সোনারগাঁয়ে ইকোনোমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা ইকোনোমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং কুমিল্লা ইকোনমিক জোনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইকোনমিক জোনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। তিনি বলেন, এ শিল্পকারখানা চালু হলে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এক বিলিয়ন মার্কিন বিনিয়োগে নূন্যতম ২০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নবনির্বাচিত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ও সোনারগাঁ থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ।

শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে একে পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে বাংলাদেশ।’

৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।’
রূপগঞ্জের উন্নয়নে বিশেষ নজর রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এসব অর্থনৈতিক অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। দেশে বেকারত্ব দূর হবে। স্থানীয় লোকজনসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। এলাকার উন্নয়ন হবে।’

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘সিটি অর্থনৈতিক অঞ্চলটি হলে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে ৩ হাজার লোকের। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। তিন বছরের মধ্যেই সেখানে সিটি ইকোনমিক জোন তৈরি হবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সিটি অর্থনৈতিক অঞ্চলের মূল লক্ষ্য ২০২৩ সালের মধ্যে ইকোনমিক জোনে শতভাগ শিল্প স্থাপন, ২০ হাজার লোকের কর্মসংস্থান ও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে ও ভোক্তাদের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে যুগান্তকারী অবদান রাখবে সিটি ইকোনমিক জোন-যা দেশী-বিদেশী বিনিয়োগের সমন্বয়ে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা ও তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।

সিদ্ধিরগঞ্জে বীমা কোম্পানীতে চাকুরীর প্রলোভনে প্রতারণা, র‌্যাবের হাতে ৪ প্রতারক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীমা কোম্পানীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। ওই প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ৩ এপ্রিল বুধবার বিকেলে র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়- ০২ এপ্রিল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড় এলাকায় হাজী রজব আলী সুপার মার্কেটে অভিযান চালিয়ে ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে গেস্খপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মনিরুজ্জামান ভূঁইয়া, পিতা-ছমির উদ্দিন ভূঁইয়া, লিয়াকত হোসেন খান, পিতা-মৃত আব্দুর রশিদ খান, মোঃ মাজিদুল ইসলাম, পিতা-মৃত আব্দুল হালিম মোল্লা এবং মোঃ আফছার উদ্দিন সেলিম, পিতা-মৃত তারা মিয়া।

র‌্যাব জানায়-গত প্রায় একবছর যাবৎ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নামের আড়ালে এই প্রতারক চক্র ইন্সুরেন্স কোম্পানীতে বিভিন্ন পদে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে শতশত যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের ফুল টাইম-পার্ট টাইম চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিশাল অংকের টাকা আত্মসাৎ করে আসছে। এই প্রতারক চক্রটি ভূয়া বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফি হিসেবে প্রত্যেকের কাছ থেকে ৫২০ টাকা করে টাকা নিত। পরে চাকুরীর নিশ্চয়তা ও বেতনের প্রলোভন দেখিয়ে ১০ থেকে ২০ হাজার টাকা নিয়ে ইন্সুরেন্স কোম্পানীতে পলিসি খুলতে বাধ্য করত। ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে ১৮ হাজার ৫’শ টাকা হতে ৫০, হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে ইন্সুরেন্স খুলতে প্রলুব্দ করতো। চাকুরী পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয় ভীতি, হুমকি এমনকি মারধরও করত।

র‌্যাব আরও জানায়, বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল চিটাগাংরোড এলাকায় হাজী রজব আলী সুপার মার্কেটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোঃ মনিরুজ্জামান সহ লিয়াকত হোসেন রনি, মাজিদুল ইসলাম ও আফসার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ভূয়া চাকুরীর বিজ্ঞাপন, ভূক্তভোগীদের নিকট হতে অর্থ আদায়ের রশিদ, চাকুরী প্রার্থীদের নিবন্ধন ফরম ও মোবাইল প্রভৃতি জব্দ করা হয়। প্রতারক চার বাকী সদস্যদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

সিদ্ধিরগঞ্জে ভূয়া ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড, হাসপাতাল বন্ধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ভূয়া ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। র‌্যাব-১১ এর এশটি টিম একটি হাসপাতালে অভিযান চালিয়ে ওই ভূয়া ডাক্তারকে আটক করে। ৩ এপ্রিল বুধবার বিকেলে র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়- ২ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ‘ফ্যামিলী ল্যাব হসপিটালে’ রোগী দেখার সময় ভূয়া ডাক্তার মোঃ নুরুল ইসলাম শেখ নামের একজনকে গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মোঃ নুরুল ইসলাম শেখ দীর্ঘ ২ বছর যাবৎ নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছে ও তার নামের পাশে ডাক্তারী ডিগ্রি হিসেবে, নিজেকে ডাঃ মোঃ নুরুল ইসলাম শেখ এমবিবিএস, সনোলজিষ্ট হিসেবে প্রেসক্রিপশন ফরমে উল্লেখ করেছে।

