সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দিনকাল নারায়ণঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গণি প্রমুখ।

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামজিক ও উপজেলা প্রশাসনের কর্তকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন্দর ধামগড়ে সেলিম ওসমানের ভোট প্রার্থনা

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী সভা ও বিজয় দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার বিকেলে ধামগড় মনারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ মোতালিব মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন ধামগড় ৯নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- ধামগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও জাপা নেতা মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত মহাজোট প্রার্থী সেলিম ওসমান দলমত নির্বিশেষে সবার উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন। এমপি সেলিম ওসমান সবার, কারন সেলিম ওসমানকে কোন দলের নেতা তার বিরুদ্ধে মত বিরোধ করবে না।

প্রধান অতিথি আরও বলেন, সেলিম ওসমান সদর বন্দরের একাধিক স্কুল কলেজ ও উন্নয়ন কাজে অবদান রেখেছেন। তিনি স্কুল কলেজের সংস্কার কাজ করে শিক্ষার্থীদের পড়াশোনা সুযোগ করে দিয়েছেন এমন কি হাসপাতালগুলোকে দুর্নীতিমুক্ত করে উন্নত চিকিৎসায় ভুমিকা রেখেছেন। এমনকি সরকারী বরাদ্ধের আগেই নিজের অর্থায়নে সকল স্কুল কলেজ নির্মাণ করেছেন। তাই তিনি জনতার এমপি, উন্নয়নের এমপি সেলিম ওসমানকে পূণরায় নির্বাচিত করার জন্য ৩০ তারিখ ভোটের মাধ্যমে সেলিম ওসমানের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য ধামগড়ের সবাইকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেছি।

শেখ হাসিনার সরকার আবারো দরকার: আনোয়ার হোসেন

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন দেশে রূপান্তর হয়েছিল। সেই ধারাবাহিকতায় তার কণ্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছেন। আগামী দিনেও আওয়ামীলীগের সরকার প্রয়োজন রয়েছে। সেই জন্য ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রার্থীদের জয়ী করাতে হবে। আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানে দেশের উন্নয়ন সরকার দরকার। তাহলে জেলা পরিষদের অনেক প্রকল্প বাস্তবায়ন করাতে পারবো। জেলা পরিষদকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করে, মানুষের সেবা করার জন্য প্রধানমন্ত্রীর অবদান রয়েছে।

১৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আনোয়ার হোসেন এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- প্যানেল চেয়ারম্যান-১ সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-৩ অ্যাডভোকেট মাহমুদা মালা, সদস্য মজিবুর রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ ও জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানী প্রমুখ।

বন্দরবাসীকে যেসব স্বপ্ন দেখালেন এমপি সেলিম ওসমান

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, বন্দরের মানুষ কোন দল করেনা। তারা একসাথে জোটবদ্ধ হয়ে উন্নয়ন করতে চায়। আমি আর নেতৃবৃন্দদের দিয়ে উন্নয়ন কাজ করাবো না। এখন থেকে প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমি আমার জনগণের সাথে কথা বলব, আলোচনা করব তারপর কোন কাজে হাত দিবো। আশা করি নির্বাচনের পর কোন প্রাইমারি স্কুলে টিনের চাল থাকবেনা। প্রত্যেক স্কুলকেই ৪তলা বিশিষ্ট ভবন করা হবে।

১৭ ডিসেম্বর সোমবার বিকেলে বন্দরের কদমরসূল এলাকায় নারায়ণগঞ্জ শ্রমিকলীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কান্ডারী। আপনাদের কারো জানা বাকি নেই যে শান্তিরচরে প্রায় ১৫’শ একর জমি নিয়ে নীটপল্লী হচ্ছে। এতে ২০লক্ষ লোকের কর্মসংস্থান হবে। দলমত নির্বিশেষ কাজ করার জন্যই প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে পারি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ। মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না।

এতে আরো উপস্থিত ছিলেন- জেলা জাতীয়পার্টির আহ্বায়ক আবুল জাহের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ ও মঞ্জুর হাসান মঞ্জু প্রমুখ।

