সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটের বিকল্প নাই: ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক স্কাউট প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটের বিকল্প নাই। তবে স্কাউটের পাশাপাশি ভালভাবে লেখাপড়াও করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গঠনে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।

বক্তব্যে তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ কাব ও স্কাউট দল গঠন করা হবে। এমনকি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দলকে শক্তিশালী করতে সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

৭ এপ্রিল রবিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা স্কাউটের উদ্যোগে ৫দিন ব্যাপী ৪র্থ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কাউটের উপর প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও নাহিদা বারিক।

সমাপনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।

অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, নারায়ণগঞ্জ জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া ও সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী ৫দিন ব্যাপী মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে যতটুকু শিক্ষা অর্জন করেছো তা অবশ্যই কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে বসে থাকলে চলবে না। যতটুকু শিক্ষা গ্রহণ করেছো তা চর্চা করে কাজে লাগাতে হবে।

‘শুধু স্কাউট করে পারদর্শী হলে চলবে না, ভালভাবে লেখাপড়া করে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জল করতে হবে। জেলার ১২’শ ১০ জন প্রশিক্ষণার্থী ৫দিন ব্যাপী যে ধরণের শিক্ষা অর্জন করেছে আশা করছি তারা একদিন নারায়ণগঞ্জের স্কাউটের সুনাম অর্জন করতে পারবে।’ যোগ করেন তিনি।

এদিকে ৫দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১২’শ ১০ জন প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি নাহিদা বারিক।

ফতুল্লায় ৩ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুিলশ। একই সঙ্গে ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মোফাজ্জল হোসেন গত ৭ এপ্রিল রবিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- বাবুরাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আক্তার হোসেন, কাশীপুর এলাকার কালুমিয়ার ছেলে আমির হোসেন। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়াও তিনি ৫০ গ্রাম গাঁজাসহ বন্দর থানাধীন সোনাকান্দা গ্রামের বাবুপাড়ার নিজামের ছেলে আবির হোসেনকে গ্রেপ্তার করেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ফতুল্লায় ১০ টাকা নিয়ে মা মেয়েকে মারধর, থানায় অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট নয়ামাটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান্না বেগম ও তার তিন বছরের শিশু মেয়ে তানিসাকে মারধর করেছে দোকানদার হাকিম ও তার ছেলে। এ ঘটনা ঘটেছে গত ৮ এপ্রিল সকাল ১১টায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় হাকিম ও তার ছেলে রবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পান্না বেগম।

এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার শিবু মার্কেট নয়ামাটি এলাকার রুবেলের মেয়ে তানিসা ২০ টাকা দিয়ে হাকিমের দোকান থেকে চিপস আনে। এতে ১০ টাকার টিপস দিলে বাকী ১০টাকা না দেয়ায় পান্না হাকিমের দোকানে গিয়ে বাকী টাকা চায়। এসময় হাকিমের সাথে তর্কাতর্কের একপর্যায় হাকিম ও তার ছেলে রবিন রুবেলের স্ত্রী পান্নাকে মারধর করে নীলা ফুলা জখম করেছে। এসময় তার তিন বছরের শিশু কন্যাকে মারধর করে রবিন।

ফতুল্লার সেহাচর এলাকায় মুদি দোকানে চুরি, থানায় অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ৭ এপ্রিল রবিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর ইয়াদ আলী জামে মসজিদ এলাকায় মুদির দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এ ব্যাপারে মুদি দোকানের মালিক সবুজ মিয়া ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার সেহাচর ইয়াদ আলী জামে মসজিদ এলাকায় মুদি দোকানে বিকাশসহ ব্যবসা করছেন সবুজ মিয়া। গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টায় সবুজ মুদি দোকান বন্ধ করে বাসায় চলে যান। এরপর অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঐ রাতে সাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৯০ হাজার টাকা ও ২০ হাজার টাকার বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী নিয়ে যায়।