র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার সনদ দেখতে চাইলে সে কোন সনদ দেখাতে পারেনি। প্রকৃত পক্ষে চিকিৎসা বিষয়ে তার কোন প্রশিক্ষণ বা অন্য কোন দক্ষতা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও সে পরস্পর যোগসাজসে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখে, তাদেরকে বিভিন্ন প্রকার টেষ্ট দিয়ে রোগীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। এভাবে রোগীদের সাথে দীর্ঘ ২ বছর ধরে প্রতারণা করে আসছে।

অনুসন্ধানে আরো জানা যায়, এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলাল হোসেন স্থানীয় সরেজমিন পত্রিকার একজন সম্পাদকও বটে তিনি দীর্ঘদিন ধরে ভূয়া ডাক্তার দিয়ে অনুমোদনবিহীন ভাবে হাসপাতাল পরিচালনা করে চিকিৎসা সেবার নামে মানুষদের সাথে প্রতারণা করে আসছে।

র‌্যাব আরও জানায়- এই ভূয়া ডাক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ফ্যামিলী ল্যাব হসপিটালকে বন্ধ করে দেয়া হয়।

বন্দরের নবীগঞ্জে ২দিন ব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি (রাঃ) এর ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকাবাসী আয়োজিত ২দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক রবিবার অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ অলিম্পিয়া ঘাটলা প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক ওরশ মোবারকে নুরানী বয়ান করেন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আওলাদে রাসুল ইমামে আহলে সুন্নত সৈয়দ মুহাম্মদ জাহেদ শাহ মোজাদ্দেদী আল আবেদী(হাজীগঞ্জ চাঁদপুর)।

অন্যান্যদের মধ্যে ধর্মীয় বিষয়ের উপর আলোকপাত করেন হযরত মাওলানা মুফতি গাজী মোঃ সিরাজুল ইসলাম কুদরতী, হযরত হাফেজ মাওলানা শহীদুল্লাহ আল আবেদী, আশেকে রাসুল হযরত মাওলানা রবিউল আউয়াল আল কাদেরি, হাফেজ মোঃ কাশেম আল আবেদী ও আশেকে রাসুল মাওলানা মাসুদ আলম আল আবেদী।

ওরশ পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন- মোঃ রাসেল মাহমুদ, মোঃ মোফাজ্জল হোসেন মোফা, মোঃ সেলিম সওদাগর, মো আশা, মোঃ জুয়েল খান, মোঃ আমির হোসেন, মোঃ শাহাদাত হোসেন লাভলু, শিপন আহমেদ, হাজী মোঃ কবির হোসেন, মোঃ শামীম, মোঃ সেলিম হোসেন খোকা প্রমুখ। পরিশেষে কাওয়ালী গানের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি হয়।

এজাহারে কেন টিটুর নাম, জ্বিন পরী ছাড়া মানুষ ব্যাখ্যা করে খুজে পাবেনা: মোহসীন মিয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরী এন্ডারসনে পুলিশের অভিযান ও মামলায় এমপি শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর নাম জড়ানোর বিষয়ে বিস্ময় প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেছেন, গত দুইদিন আগের মেরী এন্ডারসনের ঘটনাটা সবাই জানি। আমরা আজকে পুলিশের সেই এজাহারটা দেখেছি। সেখানে দেখলাম আমাদের তানভীর আহমেদ টিটু ভাইয়ের নাম ওঠেছে। আমি যতটুকু জানি টিটু ভাই কোনদিন সিগারেট হাতে নিয়েছেন। কোনদিন দেখিনি। আমার দেখা উনার মত একজন ভদ্রলোক নারায়ণগঞ্জে খুবই কম। কিন্তু এজাহারে উনার নামটা কি জন্য করা হলো সেটা জি¦ন পরী ছাড়া মানুষ ব্যাখ্যা করে খুজে পাবেনা।

