্ধু শান্ত কোন সন্ত্রাসী বা চাঁদাবাজ নই।’

‘এছাড়া নিকটস্থ থানায় আজও পর্যন্ত আমার নামে কোন অভিযোগ নেই। প্রকৃত অর্থে আমি একজন থানকাপড় ব্যবসায়ী এবং শহরের উকিলপাড়া এলাকায় আমার নিজস্ব দোকানও রয়েছে। আমার বন্ধু শান্ত সেও আমার সাথে একই ব্যবসা করে। উল্লেখ্য, তোলারাম কলেজে অনার্স পরীক্ষা দেওয়ার পর পারিবারিক আর্থিক সমস্যাজনিত কারনে ছাত্রজীবনের সমাপ্তি ঘোষণা করে বিদেশ যাই এবং দীর্ঘ পাঁচ বছর পর দেশে এসে উপার্জিত অর্থ দিয়ে থানকাপড়ের ব্যবসা শুরু করি। আর সে ব্যবসার সাথে কিছুদিন পর বন্ধু শান্তও যুক্ত হন।

‘একসময় আমার বাবা স্ট্রোক করে অসুস্থ্য হয়ে পড়েন। সেই সময় পুরো পরিবারের হাল নিজ কাধে নিতে হয় বিদায় কিছু টাকা সাইড ব্যবসা হিসেবে বাংলাবাজার মুক্তার ক্যাবলের মালিক মোঃ মুক্তার মিয়ার সাথে ব্যবসায়িক পার্টনার হই। কেননা মুক্তার মিয়াও সেই সময় আর্থিক সমস্যায় ছিলেন। অতঃপর মাস শেষে বিনিয়োগের উপর ভিত্তি করে কিছু লভ্যাংশ দেওয়া হত যা দিয়ে আমার সংসারের খরচ কিছুটা স্বচ্ছল হতো। যদিও আমি নিজে সেখানে সময় দিতামনা। কারন মুক্তার ক্যাবল দীর্ঘ ২৫ বছর যাবত সেই এলাকায় সুনামের সহিত সার্ভিস দিয়ে আসছিল।’

‘এমতাবস্থায় কিছুদিন পূর্বে মুক্তার ক্যাবলের লাইন ছেড়ে দেবার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু (ওরফে ডিশ বাবু) জানান লাইন ছেড়ে দিয়ে চলে যেতে। তখন নির্দিষ্ট কোন অভিযোগ না থাকার পরেও তিনি জানান লাইন ছেড়ে দিতে। অন্যথায় লাখ দশেক টাকা অগ্রিম বাবদ পুণরায় দিতে হবে। সে সময় বিষয়টি মুক্তার মিয়া পার্টনার হিসেবে আমাকে অবহিত করেন। তারপর আমি আমার বন্ধু শান্তকে নিয়ে আব্দুল করিম বাবু কাউন্সিলরের অফিসে যোগাযোগ করি। শান্তর সাথে উনার সুসম্পর্ক থাকায় শান্ত আমার সাথে উনার অফিসে নিয়ে যান এবং তাদের মধ্যে চাচা ভাতিজা সম্পর্কের জের ধরে লাইন বিষয়ে অনুরোধ জানান।’

‘তারপর আমিও বাবু চাচার নিকট অনুনয় বিনয়ের সহিত নিজ পরিবারের সমস্যা জানাই এবং লাখ দুয়েক টাকা অনেক কষ্ট করে ব্যবস্থা করে এনেছি আর কয়েকটা মাস সময় দেওয়ার জন্য অনুরোধ করি। আর আমার বাবা কিছু দিন পূর্বে ইন্তেকাল করেছে তাই অনেক সমস্যায় জর্জরিত আছি বলে তার কাছে বিশ্লেষণ করি। তারপর বাবু চাচা টাকা ফেরত দিয়ে সময় নেন এবং তিনি ভেবে জানাবেন বলে আমাদের আশ্বাস দেন। অন্যথায় আমি যদি ২০ লাখ টাকা দিতে পারি তাহলে এই এলাকা বাদ দিয়ে পুলিশলাইনে ১৫০০ লাইনের এক এরিয়া আছে তা নেওয়ার জন্য প্রস্তাব করেন! কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত থাকায় আমি আর একমত হতে না পেরে চলে আসি তার অফিস থেকে। তারপর বেশ কিছুদিন তার অফিসে একই অনুরোধ নিয়ে গিয়ে ব্যর্থ হই। এক সময় পাশের বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন আমার লাইন এরিয়াতে এসে দখলদারির মতন যুক্ত হতে থাকে এবং নানান হুমকি ধমকি দিতে থাকে। এক পর্যায় শুনি উনাদের কাছে নাকি বাবু চাচা লাইন বিক্রি করছে।’

