পহেলা বৈশাখ পালনে নারায়ণগঞ্জ আইন কলেজের নানা আয়োজন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সকলের জন্য শুভ কামনা জানিয়ে বাংলা নববর্ষ পালনে নারায়ণগঞ্জ জেলা আইন কলেজে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র-ছাত্রী সংসদ। এ উপলক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি এমএম হাসান ও জিএস আমজাদ হোসেন সহ ছাত্র-ছাত্রী সংসদের নেতৃবৃন্দ।

রাত পোহালেই ১৪ এপ্রিল রবিবার থেকে শুরু হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উৎসাহ ও উদ্দীপনায় বরণ করে নেয় পহেলা বৈশাখকে। নারায়ণগঞ্জ জেলার একমাত্র আইন কলেজও তার ব্যতিক্রম নয়। পহেলাকে ঘিরে নারায়ণগঞ্জ আইন কলেজে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

দিবসটি পালন উপলক্ষে ১৩ এপ্রিল শনিবার বিকেলে থেকে নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি এমএম হাসান ও জিএস আমজাদ হোসেনে নেতৃত্বে বাংলা নববর্ষ-১৪২৬ বরণকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আয়োজনের প্রস্তুতি।

নারায়ণগঞ্জ কলেজের ক্যাম্পাস ঘুরে দেখা যায়- কলেজের একাডেমিক ভবনের সামনে শেষ সময়ে শিক্ষার্থীরা কর্মব্যস্ত সময় পার করছেন।

ওই সময় কেউ দেয়ালে নকশা করছেন, কেউবা আবার ক্লাস রুমে আলপনা করছেন বাঙ্গালির উদার মনের মাধুরি মিশিয়ে বিভিন্ন চিত্রকর্ম। কেউ বেলুন দিয়ে ক্লাস রুম রঙিন করছেন। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে কলেজের প্রতিটি ভবনকে নতুন রংয়ে রাঙ্গানো হয়েছে।

প্রস্তুতি সম্পর্কে আইন কলেজের ছাত্রছাত্রী সংসদের ভিপি এমএম হাসান অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’কে বলেন, ‘রবিবার আমরা সারা দেশের ন্যায় ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করব। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।’

আইন শিক্ষার্থীদের এই নেতা আরোও বলেন, আমরা সকাল ৮টা থেকে পান্তা ভাত ও ইলিশ খাওয়ার মাধ্যমে আমাদের উৎসব শুরু করব। ইলিশের সাথে আমরা কয়েক প্রকারের ভর্তারও ব্যবস্থা করেছি। এসব পর্ব শেষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছি। তাছাড়া কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে একদল সংস্কৃতিমনা বাঙ্গালী প্রাণের উৎসবের ঐতিহ্য গান, নাচের আয়োজন ও করা হয়েছে।’

পহেলা বৈশাখের প্রস্তুতিতে কঠোর পরিশ্রম করছেন নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের এজিএস শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম, প্রশান্ত রায় ও মীর শোভা প্রমূখ।

নুসরাত হত্যার বিচার দাবিতে বন্দরে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানা নাগরিক কমিটির উদ্যোগে বন্দর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা মাদরাসা ছাত্রীর উপর যৌন নিপীড়ন ও কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, নরপিচাশ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজদৌল্লা এখনও কেন বেঁচে আছে? কি দোষ করেছিল নুসরাত? আমরা আজকের মানববন্ধনে সরকারকে বলব ওই ধর্ষক মাদরাসা শিক্ষককে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক যাতে সারা বাংলাদেশে নজির হয়ে থাকে। এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটতে থাকে তাহলে মানুষ আস্তা হাড়িয়ে ফেলবে মাদরাসা শিক্ষার প্রতি।

বক্তারা আরো বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটার পর বিচার না হওয়া বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া উঠছে। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান।

বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন নাগরিক কমিটির সহ-সভাপতি কবি রইস মুকুল, সাধারণ সম্পাদক একেএম শাহআলম, সাংগঠনিক সম্পাদক মিয়া শহিদ, পাইওনিয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অ্যাডভোকেট মাহফুজা বেগম, বন্দর গার্লস স্কুলের শিক্ষিকা অনুকুল দেবনাথ, নাগরিক কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা কবি মাকসুদা ইয়াসমিন ও অ্যাডভোকেট শাহ আলী মোহাম্মদ পিন্টু খান প্রমূখ।

এখানে উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দূর্বৃত্তরা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান রাফি মারা যায়।

বন্দরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ আর নেই

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদ আর নেই (ইন্নালিল্লাহে—————–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ১৩ এপ্রিল শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, ১ছেলে সহ আত্মীয়স্বজন বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা শনিবার বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নের ২৮নং আদমপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ আদমপুর কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাযায় অংশ নেন বন্দর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, বন্দর থানা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, সহ-সভাপতি নুর জাহিদ বাদল, যুগ্ম সম্পাদক শেখ কামাল, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সিপন প্রধাণ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী আক্তার হোসেন, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আজিবুর রহমান, ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুল হালিম, ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন সরকার, জাতীয় পার্টির নেতা উকিল উদ্দিন, কেরা মতিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন প্রমূখ।

বন্দর সোনাকান্দা যুব সমাজের উদ্যোগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দরের সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় বন্দর থানার সোনাকান্দা ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং স্কুল সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার। অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সায়েমের সার্বিক তত্ত্বাবধানে ও সোনাকান্দা এনায়েতনগর পঞ্চায়েত কমিটিরসভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর শিউলী নওশাদ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তৌহিদুল ইসলাম সজিব। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ সানি, তিলক, রাকিব, হিমেল, জাবের, আরাফাত, ইমন, ইকরাম ও আবির শাহেদ প্রমূখ।

কম বয়সে জেলা বিএনপির সদস্য সোনারগাঁয়ের হাজী সেলিম সরকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সবচেয়ে কম বয়সে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের বিএনপি নেতা হাজী সেলিম সরকার। তিনি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। রাজপথের সক্রিয় এই নেতা প্রায় ডজন খানিকের বেশি মামলায় আসামী হয়েছেন। বেশকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। যার ফলশ্রুতিতে তাকে জেলা বিএনপির সদস্য নির্বাচিত করা হয়।

জানাগেছে, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি গঠনের পর গত ১৮ মার্চ নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদকে নেতৃত্বে রেখেই আংশিক কমিটির সকলকে স্বপদে বহাল রেখে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়া হাজী সেলিম সরকার সাংবাদিকদের বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করে ১৭টি মামলার আসামী হয়ে ২বার কারাবরণ করেছি। সেজন্য দল আমাকে মুল্যায়ন করেছে। দল আমাকে জেলা কমিটিতে নির্বাহী সদস্য পদে স্থান দেওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই আমার একমাত্র কাম্য।’

সোনারগাঁয়ে চার কারুশিল্পীকে সম্মাননা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিশিষ্ট চারজন কারুশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার বিকেলে চৈত্র সংক্রান্তির উৎসবে কারুশিল্প ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই চার কারুশিল্পীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

সম্মাননা হিসেবে এক ভরি ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৩০ হাজার টাকা ও সম্মননা সনদ প্রদান করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রেশন কর্মকর্তা মোজাম্মিল হক প্রমূখ।

