আনিসুর রহমান দিপুর জন্মদিন পালন করলেন আইনজীবীরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর জন্মদিন পালন করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। ১২ ফেব্রুয়ারি ছিল অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর জন্মদিন। এদিন আইনজীবীরা নারায়ণগঞ্জ কোর্ট এলাকায় তার চেম্বারে দুটি কেক নিয়ে যান। পরে আনিসুর রহমান দিপুকে নিয়ে আইনজীবীরা কেক কাটেন এবং তার জন্য শুভ কামনা ও দোয়া জানান। এতে আনিসুর রহমান দিপু সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনিসুর রহমান দিপুর জন্মদিনে এমন আকস্মিক আয়োজনে বিস্মিত হন তিনি।

১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুুরে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর চেম্বারে দুটি কেক নিয়ে হাজির হন শতাধিক আইনজীবী। পরে তার চেম্বারে তাকে নিয়ে কেক কাটেন। সকলকে নিয়ে আনিসুর রহমান দিপু পরে মধ্যাহ্নভোজ করেন।

এসময় আনিসুর রহমান দিপুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে তার চেম্বারে যান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ও বন্দর উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সোহেল মিয়া, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, জেলা আওয়ামী আইনজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ওমর ফারুক ভুইয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রোমেল মোল্লা, আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা, অ্যাডভোকেট মুক্তি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দীন, অ্যাডভোকেট জসিমউদ্দীন,অ্যাডভোকেট আল মামুন ভুইয়া,

অ্যাডভোকেট মাহামুদুল হক মমিন, অ্যাডভোকেট কামরুন নাহার ময়না, অ্যাডভোকেট দীপা ঘোষ, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, অ্যাডভোকেট নঈম উদ্দীন আহমেদ তপন, অ্যাডভোকেট ইফতেখার আলম সাগর, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বাবু, কানিজ ফাতেমা সহ অন্যান্য আইনজীবীরা।

সমিতিতে নির্বাচিত চার আইনজীবীকে সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাচিত চার আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রেন্ড এসোসিয়েশন।

৫ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ কোর্টের পার্শ্ববতী একটি রেস্তোরায় এই সংবর্ধনা পান সমিতিতে আপ্যায়ণ সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভুইয়া এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভুইয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির আইনজীবীরা নির্বাচিত চার আইনজীবীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে নির্বাচিতদের প্রতি শুভ কামনা করেন আইনজীবীরা। এসময় নির্বাচিত চার আইনজীবী সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংগঠনটির সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট ফয়সাল খন্দকার ও সেক্রেটারি পদে রয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন। অনুষ্ঠানে অন্যান্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম রুবেল, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আবুল বারাকাত, অ্যাডভোকেট ফজলুুর রহমান রিপন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট মাহাবুবু রহমান সহ অন্যান্য আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে আবারো সভাপতি ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। সমিতির ১৭টি পদের মধ্যে কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট আহসান হাবিব ভূঞা বিএনপির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র একজন। বাকি ১৬টি পদে আওয়ামী প্যানেলের প্রার্থীরা বিশাল জয় পেয়েছেন।

২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির গঠিত নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২৬ জন আইনজীবী। এতে ৯১০ জন আইনজীবী তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ প্যানেলের প্রার্থী ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৬৯৪ ভোট। তার প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির পেয়েছেন মাত্র ১৯৭ ভোট। হাসান ফেরদৌস জুয়েল এবার সমিতির রেকর্ড সংখ্যক ব্যবধানে জয়ী হয়েছেন।

এদিকে একইভাবে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে সেক্রেটারি পদে আওয়ামীলীগ প্যানেল থেকে সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ৬২৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি বিএনপি প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির পেয়েছেন মাত্র ২৬১ ভোট।

অবশেষে জয়ের দেখা পেলেন আওয়ামীলীগ প্যানেল থেকে আপ্যায়ণ সম্পাদক পদের প্রার্থী অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল। তিনি এ পদে নির্বাচন করে ভোট পেয়েছেন ৫১৩ ভোট। তার প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি প্যানেলের প্রার্থী কাউসার আলম টুটুল চৌধুরী পেয়েছেন মাত্র ৩৬১ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামীলীগ প্যানেল থেকে জয়ী হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন। তিনি পেয়ছেন ৪৪২টি ভোট। তার প্রতিদ্বন্ধি বিএনপি প্যানেল থেকে অ্যাডভোকেট রাসেল প্রধান ৪১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সমাজ সেবা সম্পাদক পদে আওয়ামীলীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাশেদ ভুঁইয়া। তিনি মোট ভোট পেয়েছেন ৫৫৪টি। তার প্রতিদ্বন্ধি বিএনপি প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আসমা হেলেন বিথি পেয়েছেন ৩১০টি ভোট।

