আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ২১ আমার অহংকার শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী সদস্য নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জের কৃতি সন্তান হোসেনুজ্জামান উজ্জল মানব সেবায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এসোসিয়েশনের বিচারপতি সিদ্দিকুর রহমান কর্তৃক সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মুজাফ্ফর হোসেন পল্টু ও উদ্বোধক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কর্মকর্তা লায়ন গণি মিয়া বাবুল।

বাংলাদেশ সুপ্রীম কোর্টেও অ্যাডভোকেট এমএ হালিম মন্টুর সভাপতিত্বে ও ড. মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দিন, আশারাফুল হাসান আসু, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার আলী চেয়ারম্যান, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ উ-কমিটির সদস্য লায়ণ জেবিন সুলতানা কান্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদি হাসান, মোঃ নুরনবী, লায়ন আবুল কালাম আজাদ, মানিক রতন, জাহাঙ্গীর আলম ও লিটন দেওয়ান চিস্তি প্রমূখ।

মোনেম মুন্নার মৃত্যুবাষির্কীতে শোক র‌্যালী ও সমাধিতে পুস্পস্তবক অর্পণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের কিং ব্যাক খ্যাত ফুটবলার মোনেম মুন্নার ১৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে মোনেম মুন্নার স্মৃতি সংসদের উদ্যোগে শোক র‌্যালী ও তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বন্দর বাজার এলাকায় মোনেম মুন্না স্মৃতি সংসদ থেকে শোক র‌্যালীটি বের হয়ে বন্দর মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর সেন্ট্রাল খেয়াঘাট, বন্দর খানবাড়ী হয়ে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে সমবেত হয়।

পরে সকাল ১১টায় প্রয়াত ফুটবল খেলোয়ার মোনেম মুন্নার সমাধিতে মোনেম মুন্নার স্মৃতি সংসদ, মহসিন ক্লাব, নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্পার্ঘ অর্পণ করেন। পরিশেষে মোনেম মুন্নার আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।

এ সময় দোয়ায় অংশ নেন জাতীয় ফুটবলার মোনেম মুন্নার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মৎ আজমত হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি মোনেম মুন্নার ভাই মকবুল হোসেন রতন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ সরদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা কাজী শহিদ আহাম্মদ, জাতীয় ফুটবলার আমান, স্বপন, হুমায়ুন, আরমান, শহিদ হোসেন স্বপন, মন্টু মিয়া, শংকর দাস, পিলু, ফুটবল কোচ গাউছ, দিলিপ, জসিমসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

বন্দরে ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে ৩’শ গ্রাম গাঁজা ও ৪০পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

মাদক বিক্রেতারা হলো- বন্দর এনায়েতনগর এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আবুল মিয়া ওরফে বুইট্টা আবুল, মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন, সোনারগাঁয়ের কাচপুর খানপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে রাজু ও সোনাচরা এলাকার আমির হোসেনের ছেলে আরিফ মিয়া। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এএসআই শহিদুজ্জামানের নেতৃত্বে থানার এনায়েতনগর হতে বুইট্টা আবুল ও আলাউদ্দিনকে ৩’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরাপর অভিযানে রাজু ও আরিফকে যথাক্রমে ৩০ ও ১০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রেতাদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

মোনেম মুন্না ছিল এক অবিস্মনীয় প্রতিভার নাম: কাউন্সিলর হান্নান সরকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার বলেছেন, জাতীয় কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। তিনি আজ পৃথিবীতে না থাকলেও ফুটবল খেলার কথা মনে মোনেম মুন্নাকে অনুভব করে তার ভক্তরা। এই দিনে তাকে আমরা শ্রদ্ধা ভরে স্বরণ করি।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় বন্দর শাহীমসজিদ এলাকায় সাধারণ পাঠাগার আয়োজিত আবাহনী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফুটবল জগতে মোনেম মুন্না ছিল এক অবিস্মরণীয় প্রতিভার নাম। এ প্রতিভাকে স্মরনীয় করে রাখতে অন্তত তার নামে সড়ক কিংবা সেতু নামকরণ করলে তার পরিবার তথা ভক্তরাও কিছুটা হলেও শান্তনা পাবে। আমি তার আত্মার শান্তি কামনা করি।

বন্দর আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা সম্পাদক সালাউদ্দিনের সভাপতিত্বে ও অপর কর্মকর্তা ছামসুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মোনেম মুন্নার স্মৃতি সংসদের সহ-সভাপতি মকবুল হোসেন রতন, সাধারণ সম্পাদক জাতীয় ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের বন্দর থানা শাখার আহ্বায়ক শেখ কামাল, আব্দুর রউফ অন্তু, আবাহনী সমর্থক গোষ্ঠীর সদস্য খালিদ সাইফুল্লাহ, আবু বকর ছিদ্দিক, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ নাজমুল, যুবলীগ নেতা ছানোয়ার হোসেন, আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম, বাবলু, মেহেদী হাসান অভিসহ আবাহনী সমর্থকবৃন্দ।