‘এমতাবস্তায় অনেকটা চিন্তিত হয়ে বাংলাবাজার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লা বাদলের কাছে সব ঘটনা নিয়ে স্বরনাপন্ন হই। তিনি সব শুনে তিনি এর মিমাংসা করে দিচ্ছেন বলে আশ্বাসও প্রদান করেন। কিন্তু সেই রাতেই বাবু চাচার কন্ট্রোল রুম থেকে বাংলাবাজার এর লাইন সুইচ অফ করে দেওয়া হয়। প্রায় চার পাচ দিন বাংলবাজার এলাকাবাস ডিশ লাইন বিচ্ছিন্ন থাকে। তখন তার সাথে বার বার যোগাযোগ করতে গিয়েও আমরা ব্যার্থ হই। এইভাবে চার-পাঁচ দিন ডিশ লাইন বিচ্ছিন্ন থাকে উক্ত এরিয়ায়। বাবু চাচার সাথে আমাদের কারোই কোন ব্যাক্তিগত দন্ধ ও শত্রুতা নেই এবং সে একজন একটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ও জনপ্রতিনিধি। তাই তাহার সন্মানের দিক বিবেচনা করে আমরা কোন আইনী অভিযোগ বা বেয়াদবি হয় এমন কিছুর দিক চিন্তা না করে বিভিন্ন ময় মুরুব্বিদের নিকট নিজেদের সমস্যার দিক বিবেচনা করে বাবু চাচার একটু সুনজর কামনা করি। যাতে আমাদের পরিবারের পেটে লাথি না পড়ে।’

‘কিন্তু বাবু চাচা বয়সেও সব দিক দিয়ে আমাদের অনেক সিনিয়র। তাই উনার সন্মানে আঘাত আসার মতন এমন কোন কাজের সাথে জড়িত হবো বলে কখনো ভাবিও নেই। এখন কিসের উপর ভিত্তি করে এই অভিযোগ করছেন তা সঠিক বলতে পারবো না। আর আমি নিজে এবং শান্ত কোন ক্যাবল নেটওয়াকের কাটার সাথে সম্পৃক্ত নই। সেই সাথে তরুণ প্রজন্মের অহংকার অয়ন ওসমান সাহেবের নাম বিক্রি করার প্রশ্নই আসে না, কেননা তিনি নারায়ণগঞ্জের হাজারো ছাত্র জনতার আইডল হিসেবে পরিচিত তিনি। আর বাবু চাচা নিজেও নারায়ণগঞ্জের প্রভাবশালী কাউন্সিলরদের মধ্যে একজন এবং তার কাছে লাইসেন্স কৃত অস্ত্রও আছে নিজ নিরাপত্তার জন্য তাও অনেকের জানা। সেইদিক বিবেচনা করে শুধু আমি কেনো কারোই চাঁদা দাবি করে হুমকি ধমকি দিতে সাহস হবে বলে আমি মনে করি না। তাই প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে সাংবাদিক ভাইদের সঠিক তথ্য জেনে সত্য ঘটনা প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।’

বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি তদন্ত শুরু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে আনীত দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার। গত ৩ মার্চ এ সংক্রান্ত এক চিঠি জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম কর্তৃক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বরাবর প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, আগামী ১২ মার্চ মঙ্গলবার প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে দুুপুরে নারায়ণগঞ্জ জেলা অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। ওই দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হবে। ওই দিন অভিযোগকারীকেও উপস্থিত থাকতে বলা হয়।

এখানে উল্লেখ্যযে, প্রায় বছর খানিক সময় ধরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের অব্যাহতির দাবিতে আন্দোলন করে আসছিল স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা। পরবর্তীতে লিখিত অভিযোগ দেয়া হয় জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে। অবশেষে অভিযোগের তদন্ত কার্য শুরু হতে যাচ্ছে আগামী ১২ মার্চ মঙ্গলবার।

বন্দরে মরহুমা রোমানা খান লিপির কুলখানিতে দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের বোন মরহুমা রোমানা খান লিপির কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ১৯ রবিবার বাদ আছর খানবাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা খান মাসুদের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ কুলখানিতে মরহুমার আত্মীয়-স্বজন, সুহূদ অনুরাগীরা ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ডের রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়ায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি চাঁন মিয়া, বন্দর থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লা, বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি কবির হোসেন, অ্যাডভোকেট শাহ আলী মোহাম্মদ পিন্টু খান, আওয়ামীলীগ নেতা কাজী শহিদ আহাম্মেদ, মুক্তিযোদ্ধা আশরাফ খান, মোশারফ খান, ব্যবসায়ী লুৎফর রহমান, বন্দর বেবি-সিএনজি মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহআলম, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, শরিফ হাসান চিশতি ও যুবলীগ নেতা মমিন প্রমূখ।