তিনি আরও বলেন, একটা জায়গায় উনারা (পুলিশ) অন্যায়ভাবে অভিযান চালিয়েছেন সেটা আমি বলব না। সেখানে টিটু ভাইয়ের নামটা উনার কিভাবে আনলো আমরা সারাদিন এজাহার পড়েও খুজে পেলাম না। আসলে এটার কোন ব্যাখ্যাও নাই। এটার ব্যাখ্যা হলো একজন ভাল মানুষকে অযথা বেআইনীভাবে অন্যায়ভাবে কুৎসা রটানো। ঠিক সেভাবেই আমাদের কাউন্সিলর নাজমুল আলম সজল ভাইয়ের মত অসম্ভব ভাল আমি দেখিনা। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বেশকবার হোসিয়ারী সমিতিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শিশু সাকি যখন নিখোঁজ হয় তখন নিশ্চয় একটি এফআইআর থানায় করেছে শিশুর পরিবার। কিন্তু এক বছর কিংবা দুই বছর পর নতুন কোন কাহিনী সৃষ্টি করে তাহলে তো হবে না। তাহলে বুঝতে হবে একজন ভাল মানুষকে হেয় করার জন্য ক্ষতিগ্রস্থ করার জন্য এই কাজটা করছেন।

তিনি আরও বলেন, আমাদের ধর্মেও আছে শুধু শুধু কারো বিরুদ্ধে অপপ্রচার কিংবা নিন্দা চালানো ঠিক না। এটা ধর্মেও নিষেধ। আমরা মনে করি সাংবাদিক সমাজের আয়না। আপনারা লিখেন আমরা সেটা পড়ে নিজেদের ভাল পথে পরিচালনা করি। ভালভাবে চলার জন্য। আপনাদের প্রতি অনুরোধ যখন আপনারা লিখবেন আপনাদের লেখনীর মধ্যে যেন সত্যি কথা লেখা থাকে। এ রকম করেই লেখবেন যাতে আপনাদের লেখায় কেউ ক্ষতিগ্রস্থ না হয়। আমরা আইনজীবী সমিতি নারায়ণগঞ্জকে শান্ত রাখতে যে কোন কর্মকান্ডে থাকবো।

এর আগে আইনজীবী সমিতির এই নেতা বলেন, নারায়ণগঞ্জে যা হচ্ছে তা বন্ধ হওয়া উচিত। একটা বিষয় খেয়াল রাখবেন অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে বা খারাপ মানুষের অপরাধের প্রতিবাদ করতে গিয়ে যদি একজন ভাল মানুষকে যদি অপরাধী করে ফেলি কিংবা বলে যে সে অপরাধী তাহলে এটা ধরনের নিন্দা। আপনারা সবাই একটি বিষয় খেয়াল করবেন জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ে জেলখানা থেকে লিখেছিলেন। ওই বইয়ে একটি শব্দ রয়েছে সেটা হলো পরশ্রীকাতর। বঙ্গবন্ধু ওই শব্দটা ভাগ করছেন নিজে নিজে। পর মানে হলো অন্যের। আর শ্রী মানে হলো ভাল, আর কাতর হলো অন্যের ভাল দেখে যে কষ্ট পায় অর্থাৎ কষ্ট পাওয়া। এবং এই শব্দটা শুধু বাংলাদেশের ডিকশনারীতেই রয়েছে পৃথিবীর অন্য কোথাও নাই। সুতরাং নারায়ণগঞ্জে যারা ভালভাবে ব্যবসায় চালাচ্ছেন এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভাল সেই সময় কিছু লোক কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার জন্য, নারায়ণগঞ্জ ভাল আছে এটা আসলে অনেকেই দেখতে পারছেন না। সেই কারনেই এ সমস্ত্র অপপ্রচার শুরু করেছে।

নারায়ণগঞ্জ ফতুল্লায় মেরী আন্ডারসন জাহাজের বারে পুলিশ অভিযান দিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারের গর্ভে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুকে মাদক বিক্রয়ে সহযোগীতার অভিযোগ আনা হয়। এদিকে শহরের দেওভোগ এলাকার শিশু সাদমান সাকি নিখোঁজের ঘটনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল আলম সজলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে পুলিশ সুপারকে লিখিত দিয়েছেন নিখোঁজ শিশুর বাবা।

এ দুটি ঘটনায় ৩ এপ্রিল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে ৯টি জাতীয় ও ৩৩টি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠন প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং আগামী রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয় ৪২টি ব্যবসায়ী সংগঠন। ওই প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালিদ হায়দার খান কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু, বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুক, নারায়ণগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দীন নান্নু, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কবির হোসাইন, পাট আড়ৎদার মালিক সমিতির সভাপতি ফয়েজ উদ্দীন লাভলু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সরোয়ার, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবু তাহের শামীম, বাংলাদেশ ফল মার্কেট সমিতির সভাপতি মাহাফুজুর রহমান খান, নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান খসরু ছাড়াও এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু ও শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তাদের বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে খালিদ হায়দার খান কাজল বলেন, আগামী রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সেখানে ৯টি জাতীয় ও ৩৩টি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত থাকবেন। সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হবে।