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে শুভেচ্ছায় বন্দর ইউএনও

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হেলালুদ্দিন আহমদ ও মহাসচিব শেখ ইউসুফ হারুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা অভিনন্দন জানান।

তিনি এ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবদের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, হেলালুদ্দিন আহমদ ও শেখ ইউসুফ হারুন স্যারকে ২৮তম বিসিএস প্রশাসন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্যারদের সুযোগ্য নেতৃত্বে সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মানে প্রশাসন পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রইল।

ফতুল্লায় ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ২৪ ঘন্টায় ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে, ফতুল্লা থানা পুলিশ গত ১১ ফেব্রুয়ারী রাতে লামাপাড়া এলাকা থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত লুতু মিয়ার ছেলে কামাল হোসেন, সবর আলীর ছেলে রহিম। গত ১২ ফেব্রুয়ারী সকালে পশ্চিম মাসদাইর এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমির হোসেনের ছেলে সিরাজকে গ্রেপ্তার করেছে।

গত ১২ ফেব্রুয়ারী রাতে শিবু মার্কেট এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত বোরহান উদ্দিনের ছেলে ওমর ফারুককে গ্রেপ্তার করেছে। গত ১১ ফেব্রুয়ারী রাতে বাবুরাইল এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালামের ছেলে সহিদ ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযানে চাষাড়া এলাকা থেকে গত ১১ ফেব্রুয়ারী রাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামতলা এলাকার আবদুস সালামের ছেলে রানা, জাকির হোসেনের ছেলে মাঈনুদ্দিন শুভকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লায় পরকীয়া: শ্বাশুড়ি নিয়ে পালিয়েছে ভাগ্নে জামাতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম

ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় পরকিয়া প্রেমের টানে মামি শ্বাশুড়িকে নিয়ে ভাগ্নে জামাই উধাও। এই ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় ভাড়া থাকেন শাহিন মিয়া। তার ছোট বোনের মেয়ে সীমা সীমা ও তার স্বামী বাবুল একই এলাকায় ভাড়া থাকে। শাহিনের ভাগ্নি সীমা ও তার স্বামী দুই মাস হয় গ্রাম থেকে ফতুল্লা আসছে। তারা দুইজনেই একটি পোশাক কারখানায় চাকুরী করে। সীমার স্বামী বাবুলের সাথে একই গামের্ন্টসে চাকুরী করে মামী শ্বাশুড়ি স্বপ্না বেগম। তিনি শাহিনের স্ত্রী। শাহিন জামালপুর মেলান্দ থানাধীন এলাকার মৃত মফু মিয়ার ছেলে। তিনি ইসলামের শরীয়াহ মোতাবেক স্বপ্না বেগমকে বিবাহ করেছেন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এক ৮ বছরের ছেলে স্বপন, ১২ বছরের মেয়ে সালমা আক্তার। সন্তানরা গ্রামের বাড়িতে থাকে।

শাহিন ও তার স্ত্রী ফতুল্লা বসবাস করে আসছে। শাহিন ইলেক্টনিক্স মিস্ত্রী। তিনি বিসিক এলাকায় চাকুরী করে আসছেন। ভাগ্নি জামাই মো. বাবুলের সাথে মামী শ্বাশুড়ি প্রতিনিয়ত একই রিক্সায় চলাচল করে তারা ডিউটিতে যায়। একপর্যায় তাদের মধ্যে পরকিয়া ভালবাসার বন্ধন সৃষ্টি হয়। মাত্র দুই মাস হয় সীমা ও তার স্বামী বাবুল ফতুল্লায় আসেন। স্বপ্না বেগম বগুড়া জেলা ও থানাধীন এলাকার মৃত শামসুল হকের মেয়ে। শাহিন ও স্বপ্নারও ভালবাসা করে তাদের বিবাহ হয়েছে। এখন স্বামী শাহিনের ভাগ্নি সীমার জামাইর সাথে পরকিয়া করে স্বপ্না বেগম গত সোমবার সকাল সাড়ে ৯টায় ডিউটির কথা বলে তারা পালিয়ে যায়। বাবুল ও তার মামী শ্বাশুড়ি স্বপ্না বেগম ১০ ফেব্রুয়ারী বেতন পায়। এই দুইজনেই বেতন পেয়ে ভালবাসার টানে পালিয়ে যায়।

এব্যাপারে শাহিন বলেন, আমার কোন অভিযোগ নাই, যাকে ভালবেসে বিয়ে করেছি সে দুই সন্তান রেখে চলে গেলো। আমি আর কোন দিনই তাকে ঘরে উঠাবো না। এদিকে, সীমা কান্না করে বলে আমিও এই লম্পটের সংসার করবোনা। আমি চাকুরী করে নিজের পায়ে দাঁড়িয়ে পরে নতুন সংসার করবো। বিয়ের পর থেকেই এই লম্পট বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক গড়ে। তা জেনে আমি তাকে নিষেধ করলে মারধর করতো। আমার শ্বাশুড়ির জন্য আমি কিছু বলতে পারিনি। তার অতি আদরে এই বাবুল নষ্ট হয়েছে। অবশেষে আমার ছোট মামীর সাথে পরকিয়া করে পালালো এই নেক্কার কাজ করে আমার পরিবার ও আত্মীয় স্বজনকে মান খুন্ন করেছে।