এ ব্যাপারে দোকান মালিক সবুজ জানায় গত সোমবার রাত হতে ৮ এপ্রিল সকাল ৮টায় মধ্যে যেকোন সময় চুরি করে অজ্ঞাতনাম চোরেরা।

বন্দরে র‌্যাবের হাতে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার, ১৯৪০ ইয়াবা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর চেকপোস্টে মাদক নিয়ে পালানোর সময় দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৭ এপ্রিল রবিবার রাতে বন্দর মদনপুর এলাকায় চেক পোস্টের সময় তাদের গ্রেপ্তার করা হয়। দুই মাদক বিক্রেতাদের কাছ থেকে ১৯৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

৮ এপ্রিল সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ৭ এপ্রিল রবিবার সোয়া ৮টায় নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টে ১টি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালক ও ট্রাকের হেলপার দৌড়ে পালানোর চেষ্টা কালে ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে ১৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- মোঃ তুহিন ইসলাম সরদার ওরফে ফকির আলী ও মোঃ সবুজ মন্ডল। গ্রেপ্তারকৃতরা চট্রগ্রাম হতে মাদক ব্যবসার উদ্দেশ্যে বগুড়া যাচ্ছিল। তারা ট্রাকে করে ইয়াবা নিয়ে এসে বগুড়ার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

র‌্যাব আরও জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় আটককৃত মোঃ তুহিন ইসলাম সরদার ট্রাকের চালক ও মোঃ সবুজ মন্ডল ট্রাকের হেলপার। তারা উভয়েই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে ট্রাক চালনার পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল। মুলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পরিবহন করে থাকে।

খালেদা জিয়ার মুক্তি চায় না তারা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পর থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিয়মিত তার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করে আসছে। তারা ধারাবাহিকতায় সারাদেশে জেলা ও মহানগরীতে খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। কিন্তু এই কর্মসূচিটি পালন করেনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। যে কারনে মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না। তারা চায় বেগম খালেদা জিয়া কারাগারেই থাকুক! সে কারনেই হয়তো তারা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেনি।

জানাগেছে, গত ৫ এপ্রিল শুক্রবার সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষিত ছিল। এর পর দিন শনিবার সারাদেশের মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের নির্দেশনা ছিল। কিন্তু নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কোন একজন কর্মীও এই কর্মসূচি পালন করেনি কিংবা পালনের কোন উদ্দ্যোগ নেননি। অথচ তারা দলের পদ পদবী বহন করে একেক জন সরকারি দলের সঙ্গে আতাত করে আরামেই কাটাচ্ছেন। কেউ কেউ আবার হতাশায় দলের কর্মসূচি বিমুখী হয়ে পড়েছেন। তারাই রেশ দেখা গেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে কর্মসূচিতে। যে কারনে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা।

কর্মসূচি পালন না করার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবু রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাকে একাধিকবার কল করা হলেও তাকে বিজি পাওয়া যায়। সেক্রেটারি সাখাওয়াত ইসলাম রানা রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় দেশের বাহিরে। সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

টানা তিনটি কর্মসূচিতে অনুপস্থিত থাকলে অব্যাহতি: যুবদল সভাপতি খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নেতাদের নিয়ে প্রথম সাংগঠনিক সভায় সংগঠনটির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার কমিটিতে পদ পদবী পাওয়া যুবদল নেতাদের পদ পদবী ব্যবহারে সতর্ক করেছেন। পদ পদবী নিয়ে যারা রাজপথে থাকবেন না তাদের বাদ দেয়া হবে বলেও তিনি কঠোর ভাষায় বলেছেন। যারা টানা তিনটি কর্মসূচিতে থাকবেন না তাদেরকে অব্যাহতি দেয়া হবে বলেও হুশিয়ারী দেন তিনি। তিনি বলেছেন, পদ পদবী দেয়া হয়েছে কাজের জন্য,ব্যবহারের জন্য নয়।’ বিষয়টি নেতাকর্মীদের স্মরণে রাখারও তাগিদ দেন যুবদলের এই নেতা।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছে রাজপথের পরীক্ষীত নেতাকর্মীদের দিয়ে। যারা পদ পেয়েছেন তাদের পদ পদবী শুধুমাত্র ব্যবহারের জন্য দেওয়া হয়নি। দেওয়া হয়েছে রাজপথে কাজের জন্য। যারা কাজ করতে পারবেন তারাই থাকেবেন, আর পদ পদবী পাওয়ার পরে ব্যবহার করার চেষ্টা করবেন তাদের বাদ দিয়ে দেয়া হবে। যারা পরপর তিনটি কর্মসূচিতে অনুপুস্থিত থাকবেন তাদেরকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হবে।’