এদিকে ৩ এপ্রিল বুধবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুরিই করুক, আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

নারায়ণগঞ্জ শহরে সাজোয়া যান, এপিসি, জলকামান কেন রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আমরা সব সময়ই নিরাপত্তার স্বার্থে এমন প্রস্তুতি নিয়ে থাকি। শহরের কোথাও কোন জামেলা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। এগুলো রেগুলার থাকবে।

ফতুল্লায় মেরী এন্ডারসন, কালিরবাজারে জুয়ার আসনে অভিযানের বিষয়ে বলেন, এটা পরিস্কার আমাদের অভিযান চলবে। মেরী এহুারসনে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ৬৮জনকে গ্রেপ্তার করেছি। সদর থানা এলাকায় জুয়ার আসর উচ্ছেদ করেছি। ৪২ জনকে গ্রেপ্তার করেছি। সেখানে আবার আপনাদের মত একজন সাংবাদিক জুয়ার আসর পরিচালনায় জড়িত। আমরা তথ্য পেয়েছি। অনেকে স্বাক্ষীও দিয়েছে আমাদের কাছে। এই জুয়াটি একজন সাংবাদিক চালাতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছি।

এর আগে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে মহড়া দেন পুলিশ সুপার হারুন অর রশীদ। শহরের চাষাড়া প্রাণকেন্দ্রে শহীদ মিনারের পাশে সকাল থেকেই সাজোয়া যান, জলকামান ও পুলিশ আর্ম কার (এপিসি) দেখা যায়।

এখানে উল্লেখ্যযে, গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরী এন্ডারসন নামের একটি জাহাজের বারে অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বিপুল পরিমান বিয়ার ও মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ওই ৬৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের শ্যালক তানভীর মাহামুদ টিটুর বিরুদ্ধে মাদক বিক্রির সহযোগীতার অভিযোগ আনা হয় মামলার এজাহারে। তানভীর মাহামুদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের এলিট শ্রেণির ক্লাব খ্যাত নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটের সভাপতি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১ টায় ফতুল্লায় মেরী এহুারসন জাহাজের বারে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে ৬৮জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ৪২ বোতল বিদেশী মদ, ৭৫ বোতল দেশী কেরো মদ, বিভিন্ন প্রকারের এক হাজার ৯’শ ২০ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৯’শ ৩০ টাকা উদ্ধার করা হয়। ্এসব বিক্রির বৈধ কোন কাগজ মেরী এন্ডারসন বারের কর্র্তৃপক্ষ দেখাতে পারেনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্র নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(গ)/২৫ ধারায় মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলায় এজাহারে পুলিশ দাবি করেছে- মামলায় ২৬ নং আসামী থেকে ৬৮ নং আসামীরা মাদকদ্রব্য সেবনের কোন প্রকার পারমিট দেখাতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার ১নং আসামী থেকে ১৫ নং আসামী জানায় বারের মালিক সঞ্চয় রায় তানভীর আহমেদ টিটুর সহযোগীতায় নারায়ণগঞ্জ ক্লাব সহ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সংগ্রহ করে জাহাজে রেখে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছিল এবং উঠতি বয়সের যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করেছে।

এখানে আরও উল্লেখ্যযে, গত শুক্রবার নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের প্রধান ঘনিষ্ঠ কর্মী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজামের বিরুদ্ধে প্রশাসনকে নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি জিডি দায়ের করেন থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের। তারপর দিন শনিবারই দেশ ছেড়ে ভারতে চলে যান শাহনিজাম। সোমবার ওই ওসি মঞ্জুর কাদেরকে ঢাকায় এসবিতে বদলী করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জে পুলিশ সুপারের বরাবর শিশু সাকিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে কাউন্সিলর নাজমুল আলম সজল সহ বেশকজনের বিরুদ্ধে লিখিত দিয়েছে শিশু সাকির বাবা এপন। এদিকে ওমরাহ পালনে মঙ্গলবার সৌদি আরব গিয়েছেন নাজমুল আলম সজল।

এর আগে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় শামীম ওসমানের অনুগামী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর মহানগর শ্রমিকলীগের সেক্রেটারী কামরুল হাসান মুন্না সহ ২২জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

ইতিমধ্যে মামলা হয়েছে শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের শ্যালক বিকির বিরুদ্ধেও। ফতুল্লার কুতুবপুরের সন্ত্রাসী মীর হোসেন মিরুর বিরুদ্ধেও মামলা হয়েছে। নারায়ণগঞ্জে বর্তমান পুলিশ সুপার হারুন অর রশীদ যোগদানের পর জেলায় প্রায় ৭ শতাধিক মাদক বিক্রেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যূদের বিরুদ্ধে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সুপার।