বন্দরে বিজয় দিবসে প্রবীণদের প্রীতি ক্রিকেট ম্যাচ

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে এনায়েতনগর যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার দুপুরে বন্দরের সোনাকান্দা এনায়েতনগরের হাজী হান্নান রোড এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজিত খেলায় জাহাঙ্গীরের লাল দলকে হারিয়ে জয় পান হান্নানের নেতৃত্বাধীন সবুজ দল। এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সমাজ সেবক কামরুল ইসলাম, মোঃ সাগর, মো রাশেদ মো বাবুল, শহিদউজ্জামান, জোবায়ের মনু, নজরুল ইসলাম, মোঃ জালাল, আবুল মিয়া, মাসুদ, ফাইভ স্টার সানু, নুরু মিয়া, শাহিন মৃধা, শাহজাহান, মোঃ হানিফ ও ফরহাদ প্রমুখ।

যুবদল নেতার বাবার মৃত্যুতে তৈমূরের শোক

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা, আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক রাসেল আহাম্মদ মনিরের বাবা আবু বকর সিদ্দিক ১৭ ডিসেম্বর সোমবার ৬৬ বৎসর বয়সে ভোরে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে দেওভোগ নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।

এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-এ ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তৈমূর আলম খন্দকার বলেন, মরহুম আবু বকর সিদ্দিক একজন নীতিবান মানুষ যার পরিবার জাতীয়তাবাদী শক্তির আজীবন সমর্থক। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতঃ ধৈর্য্য ধারণ করার শক্তি দেয়ার জন্য আল্লাহপাকের দরবারে প্রার্থনা করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

বন্দরে পুরস্কার ঘোষিত মাদক বিক্রতা সহ গ্রেপ্তার ৮

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে পুরষ্কার ঘোষিত মাদক বিক্রেতা সহ ৮ মাদক বিক্রেতাকে আটক করেছে পুুলিশ। ১৬ ডিসেম্বর রবিবার রাতে বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২’শ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাহাউদ্দিন মিয়ার ছেলে ইসলাম, শান্তিনগর এলাকার সালু সরদারের ছেলে দুলাল ওরফে ডিস দুলাল, ছোনখোলা এলাকার দ্বীণ মোহাম্মদের ছেলে তৌকির আহমেদ, হাজরাদী চানপুর এলাকার আফতাব উদ্দিনের ছেলে সেকান্দার হোসেন, একই এলাকার জব্বর সওদাগরের ছেলে শাহআলম, গারমোড়া এলাকার মাজহার হোসেনের ছেলে রুবেল, একই এলাকার ফারুক মিয়ার ছেলে সজিব ও সামাদ মিয়ার ছেলে রাজিব।

থানা পুুলিশ জানিয়েছে- রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে বন্দর থানার এসআই সাইয়েদুলের নেতৃত্বে কুশিয়ারা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইসলামের কাছ থেকে ১৫পিছ, এসআই শাখাওয়াতের নেতৃত্বে শান্তিনগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী ডিস দুলালের কাছ থেকে ৩৫পিছ, মদনগঞ্জ ফাঁড়ীর এসআই মিরাজের নেতৃত্বে ছোনখোলা এলাকা থেকে তৌকিরের কাছ থেকে ১৫পিছ, এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক ব্যবসায়ী সেকান্দার ও শাহআলমের কাছ থেকে ৯০পিছ ও মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ তরিকুল আলম জুয়েলের নেতৃত্বে গারমোড়া এলাকার পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী রুবেল, সহযোগী মাদক ব্যবসায়ী রাজিব ও সজিবের কাছ থেকে ৯০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করব: মুফতি মনির হোসাইন কাসেমী