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে আয়োজিত ১ম সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৭ এপ্রিল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর মজলুম মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

যুবদল সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আরো বলেন, নারায়ণগঞ্জে বিএনপির সবচেয়ে সক্রিয় সংগঠন হলো নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মহানগর যুবদলের নেতাকর্মীরা যে পরিমান মামলা হামলার শিকার হয়েছেন অন্য কোন সংগঠনের বেলায় এতটা হয়নি। রাজপথে সক্রিয় থাকার কারনেই আমাদের বিরুদ্ধে নানা ধরলর অপপ্রচার হচ্ছে। যারা কাজ করে বেশী তাদের বিরুদ্ধে সমালোচনাও হয় বেশী। কিন্তু আমরা কোন সমালোচনার পরোয়া করিনা। আমাদের সামনে এখন একটাই মিশন আর তা হলো বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সেই লক্ষ্যে সমস্ত দ্বিধাদ্বন্ধ ঝেড়ে ফেলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আমাদের ঝাঁপিয়ে পরতে হবে। কারন বেগম জিয়ার মুক্তি না হলে দেশে গণতন্ত্র আসবেনা।

তিনি আরো বলেন, বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কমিটি গঠনের বেলায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কারন এখানে সবাই যোগ্য। তাই যাদেরকে সঠিকভাবে মূল্যায়ণ করা হয়নি আপনারা ভাবছেন- তাদের কাছে আমি আর আমার সংগঠনের সেক্রেটারী ক্ষমাপ্রার্থী এবং তাদেরকে পরবর্তীতে যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ মনে কোন ক্ষোভ রাখবেন না। খুব শীঘ্রই থানা ও ওয়ার্ড কমিটিগুলোও সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।

সোনারগাঁয়ে বাইতুল শিফা ফার্মেসীর উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়গঞ্জের সেনারগাঁয় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাইতুল শিফা ফার্র্মেসী নামে একটি ফার্মেসী ও ডক্টর চেম্বার উদ্বোধন করা হয়েছে।

৭ এপ্রিল রবিবার সকালে কাশেম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক নুরুজ্জামান, ডাঃ মোঃ তোফাজ্জাল হোসেন (রিজভী) নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ আমিরুল ইসলাম (সজিব) মেডিসিন, ডায়াবেটিকস, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ, ডাঃ নূর ইয়ানা মিতু, প্রসুতি ও গাইনী রোগে অভিজ্ঞ।

এসময় আরো উপস্থিত ছিলেন- চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন, সাংবাদিক আনিছুর রহমান ও মনির হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জে নাট্যকর্মী জোটের কমিটি গঠন, টেলি সামাদের মৃত্যুতে শোক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে সম্মিলিত নাট্যকর্মী জোটের কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার এক জরুরী সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সভায় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদের মৃত্যতে শোক প্রকাশ জানানো হয়।

জানাগেছে, ৬ এপ্রিল শনিবার রাত ৮টায় নারায়ণগঞ্জ শহরের গুলশান সেনিমা হল ভবনে কার্যালয়ে সম্মিলিত নাট্যকমী জোট নারায়ণগঞ্জের এই জরুরী সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের বিশিষ্ট নাট্যজন বাহাউদ্দিন বুলুর সভাপতিত্বে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের আহ্বায়ক কমিটির জরুরী সভাটি হয়।