এবছর কাগজের মুখোশ কারুশিল্পে সুবোধ কুমার পাল, ক্ষুদ্র নৃগোষ্ঠির কারুশিল্পে বুই চাং ম্রা পেয়াং ফ্রে, নকঁশি হাতপাখা কারুশিল্পে সুচিত্রা রানী (মরনোত্তর) ও নকঁশি তালপাতার পাখা শিল্পে আবুল কালাম আজাদ (মরনোত্তর)।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সম্পাদনায় সদ্য প্রকাশিত ‘মানবতার মা-শেখ হাসিনা’ এবং ‘তুমিই তো বাংলাদেশ-শেখ হাসিনা’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নৌপথে চাঁদাবাজি বন্ধ সহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নৌপথে সন্তাসী, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি সহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ নৌ-যান শ্রমিক ফেডারেশন। ১৩ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট এলাকা হতে বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাড়া সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মিছিলকারীরা। নারায়ণগঞ্জ জেলা নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, নৌ-যান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ সহ জাহাজে কর্মরত প্রত্যেক নৌ-যান শ্রমিককে মালিক কর্তৃক ফ্রি খাবারের ব্যবস্থা করা, কর্মস্থলে দূর্ঘটনায় মৃত নৌ শ্রমিকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, মাষ্টার, এনড্রোসমেন্ট ও টেকনিক্যাল ভাতা পুণনির্ধারণ, সমুদ্র ভাতা ও রাত্রীকালীন ভাতা নির্ধারণ করা।

বিক্ষোভ মিছিল শেষে ফেডারেশনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘২০১৫ সাল থেকে আমরা ১৫ দফা দাবি ছাড়াও দীর্ঘদিন যাবত ১১দফা দাবিতে সংগ্রাম করে আসছি। আমাদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও সকল মালিক সমিতিগুলোর নিকট উত্থাপন করে আসছি। কিন্তু আমরা তার কোন সমাধান পাচ্ছিনা। যার ফলে আমাদের আজ বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে নামতে হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের এ দাবিপূরণ না হবে আমাদের এ আন্দোলন চলবে।’

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণঞ্জ জেলা নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, সাদিকুল ইসলাম ও কামাল মিয়াসহ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।

খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কিভাবে নারায়ণগঞ্জ জেলা যুবদল কঠোর ভুমিকা রাখতে পারবে সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয় ওই পরিচিতি সভায়।

১৩ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কাঞ্চন এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সেক্রেটারি গোলাম ফারুক খোকনের পরিচালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দুচারজন যুবদল নেতা দেশের বাহিরে থাকায় প্রায় সকল নেতারাই উপস্থিত ছিলেন। গত ২৩ মার্চ শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন।

সভায় শীর্ষ নেতারা সকল নেতাদের জানিয়েছেন- আগামীতে নারায়ণগঞ্জ জেলা যুবদল সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কোন ভাইয়ের রাজনীতি করা যাবে না। সকলকেই জেলা যুবদলের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেলার প্রতিটি থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে বলেও জানান শহিদুল ইসলাম টিটু। এ বিষয়ে কারো কোন তদবির কোন ভাইয়ের তদবির শোনা হবে না। সম্মেলন হবে তাকে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই নেতৃত্ব দিবে বলেও পরিচিতি সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি।

এদিকে জানাগেছে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে জেলা যুবদলের অস্তিত্বই দেখা যায়নি। যদিও গত ১৯অক্টোবর নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৮সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে কমিটি ঘোষণা করা হলেও কমিটির নেতারা ছিলেন নিষ্ক্রিয়। শুধুমাত্র দুজন নেতাকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে দেখা গেলেও বাকি নেতাদের ‘ভাইয়েরা’ ধানের শীষ প্রতীকে মনোনয়ন না পাওয়ার কারনে তাদের নির্বাচনে ছায়াও দেখা যায়নি। তবে নির্বাচনের পর বিশাল এক পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে জাগানিয়া দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। যে কমিটিতে অনেক সক্রিয় নেতাদের নিচের পদে রেখে নিষ্ক্রিয়দের রাখা হয় উপরের পদে।

তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’কে বলেছিলেন, আমরা প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পেরেছি। খুব সময়ের মধ্যে আমরা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পেরেছি। যেটা আগের কমিটিগুলো পারেনি। ফলে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ছোট খাটো ভুলত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে নেতাকর্মীরা ক্ষমাদৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ^াস করি।’

এর আগে গত বছরের ১৯ অক্টোবর একটি আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের এই দুই নেতা। যেখানে সভাপতি করা হয় শহিদুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামত, সহ-সভাপতি অ্যাডভোকেট একেএম আমিরুল ইসলাম ইমন, হারুন অর রশিদ মিঠু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন।