একজন সাংবাদিক জুয়ার আসর চালাতো, আইনগত ব্যবস্থা নিচ্ছি: এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

৩ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ শহরে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মহড়া দিয়েছেন। এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জল কামান, সাজোয়া যান ও আর্ম পুলিশ কার (এপিসি) রাখা হয়। বিকেলে মহড়া শেষে সন্ধায় পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফ্রি এ ফতুল্লায় মেরী এন্ডারসন, কালিরবাজারে জুয়ার আসনে অভিযানের বিষয়ে এসপি হারুন অর রশীদ বলেন, এটা পরিস্কার আমাদের অভিযান চলবে। মেরী এন্ডারসনে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ৬৮জনকে গ্রেপ্তার করেছি। সদর থানা এলাকায় জুয়ার আসর উচ্ছেদ করেছি। ৪২ জনকে গ্রেপ্তার করেছি। সেখানে আবার আপনাদের মত একজন সাংবাদিক জুয়ার আসর পরিচালনায় জড়িত। আমরা তথ্য পেয়েছি। অনেকে স্বাক্ষীও দিয়েছে আমাদের কাছে। এই জুয়াটি একজন সাংবাদিক চালাতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুরিই করুক, আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

৩ এপ্রিল বুধবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন এসপি হারুন অর রশীদ।

তিনি বলেন, আমাদের নির্বাচন শেষ হয়েছে ৩১ মার্চ। আমাদের একজন পুলিশ সদস্য ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন। আজকে আমরা তার লাশ উদ্ধার করেছি। তাই আজকে আমাদের ডিআইজি স্যার আসছিলেন। আমরা তার জানাযা শেষ করে আসলাম। মর্মান্তিক বিষয়।

এসপি বলেন, যেহেতু আমাদের জাতীয় নির্বাচনও শেষ। উপজেলা পরিষদ নির্বাচনও শেষ। তাই আমরা আজকে সকল অফিসারদের নিয়ে নারায়ণগঞ্জ শহরের মুল কেন্দ্র বিন্দু বাসস্টান্ড, বঙ্গবন্ধু সড়ক পর্যবেক্ষণ করেছি। উদ্দেশ্য হলো নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, সাধারণ মানুষের নিরাপত্তা দেখা, রাস্তার ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখা। আমরা দেখেছি মোটামুটি ভাল। আশা করি বঙ্গবন্ধু সড়ক ফুটপাত মুক্ত থাকলে নারায়ণগঞ্জবাসী দুর্ভোগে পড়বে না। যানজট হবে না। এটাই ছিল আমাদের মুল উদ্দেশ্য।
নারায়ণগঞ্জ শহরে সাজোয়া যান, এপিসি, জলকামান কেন রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আমরা সব সময়ই নিরাপত্তার স্বার্থে এমন প্রস্তুতি নিয়ে থাকি। শহরের কোথাও কোন জামেলা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। এগুলো রেগুলার থাকবে।

আরেক প্রশ্নে এসপি বলেন, নিরাপত্তা দেয়া আমাদের রুটিন কাজ। হকারমুক্ত রাখা, যানজট নিরসনে কাজ করা। এগুলো নিয়মিতই করি।

তিনি বলেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুুরিই করুুক. আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

এর আগে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে মহড়া দেন পুলিশ সুপার হারুন অর রশীদ। শহরের চাষাড়া প্রাণকেন্দ্রে শহীদ মিনারের পাশে সকাল থেকেই সাজোয়া যান, জলকামান ও পুলিশ আর্ম কার (এপিসি) দেখা যায়।

এসপির এই প্রেস ব্রিফিং এর আগে বুধবার বিকেলে চাঁনমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুকে মাদক বিক্রিতে সহযোগীতার ঘটনায় মামলায় অভিযুক্ত করা ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলের বিরুদ্ধে নিখোঁজ শিশু সাকিকে অপহরণের অভিযুক্ত করায় তার প্রতিবাদতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সিদ্ধান্ত হয় আগামী রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবে ৯টি জাতীয় ও জেলার ৩৩টি ব্যবসায়ী সংগঠন।

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবে শামীম ওসমান অনুগামী ৪২ ব্যবসায়ী সংগঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লায় মেরী আন্ডারসন জাহাজের বারে পুলিশ অভিযান দিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারের গর্ভে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুকে মাদক বিক্রয়ে সহযোগীতার অভিযোগ আনা হয়। এদিকে শহরের দেওভোগ এলাকার শিশু সাদমান সাকি নিখোঁজের ঘটনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল আলম সজলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে পুলিশ সুপারকে লিখিত দিয়েছেন নিখোঁজ শিশুর বাবা।