জরুরী সভার শুরুতেই বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক অভিনেতা আব্দুস সামাদ ওরফে টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে চলতি আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জোটের সাধারণ নির্বাচন, সম্মেলনসহ সাংগঠনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত নির্বাহী পরিষদের কর্মকর্তা-সদস্যরা হলেন- সভাপতি বাহাউদ্দিন বুলু, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ হানিফ, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক মীর আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবায়েদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমআর. হায়দার রানা, অর্থ সম্পাদক শফিউল আলম রেজা, সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ এজাজ খান, কার্যনির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলাম, সামছুর রহমান ফালান, শেখ আলমাছ আলী, কাজী বদরুল ইসলাম খোকন, মোঃ কবির প্রধান, ডাঃ আবুল বাশার ও রোকেয়া বেগম কেয়া।

সভায় উপস্থিত সকল নাট্যকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যত দ্রুত সম্ভব সাংগঠনিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের মাধ্যমে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জকে পরিচালনা করার লক্ষ্যে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের উদ্যোগ নেয়া হবে। উক্ত সাধারণ নির্বাচনে জোটের অন্তর্ভূক্ত সকল সদস্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সদস্যদের মতামতের প্রেক্ষিতে একাধিক প্যানেল করেও নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। এজন্য জোটের সকল সদস্যদের কোন প্রকার বিভ্রান্ত না হয়ে নবনির্বাচিত কমিটিকে সার্বিক সহযোগীতা করার আহ্বান জানান।

বন্দরের ৫টি ইউনিয়ন নিয়ে জেলা ও মহানগর যুবদলের টানাটানি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন এলাকা নিয়ে আবারো জেলা ও মহানগর যুবদলের নেতাদের মাঝে টানাটানি শুরু হয়েছে। জেলা ও মহানগর যুবদলের উভয়ে দাবি করছেন ওই ৫টি ইউনিয়ন তাদের আওতাধীন। ইতিমধ্যে ৫টি ইউনিয়ন নিয়ে বন্দর উপজেলা যুবদলের কমিটিও ঘোষণা করেছে মহানগর যুবদল। যে কমিটি গঠনের ১২ ঘন্টার মধ্যে স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। এর আগে ওই ৫টি ইউনিয়ন এলাকা জেলা ও মহানগর যুবদলের দাবি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে মহানগর যুবদলের সঙ্গে জেলা যুবদল পেড়ে ওঠতে পারেনি। যার নিয়ন্ত্রন নিয়ে নেয় মহানগর যুবদল। তবে এবারও নবগঠিত জেলা ও মহানগর নেতারা ওই এলাকা নিজেদের দাবি করছেন।

এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাহিরে বন্দরের ৫টি ইউনিয়ন এলাকা নিয়ে মহানগর যুবদলের ঘোষণা করা বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের ১২ ঘন্টার মধ্যে তা স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। ৬ এপ্রিল শনিবার বন্দরে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তু। কমিটি গঠনের ১২ ঘন্টার মধ্যেই এই কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলের কমিটি।

আরও জানাগেছে, ২০১২ সালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে বন্দরের ৫টি ইউনিয়ন তৎকালীন জেলা যুবদল দাবি করে আসছিল। ওই সময় কেন্দ্রীয় যুবদলের নেতারা ৫টি ইউনিয়ন জেলার আওতাধীন থাকবে বলে একটি চিঠিও দিয়েছিলেন। কিন্তু জেলা যুবদলের তৎকালীন সভাপতি ও সেক্রেটারি বিরোধ থেকে সরে দাড়িয়ে ৫টি ইউনিয়ন পরিচালনার জন্য মহানগর কমিটিকে সুযোগ করে দেয়। যার ফলে সেখানে বন্দর উপজেলা যুবদলের কমিটি গঠন করেছিল মহানগর যুবদল। সেই সঙ্গে সিটি কর্পোরেশনের ভিতরের এলাকা নিয়ে বন্দর থানা যুবদলের কমিটিও গঠন করে মহানগর যুবদল।