বন্দরে সেতু মন্ত্রীর রোগ মুক্তি কামনায় অনলাইন লীগের দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে বিশ্ব আওয়ামী অনলাইন লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রবিবার বিকালে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহীম কাশেম।

প্রধান অতিথি ইব্রাহীম কাশেম বলেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক গণতন্ত্র চর্চার জন্য ওবায়দুল কাদেরকে জাতির খুব দরকার। তিনি একজন বিচক্ষন ও জনদরদী নেতা। তাকে হারালে দেশের রাজনীতিতে অপূরণীয় বিপর্যয় ঘটবে। তাই আমি আপনাদের কাছে তার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। আল্লাহতায়ালা দ্রুত তাকে সুস্থ্যতা দান করুক।

কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিষী মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন।

এতে আরো উপস্থিত ছিলেন- আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী গ্রীন লাইফ ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশনের পরিচালক এইচএম পারভেজ হাসান, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ শাওন, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ, আলীনগর এলাকার সমাজ সেবক ফিরোজ মিয়া, তাওলাদ হোসেন ও মহিউদ্দিন প্রমুখ।

ছলনা ——শাহাদাৎ হোসেন ভূঁইয়া

——————
মনে বড় বড় আশা
ছলনার সাথে হয় খেলা
ভুলের মাঝে করি বসবাস
এই আমাদের বিশ্বাস।
কি করি কি করি
জীবন শুধুই হায় হায়
লাভের অংশ পিঁপড়ায় খায়
সবই আমাদের কর্মের ফল।
ভাবি বসে নিরালায়
মনে মনে হায় হায়
কি করিলাম এই জীবনে
আবহমান স্বল্প সময়ে
বয়সের ভারে নুয়ে পড়ে।
কাল অতিবাহিত হয়
সিন্ধু তার জায়গায় রয়
ফিরাব কেমনে তারে
যে চলে যায়।

ভূয়া চিকিৎসক ও চিকিৎসকদের সিভিল সার্জনের কঠোর হুশিয়ারী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে ভূয়া চিকিৎসক ও চিকিৎসকদের কঠোর হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এহসানুল হক। গ্রাম ডাক্তার চতুর্থ ব্যাচ উদ্বোধীন অনুষ্ঠান শেষে সিভিল সার্জন এমন হুশিয়ারী দেন।

জানাগেছে, গত ৭মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের ২য় তলার সভাকক্ষে গ্রাম ডাক্তার চতুর্থ ব্যাচ উদ্ধোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এহসানুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডাঃ এমএম রহমান আল মাহবুবী।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন গ্রাম ভূয়া চিকিৎসকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রচলিত মোবাইল কোর্ট চালু রাখার ও জোরদার করার কথা বলেন। তিনি চিকিৎসা সেবা একটি জটিল বিষয় সুতরাং না বুঝে ও অভিজ্ঞ না হয়ে চিকিৎসা দেয়া থেকে বিরত থাকতে বলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, না বুঝে বা ভুল চিকিৎসা দেয়ার চেয়ে চিকিৎসা না দেয়া অনেক ভাল। আধুনিক ও প্রশিক্ষিত গ্রাম ডাক্তার গঠনে ইন্টার্নীশীপ করার সুযোগ দেয়ার জন্য সিভিল সার্জনের বিশেষ সহযোগীতা কামনা করেন। তিনি ইউনানী, আয়ুবের্দিক ও হোমিও চিকিৎসার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ভূয়া চিকিৎসক নির্মূলে থানাভিত্তিক সার্চ কমিটি গঠনের সুপারিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সোনারগাঁয়ে ফলের ভিতরে ৮ হাজার ইয়াবা উদ্ধার করলেন এসআই আজাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ডালিম ফলের ভিতর থেকে ৮ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে। মাদক চালানের অভিযুক্ত এক নারী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ মার্চ রবিবার দুপুরে ওই মাদক সহ ও দুইজনকে সোনারগাঁও মেঘনা নিউ টাউনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত- খুশি আক্তার কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার জামমুড়া গ্রামের ফজলুল হক মিয়ার স্ত্রী ও শাহআলম সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে।

সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন মার্কেটের সামনে থেকে কথিত মা খুশি আক্তার (৫৫) ও শাহআলম নামের দুই মাদক ব্যবসায়ী দুটি ডালিমের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ সংবাদ