এ দুটি ঘটনায় ৩ এপ্রিল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে ৯টি জাতীয় ও ৩৩টি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠন প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং আগামী রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয় ৪২টি ব্যবসায়ী সংগঠন। এসব সংগঠনগুলো মুলত শামীম ওসমান ও তার লোকজন নিয়ন্ত্রন করে থাকেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালিদ হায়দার খান কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু, বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুক, নারায়ণগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দীন নান্নু, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কবির হোসাইন, পাট আড়ৎদার মালিক সমিতির সভাপতি ফয়েজ উদ্দীন লাভলু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সরোয়ার, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবু তাহের শামীম, বাংলাদেশ ফল মার্কেট সমিতির সভাপতি মাহাফুজুর রহমান খান, নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান খসরু ছাড়াও এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু ও শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তাদের বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে খালিদ হায়দার খান কাজল বলেন, আগামী রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সেখানে ৯টি জাতীয় ও ৩৩টি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত থাকবেন। সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হবে।

এদিকে বুধবার সন্ধায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুরিই করুক, আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

এসপি বলেন, যেহেতু আমাদের জাতীয় নির্বাচনও শেষ। উপজেলা পরিষদ নির্বাচনও শেষ। তাই আমরা আজকে সকল অফিসারদের নিয়ে নারায়ণগঞ্জ শহরের মুল কেন্দ্র বিন্দু বাসস্টান্ড, বঙ্গবন্ধু সড়ক পর্যবেক্ষণ করেছি। উদ্দেশ্য হলো নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, সাধারণ মানুষের নিরাপত্তা দেখা, রাস্তার ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখা। আমরা দেখেছি মোটামুটি ভাল। আশা করি বঙ্গবন্ধু সড়ক ফুটপাত মুক্ত থাকলে নারায়ণগঞ্জবাসী দুর্ভোগে পড়বে না। যানজট হবে না। এটাই ছিল আমাদের মুল উদ্দেশ্য।
নারায়ণগঞ্জ শহরে সাজোয়া যান, এপিসি, জলকামান কেন রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আমরা সব সময়ই নিরাপত্তার স্বার্থে এমন প্রস্তুতি নিয়ে থাকি। শহরের কোথাও কোন জামেলা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। এগুলো রেগুলার থাকবে।

আরেক প্রশ্নে এসপি বলেন, নিরাপত্তা দেয়া আমাদের রুটিন কাজ। হকারমুক্ত রাখা, যানজট নিরসনে কাজ করা। এগুলো নিয়মিতই করি।

ফতুল্লায় মেরী এন্ডারসন, কালিরবাজারে জুয়ার আসনে অভিযানের বিষয়ে বলেন, এটা পরিস্কার আমাদের অভিযান চলবে। মেরী এহুারসনে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ৬৮জনকে গ্রেপ্তার করেছি। সদর থানা এলাকায় জুয়ার আসর উচ্ছেদ করেছি। ৪২ জনকে গ্রেপ্তার করেছি। সেখানে আবার আপনাদের মত একজন সাংবাদিক জুয়ার আসর পরিচালনায় জড়িত। আমরা তথ্য পেয়েছি। অনেকে স্বাক্ষীও দিয়েছে আমাদের কাছে। এই জুয়াটি একজন সাংবাদিক চালাতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছি।

এর আগে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে মহড়া দেন পুলিশ সুপার হারুন অর রশীদ। শহরের চাষাড়া প্রাণকেন্দ্রে শহীদ মিনারের পাশে সকাল থেকেই সাজোয়া যান, জলকামান ও পুলিশ আর্ম কার (এপিসি) দেখা যায়।

