নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: র‌্যাবের নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৭ মার্চ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১১) জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন হতে র‌্যাব-১১ জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে এবং যেকোন পরিস্থিতিতে আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য র‌্যাব বরাবরই সোচ্চার রয়েছে। বিশেষ করে ধর্ম বৈষম্য সৃষ্টি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং সর্বোপরি দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্বার্থন্বেষী মহল নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করার প্রয়াস চালাতে না পারে সে ব্যাপারে র‌্যাব-১১ নিয়মিত টহল ও গোয়েন্দা নজর দারি পরিচালনা করে আসছে।

র‌্যাব-১১ আরও জানায় ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় দুই বাংলাদেশীসহ প্রায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে। এর মধ্যে পাঁচ বাংলাদেশি আহত ও দুজন নিখোঁজ রয়েছে। উক্ত হামলাকে কেন্দ্রকরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গীর্জাসমুহে আইন শৃংখলা পরিস্থিতির অবনতিকরণ এর কোন চেষ্টা কিংবা তাদের উপর কোন ধরণের হামলার প্রয়াশ প্রতিহত করা।

এবং সর্বোপরি দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্বার্থন্বেষী মহল কোন প্রকার নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করার প্রয়াস চালাতে না পারে সে জন্য র‌্যাব-১১ এর আওয়াতাধীন এলাকায় সংখ্যালঘু এলাকা ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গির্জাসমুহে এবং সংখ্যালঘু ও খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তথা টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র‌্যাব-১১ এর অপস অফিসার এএসপি নাজমুল হাসান এ তথ্য জানান।

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন মেয়র হাসিনা গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

১৭ মার্চ রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। মহান এ দিবসকে ঘিরে উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে চিত্রাংকন, বক্তৃতা, গান ও নৃত্য প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘অধিকারহারা বাঙালী জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙ্গালী জাতির জনকই নন বরং তৃতীয় বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদুত।’

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, ‘টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ যে শিশুটি পৃথিবীর প্রথম আলোর মুখ দেখেছিল- তখন কি কেউ চিন্তা করেছিল এই শিশুটিই একদিন বাংলার বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত নির্যাতিত জনগণের মুক্তির দূত হিসাবে আর্বিভূত হবেন। এই শিশুটিই একদিন বড় হয়ে ঠিকই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার লাল সূর্য। তিনি হলেন বাঙালির মুকুটমণি, শতাব্দীর মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরো বলেন, ‘জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশকে যেভাবে তিনি উন্নত করতে চেয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেভাবেই কাজ করে যাচ্ছেন।’

‘বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিচরিত্র একটি অখন্ড সংগ্রামের ইতিহাস হিসেবে চিহ্নিত। তিনি বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভাপতির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘ শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মমতা ছিল অপরিসীম। তাই ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করেছেন আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধুর জম্মদিনটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত খুশির দিন। কারন তার নেতৃত্বে বাঙ্গালী জাতি পেয়েছে মুক্তির স্বাদ। অর্জন করেছে স্বাধীন বাংলাদেশ।’

মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন উল্লেখ করে মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।’

হাসিনা গাজী আরো বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কারণ প্রতিটি শিশুই একদিন বড় হয়ে সমাজে নেতৃত্ব দিবে। দেশ পরিচালনা করবে। তাই প্রতিটি শিশুকে অনুকূল পরিবেশ দিতে হবে তারা যেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।‘

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন ভুঁইয়া ও আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, বিএম আতিকুর রহমান, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, রাসেল সিকদার, আনোয়ার হোসেন, লায়লা পারভীন, আসমা বেগম ও জোসনা বেগমসহ অনেকে।

এদিকে রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল: পাট ও বস্ত্র মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্যই এগুলো সম্ভব হয়েছে।’

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলার কড়ইতলা মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি এই স্বাধীন দেশ পেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দোয়ারে পৌছে যাচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ধারণ করে দেশপ্রেমের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই জন্ম দিবস উদযাপন সার্থক হবে। ১৯২০ সালের ১৭ মার্চ জন্মের পর থেকে সংক্ষিপ্ত জীবনে পর্যায়ে পর্যায়ে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখে গেছেন, তা অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের একটি মুহূর্তও অযথা ব্যয় করেননি। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, একটি কুচক্রী মহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। মহলটি তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সত্যের পথ অবলম্বন করেছেন, সত্য থেকে বিচ্যুত হননি। তাই আজকের প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধের সেতুবন্ধন তৈরি করে দিতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা অব্যাহত রেখে আমাদের দায়িত্ববোধের প্রমাণ রাখতে হবে। আমাদের দায়িত্ব পূরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাধারণ মানুষের প্রতি যে মমতা ও অঙ্গীকার রেখেছেন- অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের সবাইকে কর্মের মধ্য দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম, কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু জাবের বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ চত্ত্বরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে শিশু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বন্দরে মফিজুল ইসলামের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সন্ধায় বন্দর থানার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর থানা মহিলা লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা প্রমুখ।

বন্দর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আক্তার হোসেন বিএ, মোঃ নুরুজ্জামান, শাহিদুল ইসলাম জুয়েল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন, মাবিয়া আক্তার তানিয়া, জিয়াউদ্দিন মেম্বার, মাসুদা মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, রয়েল, খোকন, আসলাম, বিল্লাল হোসেন, সবুজ, কাউসার, শেখ শাওন, আশরাফ ও জুলহাস প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হতো না: শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরে থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। প্রধান অতিথি বলেন, যখনই বাঙালীদের ওপর কোনো আঘাত এসেছে তখনই বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়েছেন। রাজনৈতিক নেতা থেকে বঙ্গবন্ধু, পরবর্তীকালে জাতির জনক। তার পুরোটা জীবন কেটেছে বাঙালী জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। তিনি জাতীয়তাবাদের প্রবক্তা এবং জাতীয়তাবাদের আলোয় উদ্ভাসিত একজন মহারাষ্ট্রনায়ক। তার জন্ম না হলে বাঙালী স্বাধীনতাই পেত না। বাঙালী জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাবি তাই পুরোপুরি যৌক্তিক।

বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আমজাদ হোসনে, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আক্তার হোসেন বিএ, যুবলীগ নেতা আবু তালেব ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, অ্যাডভোকেট রানা ও বিশ্ব আওয়ামী অনলাইন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিষী মুন্সী প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো বন্দরের পিএম রোড পঞ্চায়েত কমিটি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরের মদনগঞ্জ পিএম রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগর।

মদনগঞ্জ পিএম রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোঃ সালাম, সিরাজ মিয়া, নুরু মুন্সী, সমাজ সেবক নুর সরকার, মোঃ আলী, তাইজুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ জাকির মিয়া, মোঃ শাওন সোহান, টুটুল, শফিক মিয়া ও সোহেল প্রমুখ।

বন্দরের চুনাভুড়া কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে চুনভুড়া কমিউনিটি ক্লিনিক গ্রুপ ও সাপোর্ট কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুড়া কমিউনিটি ক্লিনিক এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনাভুড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা হাজী জসিমউদ্দিন। চুনাভুড়া সাপোর্ট কমিটির সভাপতি শাহনুর ওসমানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ক্লিনিক সাপোর্ট কমিটির সভাপতি মোঃ শাহজালাল ও আবু নাসের।

চুনাভুড়া কমিউনিটি ক্লিনিকের সদস্য সচিব আরিফ চৌধুরীর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন- সাপোর্ট কমিটির সদস্য মোঃ সবুজ, সামিদুল ইসলাম ইভেন, আফরোজ নাহার, হাজী মোশারফ হোসেন, হাজী আলি আহম্মদ ও আবুল মাজেদ প্রমুখ।

বন্দরে ৫’শ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জের বন্দরে ৫’শ পাউন্ডের কেক কেটে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের এমপি একেএম সেলিম ওসমান। বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ রবিবার সকাল থেকেই বন্দর সমরক্ষেত্র মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসূচিতে এমপি একেএম সেলিম ওসমান পৃষ্ঠপোষকতা করেন।

জানাগেছে, বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯টা থেকে বন্দর সিরাজদৌল্লা মাঠ থেকে র‌্যালী বের হয়ে বন্দর সমরক্ষেত্র মাঠে এসে সমবেত হয়। সকাল সাড়ে ১০টায় সমরক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় বন্দর উপজেলার সকল নেতাকর্মী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ শীর্ষক কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

এছাড়াও বন্দর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ৫’শ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ মিয়া, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বদরুজ্জামান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বন্দর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি শেখ কামালসহ বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: বন্দরের ফারুক নিখোঁজের ঘটনায় অনিশ্চয়তায় পরিবার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিক নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ওমর ফারুক (৩৫) নিখোঁজের ঘটনায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা। গত ১৫মার্চ শুক্রবার নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে তিনি নিখোঁজ হয়।

এ ব্যাপারে ওমর ফারুকের ভগ্নিপতি গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গত শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য ফারুক প্রবেশ করেন। তারপর শুক্রবার ওই মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছেনা। ঘটনার পর থেকেই তার সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। শনিবার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে আমরা জানতে পারি এ ঘটনায় নিখোঁজ পাঁচজন বাংলাদেশির মধ্যে ওমর ফারুক রয়েছে। তারপর রাতে এক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ওমর ফারুক আর নেই। তার প্রতিবেশীরাও জানিয়েছে সে মারা গেছে।

তিনি বলেন, আজকে সকালে নিউজিল্যান্ড হাইকমিশনারের কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা ওমর ফারুক জীবিত কিংবা মৃত তার সঠিক সংবাদ দিতে পারেনি। সরকারিভাবে এখনও ওমর ফারুক মৃত কিনা কোন সংবাদ আসেনি। অতএব কোন ম্যাসেজ না পেলে আমরা নিশ্চিৎ হতে পারছিনা।

‘পিতা তুমি জান্নাতবাসী হও, তোমার সন্তানেরা জেগে আছি তোমার স্বপ্ন পূরণের প্রত্যাশায়’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির চার বারের নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্নে সব সময় বিভোর ছিলেন। আজ তার সেই সোনালী স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে বাস্তবে রুপ নিচ্ছে। আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাজার বছরের এই বাঙ্গালীর আত্মার শান্তি কামনা করে বলতে চাই ‘পিতা তুমি জান্নাতবাসী হও, তোমার সন্তানেরা জেগে আছি তোমার স্বপ্ন পূরণের প্রত্যাশায়।’

১৭ মার্চ রবিবার সন্ধায় বন্দরের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারের সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান দিপু এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের আইনজীবী নেতা আরো বলেন, আজ আমরা গর্বিত। কেন গর্বিত যদি প্রশ্ন করেন- তাহলে আমি বলব আমরা এমন একটি দেশে বসবাস করি সেই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন নেত্রী বলে গৌরবাম্বিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আজ আমরা এজন্য আরো গর্বিত পৃথিবীর ৭টি দেশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ষ্ট্যাম্প প্রচার হচ্ছে। নিউজিল্যান্ডে নিহত মুসলমানদের উপর যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহআলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহজালাল সাহা, ফয়েজ আহাম্মেদ, যুবলীগ নেতা কামরুজ্জামান কচি, নাদিম, হাবিব উল্লাহ হবু, কবির হোসেন, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম ও জহিরুল ইসলাম শাওন প্রমূখ।

সর্বশেষ সংবাদ