‘পুলিশ জনতা ঐক্য কুঁড়ি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানে বন্দরে পথসভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘পুলিশ জনতা ঐক্য কুঁড়ি মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বন্দরে মাদক বিরোধী পথসভা করেছে বন্দর থানায় সদ্য যোগদানকারী এসআই সাধন চন্দ্র বসাক। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বন্দর থানার ২১নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকা হতে পথসভাটি ২১নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আবুল খায়ের এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন খালিদ সাইফুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা সামছুল হাসান, মেহেদী হাসান প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে মাদককে জিরো টলারেন্সে আনতে হবে। প্রয়োজনে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। মনে রাখতে হবে মাদক আমাদের চিরশত্রু। যেকোন উপায়ে মাদককে গুডবাই জানাতে হবে।

বাংলাদেশ কালচারাল স্বর্ণপদক পলেন বন্দরের হোসেনুজ্জামান উজ্জল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক পেলেন নারায়ণগঞ্জ বন্দরের তরুণ সমাজ সেবক হোসেনুজ্জামান উজ্জল। মানব সেবায় বিশেষ অবদান রাখায় জন্য ১১ ফেব্রুয়ারী সোমবার সন্ধায় ৬টায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ আমার অহংকার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ পদক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মুজাফ্ফর হোসেন পল্টু ও অনুষ্ঠানটি উদ্ধোধন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড.মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এমএ হালিম মন্টু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মোঃ আজিম উদ্দিন, এমভি ড্রিম’র প্রোপ্রাইটর আশাররুল হাসান আশু, তাতীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস সাত্তার, এরিনা ইঞ্জিনিয়ার কোম্পানী লিমিটেডের চেয়াম্যান মোঃ হায়দার আলী, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য জেবিন সুলতানা কান্তা। আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদী হাসান, মোঃ নুরনবী, লায়ন আবুল কালাম আজাদ, মানিক রতন, জাহাঙ্গীর আলম লিটন দেওয়ান চিস্তি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান। পরে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। হোসেনুজ্জামান উজ্জল বন্দরের ইসলামপুুর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জে নির্যাতিতদের নেতা তৈমূর আলম ও সাখাওয়াত হোসেন খান

আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:

নারায়ণগঞ্জে বিএনপির যে সব নেতাকর্মী মামলায় জর্জরিত সেইসব নির্যাতিত নেতাকর্মীদের নেতা এখন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জের মামলায় আসামী হওয়া নেতাকর্মীদের অন্তত আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন এই দুই নেতা। যে কারনে ওইসব নেতাকর্মীদের ভরসাও এখন তৈমূর আলম খন্দকার ও সাখাওয়াত হোসেন খান। অসহায় নেতাকর্মীরাও এই নেতার উপর আস্থা রেখেছেন। বেহাল বিএনপির জন্য নারায়ণগঞ্জের নেতৃত্বে অপরিহার্য হয়ে ওঠেছেন এই দুই নেতা। এমনটাই বলছেন বিএনপির নেতাকর্মীরা।

জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির ধানের শীষ মনোনিত প্রার্থীরা আড়ালে থাকলেও বিএনপির দুঃসময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দাকার ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দাড়াচ্ছেন নির্যাতিত নেতাকর্মীদের পাশে।

নেতাকর্মীরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুপগঞ্জ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তৈমূর আলম খন্দকার। প্রাথমিকভাবে মনোনয়নও পেয়েছিলেন তিনি। পরে জেলা বিএনপির বর্তমান সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরকে চূড়ান্তভাবে মনোনিত করা হয়। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর থেকে কাজী মনিরকে আর বিএনপির রাজনীতির মাঠে কোন কর্মসূচিতে দেখা যায়নি। কিন্তু নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকার নির্বাচনের পরেও আগ থেকে যারা জেলখানায় আছেন হাইকোর্ট থেকে তাদের জামিনের ব্যবস্থা করছেন। তাছাড়া তিনি নির্যাতিত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারকে বিভিন্ন সহযোগিতাও জামিন করার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন এবং অনেকের জামিনও করিয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একাদশ জাতীয় সংসদের আগেই গ্রেপ্তার হন। তিনিও নারায়ণগঞ্জ জেলার সদর-বন্দর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। পরে এসএম আকরামকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়। বেশ কিছুদিন আগে জামিনে মুক্তি পান বারবার কারানির্যাতিন এ নেতা সাখাওয়াত। মুক্তি পাওয়ার পর আবারো নারায়ণগঞ্জের মামলায় জর্জরিত নেতাকর্মীদের পক্ষে আইনি লড়াই নেমেছেন তিনি। এখনও নিয়মিত তিনি নেতাকর্মীদের দলীয় মামলাগুলো পরিচালনা করছেন। নারায়ণগঞ্জের নেতাকর্মীরা মামলায় আসামী হলে সবার আগে সাখাওয়াত হোসেন খানের কাছেই দৌড়াচ্ছেন। সকলের আস্থাও অর্জন করেছেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