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট স্বপন ভুইয়া। তার প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাডভোকেট রোকন উদ্দীন বিএনপি প্যানেল থেকে পেয়েছেন ৩৩৯টি ভোট।

বদলায়নি সোনারগাঁয়ের কায়সার, ভরসা কালাম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২০০৮ সালে নারায়ণগঞ্জ-৩(সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে বিপুুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নির্বাচিত হওয়ার পর আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ তিনি বন্ধ করে দেন। তার দেখা পাওয়া ছিল নেতাকর্মীদের কাছে অমাবস্যার চাঁদ।

কিন্তু এবারের নির্বাচনের আগে কায়সার হাসনাতের চাচা মোশারফ হোসেন একটি সমাবেশে বলেছিলেন, কায়সার হাসনাত ভবিষৎে কোন ভুল করলে আমাদের জানাবেন। কায়সার নিজেও নেতাকর্মীদের বলেছিলেন তিনি আর অতীতের মত ভুল করবেন না। কিন্তু কার্যত সেই আগের রূপেই দেখা গেল কায়সার হাসনাতকে। সোনারগাঁয়ে এখন আওয়ামীলীগের নেতাকর্মীদের শেষ ভরসা একমাত্র মাহফুজুর রহমান কালাম।

জানাগেছে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসন থেকে মনোনয়ন পাননি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। একই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তার চাচা মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। এখানে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনিত হন কেন্দ্রীয় জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। দলের সিদ্ধান্তের প্রতি অটুট থেকে কালাম মহাজোটের প্রার্থীর পক্ষেই কাজ করেন। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে কায়সার হাসনাত স্বতন্ত্র সিংহ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং এতে কায়সার হাসনাতের পক্ষে কাজ করেন মোশারফ হোসেনও।

ওই নির্বাচনে অনেকটা বিরোধী দলীয় ভুমিকায় ছিলেন কায়সার হাসনাতের নেতাকর্মীরা। কায়সার হাসনাতের পক্ষে কাজ করতে গিয়ে হামলা মামলা নির্যাতনের শিকার হন। বেশকটি মামলায় কায়সারের নেতাকর্মীরা আসামী হন। নির্বাচনের আগে বাড়ি ছাড়া হয়ে যান নেতাকর্মীরা। কাচপুরে যুবলীগ নেতার বৃদ্ধ বাবা মা ভাই ও অন্তস্বত্তা বোনকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই সময় যুবলীগ নেতা মাহফুজ পারভেজ দাবি করেছিলেন লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করে সিংহ প্রতীকের পক্ষে কাজ করার কারনেই তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ইউনিয়ন এলাকায় নির্যাতনের শিকার হন নেতাকর্মীরা যারা মুলত কায়সার হাসনাতকে ভালবেসে তার পক্ষে কাজ করেছিলেন।

কিন্তু নির্বাচনের একদিন আগে নানা নাটকীয়তায় কায়সার হাসনাত নির্বাচন থেকে সরে দাড়ান। ওই দিন থেকে আজোবদি সোনারগাঁয়ের নেতাকর্মীদের সঙ্গে কায়সার হাসনাত কোন ধরনের যোগাযোগ করেননি। এমনকি নির্যাতিত হামলা মামলার শিকার নেতাকর্মীদের কোন খবর রাখেননি। নির্বাচনের পর নেতাকর্মীদের নিয়ে কোন বৈঠকও তিনি করেননি। এমনকি যে সব নেতাকর্মীদের পরিবারের লোকজন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ফোন করেও সহানুভুতিটুকুও দেখায়নি কায়সার হাসনাত। এমনকি কাচপুরের যুবলীগ নেতার বাবা মা ভাই বোন হয়রানির শিকার হলেও সেই পরিবারের খবরটুকুও নেননি তিনি। তারা জামিন নিয়েছেন কিনা তাও খবর রাখেননি। সহযোগীতা তো দুরের কথা।