এখানে উল্লেখ্যযে, গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরী এন্ডারসন নামের একটি জাহাজের বারে অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বিপুল পরিমান বিয়ার ও মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ওই ৬৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের শ্যালক তানভীর মাহামুদ টিটুর বিরুদ্ধে মাদক বিক্রির সহযোগীতার অভিযোগ আনা হয় মামলার এজাহারে। তানভীর মাহামুদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের এলিট শ্রেণির ক্লাব খ্যাত নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটের সভাপতি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১ টায় ফতুল্লায় মেরী এহুারসন জাহাজের বারে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে ৬৮জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ৪২ বোতল বিদেশী মদ, ৭৫ বোতল দেশী কেরো মদ, বিভিন্ন প্রকারের এক হাজার ৯’শ ২০ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৯’শ ৩০ টাকা উদ্ধার করা হয়। ্এসব বিক্রির বৈধ কোন কাগজ মেরী এন্ডারসন বারের কর্র্তৃপক্ষ দেখাতে পারেনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্র নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(গ)/২৫ ধারায় মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলায় এজাহারে পুলিশ দাবি করেছে- মামলায় ২৬ নং আসামী থেকে ৬৮ নং আসামীরা মাদকদ্রব্য সেবনের কোন প্রকার পারমিট দেখাতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার ১নং আসামী থেকে ১৫ নং আসামী জানায় বারের মালিক সঞ্চয় রায় তানভীর আহমেদ টিটুর সহযোগীতায় নারায়ণগঞ্জ ক্লাব সহ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সংগ্রহ করে জাহাজে রেখে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছিল এবং উঠতি বয়সের যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করেছে।

এখানে আরও উল্লেখ্যযে, গত শুক্রবার নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের প্রধান ঘনিষ্ঠ কর্মী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজামের বিরুদ্ধে প্রশাসনকে নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি জিডি দায়ের করেন থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের। তারপর দিন শনিবারই দেশ ছেড়ে ভারতে চলে যান শাহনিজাম। সোমবার ওই ওসি মঞ্জুর কাদেরকে ঢাকায় এসবিতে বদলী করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জে পুলিশ সুপারের বরাবর শিশু সাকিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে কাউন্সিলর নাজমুল আলম সজল সহ বেশকজনের বিরুদ্ধে লিখিত দিয়েছে শিশু সাকির বাবা এপন। এদিকে ওমরাহ পালনে মঙ্গলবার সৌদি আরব গিয়েছেন নাজমুল আলম সজল।

এর আগে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় শামীম ওসমানের অনুগামী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর মহানগর শ্রমিকলীগের সেক্রেটারী কামরুল হাসান মুন্না সহ ২২জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

ইতিমধ্যে মামলা হয়েছে শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের শ্যালক বিকির বিরুদ্ধেও। ফতুল্লার কুতুবপুরের সন্ত্রাসী মীর হোসেন মিরুর বিরুদ্ধেও মামলা হয়েছে। নারায়ণগঞ্জে বর্তমান পুলিশ সুপার হারুন অর রশীদ যোগদানের পর জেলায় প্রায় ৭ শতাধিক মাদক বিক্রেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যূদের বিরুদ্ধে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সুপার। যে কারনে নারায়ণগঞ্জের মানুষ বর্তমান পুলিশ সুপারের প্রসংশায় পঞ্চমুখ।

অপরাধীকে ছাড় দিব না, যত বড় ক্ষমতাশালী লোক হোক: এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুরিই করুক, আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

৩ এপ্রিল বুধবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন এসপি হারুন অর রশীদ।

তিনি বলেন, আমাদের নির্বাচন শেষ হয়েছে ৩১ মার্চ। আমাদের একজন পুলিশ সদস্য ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন। আজকে আমরা তার লাশ উদ্ধার করেছি। তাই আজকে আমাদের ডিআইজি স্যার আসছিলেন। আমরা তার জানাযা শেষ করে আসলাম। মর্মান্তিক বিষয়।

এসপি বলেন, যেহেতু আমাদের জাতীয় নির্বাচনও শেষ। উপজেলা পরিষদ নির্বাচনও শেষ। তাই আমরা আজকে সকল অফিসারদের নিয়ে নারায়ণগঞ্জ শহরের মুল কেন্দ্র বিন্দু বাসস্টান্ড, বঙ্গবন্ধু সড়ক পর্যবেক্ষণ করেছি। উদ্দেশ্য হলো নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, সাধারণ মানুষের নিরাপত্তা দেখা, রাস্তার ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখা। আমরা দেখেছি মোটামুটি ভাল। আশা করি বঙ্গবন্ধু সড়ক ফুটপাত মুক্ত থাকলে নারায়ণগঞ্জবাসী দুর্ভোগে পড়বে না। যানজট হবে না। এটাই ছিল আমাদের মুল উদ্দেশ্য।

নারায়ণগঞ্জ শহরে সাজোয়া যান, এপিসি, জলকামান কেন রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আমরা সব সময়ই নিরাপত্তার স্বার্থে এমন প্রস্তুতি নিয়ে থাকি। শহরের কোথাও কোন জামেলা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। এগুলো রেগুলার থাকবে।

আরেক প্রশ্নে এসপি বলেন, নিরাপত্তা দেয়া আমাদের রুটিন কাজ। হকারমুক্ত রাখা, যানজট নিরসনে কাজ করা। এগুলো নিয়মিতই করি।