এর আগে জেলা যুবদলের আওতাধীন দাবি করে বন্দর উপজেলা যুবদলের ব্যানার নিয়ে ঢাকায় এক কর্মসূচিতে যোগদান করতে গেলে কমলাপুরে মহানগর যুবদলের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হয়েছিলেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দীন শিশির। জেলা যুবদল সেখানে কমিটি গঠন করলে মহিউদ্দীন শিশিরকেই সভাপতি হিসেবে দেখা যেতে পারে বলে অনেকেই জানিয়েছেন।

শিশিরকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বন্দরে তৎকালীন জেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে জুতা ঝাড়ু মিছিল করেছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনু ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরন। তারা তৈমূর আলম ও খোরশেদের কুশপুত্তলিকাদাহ করেছিলেন।

পরবর্তীতে তৎকালীন জেলা যুবদলের সভাপতি ও সেক্রেটারি বিরোধ এড়াতে মহানগর যুবদলের উপর ছেড়ে দেয় ওই ৫টি ইউনিয়ন। কিন্তু বর্তমান জেলা যুবদল সেই ৫টি ইউনিয়ন নিজেদের দাবি করায় আবারো মহানগর ও জেলা যুবদলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই এলাকা থেকে জেলা ও মহানগর যুবদলের দুটি কমিটিতেই নেতাদের পদে রাখা হয়েছে।

কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের দপ্তর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান দুলাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’কে বলেন, বন্দর উপজেলা যুবদলের কমিটি আপাতত স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সেক্রেটারির নির্দেশ এই কমিটির কার্যক্রম স্থগিত রাখা। এ বিষয়ে নারায়ণগঞ্জের যুবদলের নেতাদের জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, এখন কাগজের মাধ্যমে এভাবে কমিটি হবেনা। সকল কমিটি এখন সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।’

বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন জেলা নাকি মহানগর কমিটির আওতাধীন থাকবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত জানাবো। আপাতত আমরা এ বিষয়ে কিছু বলছিনা। মহানগর যুবদল বন্দরে যে কমিটি গঠন করেছে সেটা আমরা স্থগিত করেছি।’

এদিকে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু দাবি করেছেন- বন্দরে সিটি কর্পোরেশনের বাহিরের ৫টি ইউনিয়ন জেলা যুবদলের আওতাধীন হিসেবেই রাখা হয়েছে। ওই ৫টি ইউনিয়ন থেকে অনেক নেতাদের জেলা যুবদলে রেখেই জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সেক্রেটারি।

তবে এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, কেন্দ্রীয়ভাবে আমাদের জানানো হয়েছে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করতে। আমরা আলোচনার মাধ্যমেই গঠন করব। আর সীমানা নিয়ে কোন জটিলতা নাই। ৫টি ইউনিয়ন মহানগর যুবদলের আওতাধীন থাকবে।’

৬ এপ্রিল শনিবার নজরুল ইসলামকে আহ্বায়ক ও শাহাদুল্লাহ মুকুলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তু ১৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। বন্দর উপজেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৯০ দিনের জন্য এই ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে পারভেজ খান ও সদস্য হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম মনু, মোঃ রুবেল মিয়া, বাবুল হোসেন মেম্বার, আবদুস সাত্তার, মোঃ মামুন ভূইয়া, মোঃ জাহিদ খন্দকার, আল-মামুন প্রধান, মোঃ নুর হোসেন, গোলজার হোসেন ভূইয়া, মোঃ আসাবুদ্দিন, মোঃ শিপন মাহমুদ, মোঃ বর জাহান, সেলিম খন্দকার, কামরুল ইসলাম, জাহিরুল খন্দকার জনি, সম্রাট হাসান সুজন।

সর্বশেষ সংবাদ