এমন পরিস্থিতিতে মোশারফ হোসেন এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় নির্বাচনের পর নেতাকর্মীদের কোন ধরনের খোজ খবর রাখেননি মোশারফ হোসেনও। কায়সার হাসনাত এমপি নির্বাচিত হওয়ার পর তৃনমুল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই সময় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন মাহফুজুর রহমান কালাম। নির্বাচন আসলেই চাচা ভাতিজা নেতাকর্মীদের নানা প্রলোভন স্বপ্ন দেখিয়ে নিজেদের বগলে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তরী পাড় হয়ে গেলে আর নেতাকর্মীদের পাশে থাকেন না এই চাচা ভাতিজা। কিন্তু ভিন্ন কেবল কালাম। যিনি নেতাকর্মীদের যে কোন সময় মোবাইল কল রিসিভ করেন এবং কালামের বিরোধী বলয়ের রাজনীতি করলেও ওইসব কর্মীদের বিপদেও তিনি পাশে দাড়ান। না দাড়াতে পারলেও তিনি বিপদগ্রস্থ নেতাকর্মীদের কথা শুনেন এবং মোবাইল ফোন রিসিভ করেন। এটাই তার সবচেয়ে বড় গুণ। যে কারনে কালাম সোনারগাঁয়ে সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত পেয়েছেন। সোনারগাঁয়ে এখন নেতাকর্মীদের ভরসা কালাম।

অ্যাডভোকেট খলিলুর রহমানের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ খলিলুর রহমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ ও মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সমিতির অফিস কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী শাহজাহান মোড়ল, খলিলুর রহমান, একেএম একরামুল হক, হুমায়ূন কবির, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ কুমার, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক মনিরুজ্জামান কাজল, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক সুমন, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ স্বপন ভূঁইয়া প্রমুখ সহ কার্যকরী পরিষদের সদস্য সহ অন্যান্য সদস্যরা।

আবারো আদালতে ছাত্রদল সভাপতি রনি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২০১৩ সালের একটি ভাঙচুর মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হাজিরা দেন মশিউর রহমান রনি।

মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৩ সালে ফতুল্লা মডেল থানায় একটি ভাংচুর মামলায় মশিউর রহমান রনিকে আসামী করা হয়। মামলায় ৯ জন আসামী রয়েছেন। আদালত মামলায় পরবর্তী দিন ধার্য্য করেছেন।

এখানে উল্লেখ্যে যে, গত ৫ ফ্রেব্রুয়ারি দীর্ঘ পাচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মশিউর রহমান রনি। এর মধ্যে তাকে তিন দফায় রিমান্ডে নেয়া হয়।

বড়াই দেখানোর আগে মনে করে নিবেন বন্দরে কোন দল নেই: সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, বন্দরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমি সর্বদা প্রস্তুত। উন্নয়নের ব্যাপারে আমি কোন মুখাপেক্ষী নই। আজকের মত আমি বারবার আপনাদের সাথে মিলিত হতে চাই। আপনাদের নিয়েই আমি বন্দরকে আরো এগিয়ে নিতে চাই।

১১ ফেব্রুয়ারি সোমবার সকালে বন্দর উপজেলা অডিটিউরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইদানিং মদনপুরের চাঁদাবাজিকে কেন্দ্র করে যে তান্ডবলীলা চলছে তা সত্যিই লজ্জাজনক। আমি মদনপুরে কোন স্ট্যান্ড দেখতে চাইনা। কোন পেশীশক্তি ওয়ালার কাছে স্ট্যান্ড থাকবেনা, থাকবে জনগণের কাছে। এ নিয়ে আর কোন সহিংসতা বরদাস্ত করা হবেনা। কোন দলের বড়াই দেখানোর আগে মনে করে নিবেন বন্দরে কোন দল নেই।

বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এতে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সকল উর্ধ্বতন কর্মকর্তারা।

বন্দরে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী দিঘলদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা।

এসময় নারায়ণগঞ্জ মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সুশীল দাস, পূজা বিষয়ক সম্পাদক রাজ প্রসাদ চক্রবর্তী, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, বিধু হাওলাদার, নরেশ মাত্তাব্বর, রমেশ বাবু, সুনীল হাওলাদার প্রমুখ।