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিদিনই নিজ নিজ উদ্যোগে গণসংযোগ করছে আমার পক্ষে। আমি তাদের এমন উৎসাহ দেখে সত্যিই আনন্দিত। নিজেকে ধণ্য মনে হচ্ছে। ধানের শীষের কোটি কোটি পাগলপ্রাণ সমর্থক আছে। বর্তমানে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছে। এ ভয় ঝেড়ে ফেলে দিয়ে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের পক্ষে রায় দেবে সাধারণ মানুষ। সাধারণ ভোটাররা যদি নিজ ইচ্ছায় ভোট দিতে পারেন, তাহলে স্বৈরাচারী এ সরকারের পতন ঘটে যাবে এবং বর্তমানে যারা ক্ষমতার মসনদে আছেন তারা যে কোথায় যাবেন তা কেউ বলতে পারবে না। পালাবার পথও খুঁজে পাবেনা তারা। আমরা বলবোও না তাদের পালাতে। আমরা চাই শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান।

১৭ ডিসেম্বর সোমবার সকালে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলার কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা কোন হিংসাত্মক রাজনীতি চাইনা। কোন ধরনের উস্কানীমূলক কথাও বলবো না। আমাদের লক্ষ্য একটাই আমার আপনার মা, দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। বর্তমান জালিম সরকার একটা মিথ্যা জালিয়াতি মামলায় শাস্তি প্রদান করে স্যাঁতস্যাঁতে একটা রুমে বদ্ধ করে রেখেছে। এ ধরনের হিংসাত্মক রাজনীতি নিয়ে প্রতিবাদ জানানোর ভাষাও আমার নেই। আমরা ৩০ তারিখ ভোট বিপ্লব করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাহআল্লাহ।

তিনি আরও বলেন, যেভাবে মানুষজন ছুঁটে আসছে আমাদের সাথে। স্বপ্রণোদিত হয়ে। আজ আমার গণসংযোগে হাজার হাজার সমর্থক চলে এসেছে। আমি আশাবাদী জয়ের মালা আমরাই পড়বো। ধানের শীষের বিজয় কেউ ঠেঁকিয়ে রাখতে পারবেনা। নেতাকর্মীরা আজ সবাই ঐক্যবদ্ধ। তৃনমূলে কোন বিভেদ নেই। সবাই মাঠে নেমে পড়েছে।

গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের বিজয় দিবস উদযাপন

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

“মহান বিজয় দিবস-২০১৮” উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুরের ‘গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ’ এর আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ ডিসেম্বর রবিবার সকাল পৌনে ৭টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৭টা ১মিনিটে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেলা হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। দুপুর ১টায় কাশীপুর সাইকেল রাইডার্জ মনোমুগ্ধকর সাইকেল স্ট্যান্ট প্রদর্শন করেন।

এছাড়াও বিকাল পৌনে ৪টায় অনুষ্ঠিত হয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, জাতীয় খেলা হা-ডু-ডু (কাবাডি)। বিকেলে পৌনে ৫টায় সংক্ষিপ্ত আলোচনা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা এম. সাইফউল্লাহ বাদলের সার্বিক সহযোগিতায় ও সংগঠনের উন্নয়ন কমিটির আহ্বায়ক আমির উল্লাহ রতনের তত্ত্বাবধানে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির মোস্তাক আহামদ, মোহাম্মদ হোসেন, দেলোয়ার হোসেন দিলা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক ফজল, কবির প্রধান, এম এ আউয়াল ও সাবেক সভাপতি আনিসুর রহমান শ্যামল।

এছাড়াও কার্যকরী পরিষদের হারুন অর রশিদ, শহীদ উল্লাহ পটু, আবদুল আলিম রিপন, সরদার আজিজুল হক, মাজহারুল ইসলাম উজ্জ্বল, হারুন ঢালী, হাসানুজ্জামান বাচ্চু, সাইফুদ্দিন আহম্মেদ, জিসান হায়দার উজ্জ্বল, মিজান জমিদার, সাখাওয়াত ডাবলু, আল-আমিন, আসলাম সাতারু, আসাদ শেখ, রমজান হোসেন মন্টু, পারভেজ হোসেন, কাজী সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ বিজয় দিবস উপলক্ষে সকালে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে বিজয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সোনারগাঁ উপজেলা শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁ উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ প্রেস ক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ।

বিজয় দিবস উপলক্ষে রবিবার সকালে বিজয়স্তম্বে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনূর ইসলাম, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার ও সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথকভাবে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশেনের উদ্যোগে ফাউন্ডেশনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পস্তবক অর্পন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পৌষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