ফতুল্লায় মেরী এন্ডারসন, কালিরবাজারে জুয়ার আসনে অভিযানের বিষয়ে বলেন, এটা পরিস্কার আমাদের অভিযান চলবে। মেরী এহুারসনে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ৬৮জনকে গ্রেপ্তার করেছি। সদর থানা এলাকায় জুয়ার আসর উচ্ছেদ করেছি। ৪২ জনকে গ্রেপ্তার করেছি। সেখানে আবার আপনাদের মত একজন সাংবাদিক জুয়ার আসর পরিচালনায় জড়িত। আমরা তথ্য পেয়েছি। অনেকে স্বাক্ষীও দিয়েছে আমাদের কাছে। এই জুয়াটি একজন সাংবাদিক চালাতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছি।

তিনি বলেন, আমাদের পরিস্কার কথা- অপরাধী, সে জুয়াই চালাক, আর মদের ব্যবসায়ই চালাক, তেল চুরিই করুক, আর বালু চুুরিই করুুক. আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যদি বড় ক্ষমতাশালী লোক হোক।

এর আগে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে মহড়া দেন পুলিশ সুপার হারুন অর রশীদ। শহরের চাষাড়া প্রাণকেন্দ্রে শহীদ মিনারের পাশে সকাল থেকেই সাজোয়া যান, জলকামান ও পুলিশ আর্ম কার (এপিসি) দেখা যায়।

এসপির এই প্রেস ব্রিফিং এর আগে বুধবার বিকেলে চাঁনমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুকে মাদক বিক্রিতে সহযোগীতার ঘটনায় মামলায় অভিযুক্ত করা ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলের বিরুদ্ধে নিখোঁজ শিশু সাকিকে অপহরণের অভিযুক্ত করায় তার প্রতিবাদতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সিদ্ধান্ত হয় আগামী রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবে ৯টি জাতীয় ও জেলার ৩৩টি ব্যবসায়ী সংগঠন।

সোনারগাঁয়ে প্রিজাইডিং অফিসারের লাশ উদ্ধার, নিখোঁজ পুলিশ কর্মকর্তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে নদী পথে ট্রলার যোগে আসার সময় ঝড়ের কবলে ট্রলার ডুবিতে নির্বাচনের প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা ও একজন আনসার সদস্য নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর প্রিজাইডিং অফিসার ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগের দিন নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন পুলিশের টিএসআই সেলিম মিয়া।

২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মেঘনা নদীর মোহনায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিনের লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে পুলিশ। এখনো নিখোঁজ আছেন পুলিশের টিএসআই সেলিম মিয়া। এর আগে সোমবার নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলা রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চরকিশোরগঞ্জ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

গত ৩১ মার্চ রবিবার সন্ধায় ট্রলার ডুবির পর গত ২ দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ২টি ইউনিট ও সোনারগাঁ থানা পুলিশ একটি দল ঘটনাস্থল ও তার আশপাশের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। অভিযানে একজনের লাশ উদ্ধার করলেও এখনো নিখোঁজ দুইজনের সন্ধান মেলাতে পারেনি। তবে নদীর অপর পাড়ে একজনের লাশ ভেসে ওঠলে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানিয়েছেন নিখোঁজ পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে আরো ২/১দিন অভিযান চলবে।

নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ট্রলার যোগে ফেরার পথে ঝড়ের কবলে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া আহতদের দেখতে হাসপাতালে আসেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন। ১ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহত ১২ জনকে দেখতে আসেন তিনি। এসময় ইসি সচিব আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সহানুভূতি জানান।

এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এ দূর্ঘটনা অত্যন্ত দু:খজনক। এটি প্রাকৃতিক দূর্যোগ যে কোন সময়, যে কেউ এমন দূর্যোগের শিকার হতে পারেন। তবে আরো সতর্ক হলে দূর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেতো।

বিগত নির্বাচনে এখানে স্পিডবোটের ব্যবস্থা থাকলেও এ নির্বাচনে ট্রলারের ব্যবস্থা রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন অনিয়ম হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, দূর্ঘটনার শিকার আহত প্রত্যেককে ইসির পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।

এসময় ইসি সচিবের সাথে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁও নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

১ এপ্রিল সোমবার সকালে রিতা আক্তার নামের এক নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার নির্বাচনী দায়িত্বে থাকা ২২জন নির্বাচন পরিচালনা সদস্য নিয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ট্টলারটি। এখনো নিখোঁজ রয়েছেন পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া।

সর্বশেষ সংবাদ