সেই কৃতি ফুটবলার মোনেম মুন্নার ১৪তম মৃত্যুবার্ষিকী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের ফুটবলের সোনালী যুগের মহানায়ক, দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মোনেম মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে ব্যাপক কর্মসূূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে এদিন ভোরে মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর কাঙ্গালী ভোজ ও দোয়ার মাহফিল।

উল্লেখ্য, ২০০৫ সালের এইদিনে না ফেরার দেশে চলে যান ‘কিং ব্যাক’ খ্যাত এই তারকা ফুটবলার। মোনেম মুন্না ১৯৯৯ সালের রমজান মাসে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানেই তার কিডনি সমস্যা ধরা পড়ে। পরের বছর মার্চে বাঙ্গালোরে বোন শামসুন নাহার আইভীর কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়।

২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি এই কিংবদন্তির।

১৯৮১ সালে পাইওনিয়ার লীগ দিয়ে ফুটবলে অভিষেক মোনেম মুন্নার। আশির দশকের মাঝামাঝি সময়ে পেশাদার ফুটবলে উত্থান। প্রথম দুই মৌসুম মুক্তিযোদ্ধায়, এরপর এক মৌসুম ব্রাদার্স ইউনিয়নে খেলেন।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। এরপর দু’একটি ম্যাচ বাদ দিলে টানা ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন এই ডিফেন্ডার। ১৯৮৭ সালে তিনি যোগ দেন ঢাকা আবাহনীতে। সেখানেই গড়ে তোলেন নিজের ফুটবল ক্যারিয়ার। জীবনের শেষদিন পর্যন্ত আবাহনীর সঙ্গেই জড়িয়ে ছিলেন।

১৯৯১ মৌসুমের দলবদলে মুন্না আবাহনীতে খেলেছিলেন সর্বোচ্চ ২০ লাখ টাকা পারিশ্রমিকে। সেই সময় প্রভাবশালী ম্যাগাজিন বিচিত্রার কাভারও হয়েছিলেন এই তারকা।
১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে মুন্না প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বেই ১৯৯৫ সালে মিয়ানমার থেকে চ্যাম্পিয়ন ট্রফি জিতে ঘরে ফেরে লাল-সবুজরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা প্রথম সাফল্য।

সিদ্ধিরগঞ্জে ৬টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৩৬ কোটি টাকা ব্যয়ে ডিএনডি খালের উপর আধুনিক ৬টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সিটিকর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় স্থানীয় কাউন্সিলর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিলাদ ও দোয়া শেষে মেয়র প্রকল্পের মোড়ক উন্মোচন করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আইভী। পরে তিনি ব্রীজের পাইলিং কাজ পরিদর্শনও করেন।

এছাড়াও মেয়র সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিদ্ধিরগঞ্জ থানার পুরাতন ভবন (সুমিলপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার) পরিদর্শন করেন। পরে নাসিক ৬নং ওয়ার্ডের চরসুমিলপাড়া এলাকায় শীতলক্ষা নদীর পাড়ে ঘাট পরিদর্শনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: আজগর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সুমন চন্দ্র দেবনাথ, সহকারী প্রকৌশলী তরুণ কুমার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

জানাগেছে, বাংলাদেশ সরকার ও জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে কার্যনির্বাহী সংস্থা এলজিইডির তত্ত্বাবধানে সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় এ উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ ৪’শ ৩৯ টাকা। মীর হাবিবুল আলমের মালিকানাধীন উদয়ন বিল্ডার্স জেভি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সিটি কর্তৃপক্ষ থেকে কার্যাদেশ পেয়ে এ প্রকল্পের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাচনে খামোখা পয়সা নষ্ট করবেন না: সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, বন্দরে আমরা সবাই এক ও অভিন্ন। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে এ অঞ্চলে কোন ডিস্টার্ব হবেনা। আমি কোন জামেলা চাইনা।

১১ ফেব্রুয়ারি সোমবার বন্দর উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
এমপি আরো বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান মনোনয়ন জমা দিন। পরে আমরা সবাইকে নিয়ে বসবো। তারপর ভাববো কাকে দেয়া যাবে আর কাকে দেয়া যাবেনা। আমি বন্দরে কোন গ্রুপিং হোক তা চাইনা। বন্দরে কোন দল নাই। দল একটাই আছে তা হল উন্নয়ণের দল। খামাখা পোষ্টার লাগিয়ে নিজের অর্জিত পয়সা নষ্ট করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমূখ।

সর্বশেষ সংবাদ