এরপর পূর্ণাঙ্গ কমিটিতে আগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখে ১৯জনকে সহ-সভাপতি, ১০জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১৩ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৯ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ছাড়াও আরও ৫ জনকে সহ-কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে। একজন প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক আরও ৪ জন। সাধারণ সদস্য পদে রাখা হয়েছে ৭৩ জন যুবদল নেতাকে।

সোনারগাঁয়ে কালাম অনুগামী নেতার তৈরি আওয়ামীলীগ কার্যালয় দখল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান কালামের অনুগামী সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুউদ্দীন সাবুর নির্মাণ করা আওয়ামীলীগের একটি কার্যালয়টি দখল করেছে আওয়ামীলীগের অপর অংশের নেতারা। এমন অভিযোগের বিষয়ে অপর অংশের নেতারা দাবি করেছেন ওই কার্যালয়টি তাদেরই নির্মাণ করা।

জানাগেছে, গত ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধওে ১৩ এপ্রিল শনিবার সকালে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসষ্ট্যান্ডে আওয়ামীলীগের ওই কার্যালয়টি আওয়ামীলীগের অপর অংশের নেতারা জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

ছবি- আওয়ামীলীগ কার্যালয়টি নির্মাণ শেষে উদ্বোধনের সময়কার ছবি।

স্থানীয়রা আরও জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু দড়িকান্দি বাসষ্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের একটি কার্যালয় নির্মাণ করে সেখানে আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছিলেন। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচন করেন।

শনিবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী মোশারফ হোসেনের সমর্থক জাইদেরগাঁও এলাকার জসিমউদ্দীনের নেতৃত্বে বাদশা, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামীলীগের কার্যালয়ের তালা ভেঙ্গে দখল করে তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে সাহাবুদ্দিন সাবু অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র শনিবার সকালে দড়িকান্দি বাসষ্ঠ্যান্ডে আমার তৈরী করা আওয়ামীলীগের অফিসটির তালা ভেঙ্গে জসিম ও তার লোকজন দখল করে নেয়।’

তবে এ বিষয়ে জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আমাদের তৈরি করা আওয়ামীলীগ কার্যালয়।’

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘অফিস দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এখানে উল্লেখ্যযে, গত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের কাছে ২৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন মাহফুজুর রহমান কালাম। নির্বাচনে কালামের পক্ষে ছিলেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আর মোশারফ হোসেনের পক্ষে ছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় সোনারগাঁও থানায় ৩৮টি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার নেতাকর্মীরা।

যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিল, প্রত্যাহার দাবি করলেন রানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ থেকে বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিল ঘোষণা করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। এই বাতিল ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা।

১৩ এপ্রিল শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান সাখাওয়াত ইসলাম রানা। একই সঙ্গে জনপ্রিয় পত্রিকারটি ঘোষণাপত্র বাতিল করায় তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বর্তমানে শারীরিক অসুস্থ্যজনিত কারনে কলকাতার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

জানাগেছে, গত ৮ এপ্রিল সোমবার সন্ধা পৌনে ছয়টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জের যুগের চিন্তা পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হয়।

একই সাথে প্রিন্টিং এন্ড পাবলিকেশন এ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী পত্রিকাটির প্রমানিকরণ ঘোষণাপত্র বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ম্যাজিষ্ট্রেট নারায়ণগঞ্জ ও জেলা ম্যাজিষ্ট্রেট ঢাকাকে অনুরোধ করা হয়।

সেই প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্রেট ঢাকা কর্তৃক সূত্রোক্ত ২নং স্মারকে চুক্তিপত্রের শর্ত ভঙ্গের কারনে পত্রিকাটির ঘোষণাপত্র বাতিল করা হয়। এমতাবস্থায় দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রমানিকরণ ঘোষণাপত্র এতদ্বারা বাতিল করা হলো।

সর্বশেষ সংবাদ